আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
Beinsports channel থেকে স্কিনশর্ট নেওয়া হয়েছে।
ফুটবল আপনাকে অনেক কিছু দেবে। ফুটবল যেমন আপনাকে আনন্দ দেবে তেমন আবার কষ্টও দেবে। ফুটবল জিনিসটা আমার কাছে প্রেমিকার চেয়েও সুন্দর। এটা একেবারে সত্যি বললাম। আপনার প্রেমিকা আপনাকে ছেড়ে চলে গেলেও ফুটবল কখনও ছেড়ে যাবে না। আমি আগাগোড়া একজন ফুটবল ফ্যান। আমার প্রিয়দলের হারে একবার আমি খুব কান্না করেছিলাম। যদিও তখন ছোট ছিলাম কিন্তু অনূভুতি টা পিওর ছিল। ব্রাজিল সাপোর্ট করি প্রায় ১২ বছর হবে। এরমধ্যে ব্রাজিল ফুটবল দলের অনেক উত্থান পতন দেখেছি। কিন্তু এবারের অবস্থা যেন বেশি শোচনীয়। যাইহোক কোপা আমেরিকা ২০২৪ শুরু হয়েছে ২১ তারিখ থেকে। কিন্তু ব্রাজিলের প্রথম ম্যাচ ছিল আজ ২৫ তারিখ।
অফিসে যাওয়ার জন্য সকালেই উঠা লাগে। এইজন্য আলাদাভাবে খেলা দেখার জন্য আর উঠা লাগেনি। সকাল সাত টাই ফোন হাতে নিয়ে বসে গেলাম। ব্রাজিলের কোপা আমেরিকা মিশনে প্রথম ম্যাচে প্রতিপক্ষ ছিল কোস্টারিকা। ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র ব্রাজিল কে ৪-২-৩-১ ফর্মেশনে মাঠে নামায়। অন্যদিকে কোস্টারিকার ফর্মেশন ছিল ৩-৪-১-২। ব্রাজিলের এই দলটা একেবারেই তরুন। তবে ক্লাব পর্যায়ে সবাই বেশ ভালো করছে। কিন্তু জাতীয় দলে আসলেই কেমন জানি সবার পারফরম্যান্স ফিকে হয়ে যায়। খেলা শুরু হয়। ব্রাজিল মোটামুটি বল নিজেদের দখলে রেখে খেলার চেষ্টা করছিল। এবং তাতে তারা সফলও ছিল।
বল নিয়ে গুছিয়ে আক্রমণে গেলেও অনেক লাভ হচ্ছিল না। শেষমেশ হার মানতে হচ্ছিল কোস্টারিকা ডিফেন্স এর কাছে। বেশ কিছু শর্ট বাইরে দিয়ে চলে যায় এবং বেশ কিছু শর্ট কোস্টারিকা গোলকিপার সেভ করে দেয়। ম্যাচের তখন ৩০ মিনিট ব্রাজিল ডিফেন্ডার মার্কোইনোস ব্রাজিলের হয়ে গোল করে। কিন্তু ভিএআর এর সিদ্ধান্তে পরবর্তীতে গোলটা অফসাইডের জন্য বাতিল করা হয়। প্রথমার্ধে ব্রাজিল আর কোন গোল পাইনি। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ব্রাজিলের খেলার বেশ পরিবর্তন হয়। আক্রমণ অনেক বৃদ্ধি পায়। এরমধ্যে একেবারে সহজ একটা সুযোগও মিস করে বসে ব্রাজিল। ম্যাচের ৬৩ মিনিটে দূরপাল্লার শর্ট নেয় পাকুয়েতা। কিন্তু সেটা সাইড-বারে লেগে ফিরে আসে। এভাবে একের পর চেষ্টা করেও কোন লাভ হয়নি।
এরপর ব্রাজিল কোচ কিছু পরিবর্তন করে। তারা আসলে ব্রাজিল যেন একেবারে উঠেপড়ে আক্রমণ শুরু করে। কিন্তু বলে না ভাগ্যবিধাতা যদি না চাই কিছু হয় না। একের পর এক অসাধারণ সেভ করতে থাকে কোস্টারিকা গোলরক্ষক। মোটামুটি ম্যাচটা শেষ হয় গোলশূণ্য ভাবে। কোপা আমেরিকা এর প্রথম ম্যাচে তুলনামূলক দূর্বল দলের সাথে ড্র করে ব্রাজিল। তবে তাদের চেষ্টার কোন কমতি ছিল না। ম্যাচের ৭৪% বল ছিল ব্রাজিলের দখলে কোস্টারিকার ২ শর্টের বিপরীতে ব্রাজিল করেছে ১৯ শর্ট। ম্যাচে ৯ টা কর্ণার কিক পাই ব্রাজিল। এতেই বোঝা যায় ম্যাচে তারা ঠিক কতটা আধিপত্য বিস্তার করেছিল। কিন্তু কপাল খারাপ কোন গোলের দেখা পাইনি। ম্যাচে সর্বোচ্চ ৮.৩ রেটিং নিয়ে ম্যাচে সেরা হয় ব্রাজিলের মিডফিল্ডার লুকাস পাকুয়েতা। ব্রাজিলের পরবর্তী দুই ম্যাচ প্যারাগুয়ে এবং কলম্বিয়ার সাথে। জয় ছাড়া আর কোন উপায় নেই তাদের।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার মতে কোপা এমেরিকায় ব্রাজিলের এই ম্যাচটি জেতা উচিত ছিলো কারণ কোস্টারিকাকে হারাতে পারলে ব্রাজিল আবার নিজেদের ছন্দ খুজে পেতে পারতো কিন্তু দিনশেষে গোলশুন্য ম্যাচ ড্র নিয়েই ব্রাজিলকে ফিরে আসতে হয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ফুটবল প্রেমীদের হৃদয়ের অনুভূতি আপনার লেখায় অসাধারণভাবে ফুটে উঠেছে। ব্রাজিল দলের প্রতি আপনার গভীর ভালবাসা এবং সমর্থন সত্যিই প্রশংসনীয়। এবারের কোপা আমেরিকায় প্রথম ম্যাচে ব্রাজিলের কঠিন পরিশ্রম এবং আধিপত্য থাকা সত্ত্বেও গোল করতে না পারার হতাশা বুঝতে পারছি। কোস্টারিকার গোলরক্ষকের অসাধারণ সেভ এবং ব্রাজিলের একাধিক প্রচেষ্টা সত্ত্বেও গোলশূন্য ম্যাচের সমাপ্তি সত্যিই দুঃখজনক। তবে ফুটবলে এই ধরনের দিন আসবেই। আশা করি, পরবর্তী ম্যাচগুলোতে ব্রাজিল তাদের পুরনো জৌলুস ফিরে পাবে এবং জয়ী হয়ে আমাদের সকলকে গর্বিত করবে। আপনার এই বিশ্লেষণাত্মক লেখা ফুটবলপ্রেমীদের জন্য অবশ্যপাঠ্য। ব্রাজিল দলের প্রতি রইল অনেক শুভকামনা!
[@redwanhossain]
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit