আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
আশাকরি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ্ মোটামুটি ভালো আছি। আমার সময় টা খুব একটা ভালো যাচ্ছে না। আপনাদের মাঝে শেষ পোস্ট টা করেছিলাম আজ থেকে ৯ দিন আগে। এই কদিন বেশ ঝামেলার মধ্যে ছিলাম। সেজন্যই কোন পোস্ট করতে পারিনি। যাইহোক আজ থেকে চেষ্টা করব নিয়মিত পোস্ট করার এবং একটিভ থাকার জন্য। স্টিমিট প্লাটফর্মে এসে আমার বাংলা ব্লগে যোগ দেওয়ার পরে এমন সময় খুবই কম কেটেছে আমার। যাইহোক একটা ঘটনা আপনাদের বলি আমি নতুন একটা ফোন কিনেছি। হ্যা এটা আনন্দের খবর হলেও আমার কাছে খুব একটা আনন্দের না। এবং আমার আগের ফোনটা নষ্ট হয়ে গিয়েছে মানে বতর্মানে ব্যবহার অনুপোযোগী।
গত শুক্রবার আমি একটা কাজে ঢাকা গিয়েছিলাম। তার দুইদিন আগে থেকেই আমার ব্যস্ততা শুরু হয়ে যায়। ঢাকা গিয়েছিলাম একটা ভাইবা পরীক্ষা দিতে। যাইহোক ওটা মোটামুটি ভালোই হয়েছে। ঢাকাতে যাওয়ার আগেই আমি পরিকল্পনা করে গিয়েছিলাম ঢাকায় গিয়ে বইমেলায় যাব। যেহেতু ফেব্রুয়ারি মাস অমর একুশে বইমেলা চলছে। রবিবার আমার ভাইবা শেষ হলে আমি ফ্রী হয়ে গেলাম। তখন আমি আমার চাচাতো ভাই রোহান এর সঙ্গে কথা বলি যে ঘুরতে যাব একদিন। ভাইয়ার লেখাপড়া শেষ হয়েছে ভাইয়া এখন চাকরির পরীক্ষা দিচ্ছে পাশাপাশি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ইইই এর লেকচারার । যাইহোক ভাইয়া আমার জন্য সময় বের করল। দুজন মঙ্গলবার বের হলাম।
আমাদের পরিকল্পনা ছিল বইমেলায় ঘোরাঘুরি করব বই কিনব তারপর কোথাও লাঞ্চ করব। কিন্তু গিয়ে শুনি বইমেলা শুরু হবে বিকেল তিন টাই। কী আর করার। পরবর্তীতে রোহান ভাইয়া বলল চল গিয়ে আমার ক্যাম্পাস টা ঘুরে আসি। মানে বুয়েট এর কথা বলছিল ভাইয়া। ভাইয়া বুয়েট থেকে ইইই তে গ্রাজুয়েশন শেষ করেছে গতবছর। যাইহোক তো বুয়েট ক্যাম্পাস এর দিকে যাওয়ার সময় হঠাৎ ধাক্কা লেগে আমার হাত থেকে আমার ফোনটা পড়ে গেল। এর আগেও পড়েছে। কিন্তু এইরকম টা হয়নি। ফোনটা নিচে থেকে তুলে দেখি ফোনের জীবন শেষ। অর্থাৎ ফোনের ডিসপ্লে ভেঙে গিয়েছে এবং অর্ধেকটা ডিসপ্লে কালো হয়ে গেছে। এই ফোনটার বয়স প্রায় চার বছর। পাশাপাশি ফোন টার পারফরম্যান্স আগের মতো নেই। সেজন্য ঠিক করলাম একটা নতুন ফোন কিনব।
মনটা তখন অনেক খারাপ হয়ে গেল। কিন্তু রোহান ভাইয়া বলল এটা নিয়ে প্যারা নেওয়ার কিছু নেই। এটা আজ হলেও হতো কাল হলেও হতো। যাইহোক সেজন্য আর বেশি প্যারা নিলাম না। তখন আমার কাছে খুব একটা টাকা ছিল না। ভাবলাম যাই বাড়িতে গিয়ে একটা ফোন কেনা যাবে। গত বুধবার রাতে আমি বাড়িতে এসেছি। এবং মোটামুটি ইন্টারনেট থেকে আমার বাজেটের মধ্যে একটা ভালো ফোন পেয়ে যায়। গতকাল গিয়ে আমি সেই ফোনটা নিয়েছি। Redmi 12 আমার নতুন ফোন। এর থেকে বাজেট এই দুদিনে আর যোগার করতে পারলাম না। অন্যদিকে কাজ করা দরকার। আমার অন্য কোন ফোনও নেই যোগাযোগের একটা সমস্যা। সেজন্য আর দেরি করিনি। যাইহোক ঢাকায় ঘোরাঘুরির অভিজ্ঞতা পরবর্তী পোস্ট এর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করে নিব।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সবারই সব সময় সুন্দর সময় যায়না। দূর থেকে যাদের দেখে ভাবছেন, খুব ভালো সময় পার করছে কিন্তু তা সত্য নাও হতে পারে।মানুষের জীবন মানেই ভালো মন্দের মিশেল। আর এই ভালো-মন্দ নিয়েই আমাদের চলতে হবে। আপনি হয়ত ভাবছেন, বর্তমান সময়টা ভালো যাচ্ছেনা কিন্তু আগামী কাল বা পরশু অনেক ভালো হবে। শুধু চেষ্টাটা অব্যহত রাখতে হবে। নতুন ফোনে সুন্দর এই পোস্টটি লিখে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঢাকায় গিয়ে অনেক সুন্দর সময় অতিবাহিত করেছেন ভাই। আপনার ভাইয়া রোহানের সাথে বুয়েট ক্যাম্পাস ঘোড়ার সময় ধাক্কা লেগে আপনার মোবাইলটা পড়ে যায় এতে মোবাইলের ডিসপ্লে নষ্ট হয়ে যায় জেনে খারাপ লাগলো। আমি বাড়িতে এসে আপনি রেডমি 12 ফোন কিনেছেন যেনে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit