একনজরে কাতার বিশ্বকাপ।

in hive-129948 •  2 years ago  (edited)


আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।

আজ রবিবার, , ১৮ ই, ডিসেম্বর, ২০২২।

আমি @emon42.

বাংলাদেশ🇧🇩 থেকে



soccer-g364877077_1920.png

Source



আর্জেন্টিনা ও ফ্রান্সের মধ‍্যকার ফাইনাল ম‍্যাচ দিয়ে আজ শেষ হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২২, কাতার। ফুটবল পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলা এটা আমাদের সবারই জানা। এজন্যই ফুটবল বিশ্বকাপ কে বলা হয় "দ‍্যা গ্রেটেস্ট শো অন আর্থ"। বাঙালির হৃদয়ে আছে ফুটবল। গভীর রাতে প্রিয় দলের জয়ের পরে সমর্থকদের উদ্মাদনার শব্দ ভেসে আসে কানে। না তাতে আমাদের কোনো স্বার্থ থাকে না। কিন্তু বাঙালি ফুটবল পছন্দ করে। ফুটবল বিশ্বকাপ প্রতি চার বছর পর পর আসে একমাসের জন্য। একমাস পুরো পৃথিবীতে একটা উৎসব বিরাজ করে। বাংলাদেশের প্রতিটা পাড়া মহল্লায় বাড়িতে উড়ে ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন এর পতাকা। বাংলাদেশের একজন সাধারণ মানুষকে যদি জিজ্ঞেস করা হয় তাজউদ্দিন আহমেদ কে ছিলেন বলাই যায় সে পারবে না। কিন্তু যদি জিজ্ঞেস করা হয় পেলে কে। উনি বলে দিবেন পেলে হলো সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়ার। এটাই প্রমাণ করে বাঙালি নিজের হৃদয়ে ফুটবল কতটা ধারণ করে।



২০ নভেম্বর কাতার বনাম ইকুয়েডরের মধ‍্যকার ম‍্যাচ দিয়ে শুরু হয়েছিল কাতার বিশ্বকাপ। ঐ ম‍্যাচে ইকুয়েডর খুব সহজেই হারিয়ে দেয় এশিয়ান চ‍্যাম্পিয়ন ও আয়োজক দেশ কাতারকে। বিশ্বকাপের তৃতীয় ম‍্যাচ ডে তে ঘটে যায় বিশ্বকাপের প্রথম অঘটন। এশিয়ান জায়ান্ট সৌদি আরব মেসির আর্জেন্টিনাকে হারিয়ে দেয় ২-১ গোলে। ঠিক তার পরের দিন আরেক এশিয়ান জায়ান্ট জাপান হারিয়ে দেয় চার বারের বিশ্বচ‍‍্যাম্পিয়ন জার্মানিকে। দুই ফেভারিট এর এইরকম পরাজিত হওয়ার পর সবাই ভেবেছিল ব্রাজিলও হয়তো হেরে যাবে প্রথম ম‍্যাচ। কিন্তু না সার্বিয়ার সাথে ২-০ গোলে জিতে যায় ব্রাজিল। গ্রুপ পর্বের তৃতীয় ম‍্যাচডে তে এসে আবার অঘটন ঘটে যায়। সেখানে দক্ষিণ কোরিয়া পর্তুগালকে এবং ক‍্যামেরুন হারিয়ে দেয় ব্রাজিলকে। টপ ফেভারিট হয়েও প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হয় জার্মানি এবং বেলজিয়াম কে।


grass-gfbf14c785_1920.jpg

source


দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা অস্ট্রেলিয়ার সঙ্গে ব্রাজিল দক্ষিণ কোরিয়ার সঙ্গে এবং ফেভারিট দলগুলো জিতে যায়। কিন্তু তারকা ভর্তি লুইস এনরিকের স্পেনকে হারিয়ে চমক লাগিয়ে দেয় আফ্রিকার দেশ মরক্কো। কোয়ার্টার ফাইনালে ব্রাজিল ক্রোয়েশিয়া এবং আর্জেন্টিনা নেদারল্যান্ডস ম‍্যাচ ছিল। সবাই ভাবে এবার হয়তো ব্রাজিল আর্জেন্টিনা সেমিফাইনাল হবে। কিন্তু মানুষ ভাবে এক হয় আরেক। নেইমার, ভিনিসিয়াসদের কাঁদিয়ে ট্রাইব্রেকারে ম‍্যাচ জিতে নেয় ক্রোয়েশিয়া। ব্রাজিল ভুল করলেও আর্জেন্টিনা করেনি তারা নেদারল্যান্ডসকে ট্রাইব্রেকারে হারিয়ে উঠে যায় সেমিফাইনালে। অন‍্যদিকে কোয়ার্টার ফাইনালের সুপার ম‍্যাচ ছিল ফ্রান্স ও ইংল‍্যান্ডের মধ্যে ম‍্যাচটা জিতে যায় ফ্রান্স। তবে এবার মরক্কোর অঘটনের স্বীকার রোনালদোর পর্তুগাল। কোয়ার্টার ফাইনালে আশরাফ হাকিমির মরক্কোর কাছে হেরে বিদায় নেয় পর্তুগাল। সেদিন রোনালদোর চোখের জল কাঁদিয়েছিল লক্ষ লক্ষ ফুটবল প্রেমিকে। সেমিফাইনালে আর কোনো অঘটন ঘটেনি। আর্জেন্টিনা ক্রোয়েশিয়া কে এবং ফ্রান্স মরক্কো কে হারিয়ে ফাইনালে উঠে।

