কবিতা আবৃত্তি, ( চলে যাওয়া মানে প্রস্থান নয় - রুদ্র মোহাম্মদ শহিদুল্লাহ)।

in hive-129948 •  last year 


আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।

আজ বৃহস্পতিবার,২৮ ই ডিসেম্বর, ২০২৩।

আমি @emon42.

বাংলাদেশ🇧🇩 থেকে


IMG_20231228_003708.JPG


আশাকরি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ্ ভালো আছি। আজকে আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আমাদের জীবনে প্রতিনিয়ত মানুষের যাওয়া আসা কিন্তু লেগেই থাকে। এরমধ্যে কিছু মানুষ আছে যাদের চলে যাওয়া আমরা সহজে মেনে নিতে পারি না। ওটা আমাদের একটা মেন্টাল ট্রমা দিয়ে যায়। তবে ঐ মানুষগুলো চলে গেলেও তাদের সঙ্গে কিন্তু আমাদের বিচ্ছেদ হয় না। কোথাও একটা সম্পর্ক আমাদের মধ্যে থেকে যায়। চলে গেলেই বিচ্ছেদ হয় না। এজন্যই হয়তো কবি রুদ্র মোহাম্মদ শহিদুল্লাহ বলেছেন চলে যাওয়া মানে বিচ্ছেদ নয়। রুদ্র মোহাম্মদ শহিদুল্লাহ আমার অন্যতম পছন্দের একজন কবি। উনার অনেক গুলো কবিতা আমার অনেক পছন্দের। যাইহোক আজকে আমি উনার লেখা একটা কবিতা আবৃত্তি আপনাদের সঙ্গে শেয়ার করে নিব। সত্যি বলতে কিন্তু ইদানিং আমার কবিতা আবৃত্তি করতে বেশ ভালোই লাগে। আজকে আমি যে কবিতা টা আবৃত্তি করব কবিতাটার নাম "চলে যাওয়া মানে বিচ্ছেদ নয়"। লেখক রুদ্র মোহাম্মদ শহিদুল্লাহ।



চলে যাওয়া মানে বিচ্ছেদ নয়
রুদ্র মোহাম্মদ শহিদুল্লাহ



কবিতা



চলে যাওয়া মানে প্রস্থান নয়- বিচ্ছেদ নয়
চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন-করা আর্দ্র রজনী
চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে
আমার না-থাকা জুড়ে।
জানি চরম সত্যের কাছে নত হতে হয় সবাইকে-
জীবন সুন্দর
আকাশ-বাতাস পাহাড়-সমুদ্র
সবুজ বনানী ঘেরা প্রকৃতি সুন্দর
আর সবচেয়ে সুন্দর এই বেঁচে থাকা
তবুও কি আজীবন বেঁচে থাকা যায়!
বিদায়ের সেহনাই বাজে
নিয়ে যাবার পালকি এসে দাঁড়ায় দুয়ারে
সুন্দর পৃথিবী ছেড়ে
এই যে বেঁচে ছিলাম
দীর্ঘশ্বাস নিয়ে যেতে হয়
সবাইকে
অজানা গন্তব্যে
হঠাৎ ডেকে ওঠে নাম না জানা পাখি
অজান্তেই চমকে ওঠি
জীবন, ফুরালো নাকি!
এমনি করে সবাই যাবে, যেতে হবে…


উৎস



কবিতা আবৃত্তির লিংক






সবাইকে ধন্যবাদ💖💖💖।



IMG-20231027-WA0008.jpg

Facebook
Twitter
You Tube



অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।


আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।





Amar_Bangla_Blog_logo.jpg

Banner(1).png

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovUdcufHKutmnDv7XmQqPrB8fBXG7kzXLfFggSC6SoPdYYQg44yvKzFDWktyjCspTTm5NVQAdTm7UoN34AAMT6AoF.gif



Heroism_Second.png



Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

খুবই সুন্দর একটা কবিতা আবৃত্তি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। এবারই প্রথম আপনার কন্ঠে কোন কবিতা আবৃত্তি শুনতে পেলাম। আপনার কন্ঠে এই কবিতা আবৃত্তিটা শুনে খুবই ভালো লাগলো ভাইয়া।

আপনার কন্ঠে কবিতা আবৃতি শুনে আমার ভীষণ ভালো লাগলো। আপনি আস্তে আস্তে দারুন কিছু শেয়ার করতে চলেছেন। শুরু থেকে শেষ পর্যন্ত ধারণ কণ্ঠে শেয়ার করছেন। আপনার জন্য শুভেচ্ছা রইল

Posted using SteemPro Mobile

এই কবিতাটি পড়া হয়নি কিন্তু আপনার কণ্ঠে আবৃত্তি শুনে খুব ভালো লাগলো। কবিতা আবৃত্তি শুনতে আমার কাছে অনেক ভালো লাগে। আপনি খুব সুন্দর একটি কবিতা খুব সুন্দর ভাবে আবৃত্তি করেছেন। ধন্যবাদ।