আজ ১৮ ডিসেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে হবে আর্জেন্টিনা ও ফ্রান্সের মধ‍্যকার ফাইনাল ম‍্যাচ। এই ম‍্যাচের মধ্যে দিয়ে পদ্মা নামবে কাতার বিশ্বকাপের। পরপর দুইবার ফ্রান্সের বাজিমাত না ৩৬ বছর পর আর্জেন্টিনার স্বপ্ন পূরণ হবে আজ রাতে। এটা দেখার জন্য পৃথিবী জুড়ে মানুষ অপেক্ষায় রয়েছে। মেসি অসাধারণ একজন ফুটবলার। বিশ্বকাপ বাদে ফুটবল বিশ্বের সব পুরষ্কার তার অর্জনে আছে। মেসির নেতৃত্বে তারুণ্যনির্ভর দল আর্জেন্টিনা কী পারবে বিশ্বকাপ ট্রফি জিততে। না এমবাপ্পে, ডেম্বেলের গতি এবং জিরুড, গ্রীজম‍্যান ম‍্যাজিকে পরপর দুইবার এবং তৃতীয় বার বিশ্বকাপ জিতবে ফ্রান্স সেটা দেখার অপেক্ষায় বিশ্ব। এর আগে পর পর দুইবার চ‍্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব রয়েছে শুধুমাত্র ব্রাজিলের। আর মাএ একঘন্টা। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এর মতে কাতার বিশ্বকাপ ছিল এ যাবৎ কালের সেরা বিশ্বকাপ। তবে আমার মতে কাতার বিশ্বকাপ ছিল অঘটনের একটা বিশ্বকাপ।।।।



সবাইকে ধন্যবাদ💖💖💖।



IMG_-akkhy.jpg

Facebook
Twitter
You Tube



অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।





Amar_Bangla_Blog_logo.jpg

Banner(1).png

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovUdcufHKutmnDv7XmQqPrB8fBXG7kzXLfFggSC6SoPdYYQg44yvKzFDWktyjCspTTm5NVQAdTm7UoN34AAMT6AoF.gif



Heroism_Second.png



Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Hello, friend!

This post has been upvoted by the Steemgoon curation team.

Thank you for your hard work.


If you would like to support us, please consider voting for our witness, Your vote is very important to us!.
If you vote for us as a witness, you can get daily littile upvote to your post.

বাঙালি ফুটবল পারে না তাতে কি ফুটবল অনেক পছন্দ করে। বাঙালি এই একটা জিনিস নিঃস্বার্থ ভাবে সাপোর্ট করে। আবার খেলা গুলো বেশ মজার ছিল। আজকের ফ্রান্স এবং আর্জেন্টিনার খেলা বেশ টান টান খেলা হচ্ছে। সব মিলেয়ে বেশ দারুন। ভালো লাগলো আপনার লিখা পড়ে। ধন্যবাদ

সত্যি কিভাবে যে ফুটবল খেলা শেষ হয়ে গেল টেরই পেলাম না। বাংলাদেশের বেশিরভাগ আর্জেন্টিনা এবং ব্রাজিলের সাপোর্টার দেখা যায়। এই দুই দলের মধ্যে কেমন জানি তুলপাড় লেগেই থাকে। কালকেই শেষ ফাইনাল খেলা হয়েছিল। কালকের খেলাটা কিন্তু এমনিতে খুবই মজা হয়েছিল দেখতে। আপনার লেখা পড়ে আমার কাছে খুবই ভালো লেগেছে। খুবই সুন্দরভাবে লিখেছেন আপনি। এরকম পোস্টগুলো করতে খুবই মজার হয়ে থাকে।

কাতারে হয়তো অনেক কিছু বিধি-নিষেধ করা ছিল। অনেক কিছুই করতে মানা করা হয়েছিল। এই যেমন মদ চলবে না, মেয়েরা ছোট ছোট জামাকাপড় পড়তে পারবে না এগুলো ঠিকই।কিন্তু তারপরেও কাতার এত সুন্দর এবং এলাহী অ্যারেঞ্জমেন্ট করেছিল তা সত্যিই দেখার মত। প্রত্যেকের চেয়ারে আলাদা করে গিফট পাউচ রাখা, মেসিকে খুবই সুন্দর একটা জ্যাকেট গিফট করা, যেটা এর আগে কোথায় দেখা যায়নি। পুরো স্টেডিয়ামের বাজির সজ্জা এবং বাকি সাজসজ্জা সবটাই হাই লেভেলের ছিল। আর খেলার ক্ষেত্রেও এই বিশ্বকাপের খেলা সকলে মনে রাখবে।কারণ টানটান উত্তেজনা ছিল শুরুর থেকেই।