আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
আমার গত দুই পোস্টে আমার ইউনিভার্সিটি ক্যাম্পাসের কিছু গ্রাফিতি এর ফটোগ্রাফি আমি আপনাদের সাথে শেয়ার করে নিয়েছিলাম। আজ আরও কিছু ফটোগ্রাফি শেয়ার করে নিব। এবং এগুলোই শেষ। আমার ইউনিভার্সিটির দেয়ালে থাকা প্রায় সবগুলো গ্রাফিতির ফটোগ্রাফি আমি ধারণ করেছিলাম। সেগুলো তিনটা ধাপে আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি। এই গ্রাফিতি গুলো আমাদের ইউনিভার্সিটির শিক্ষার্থীরা করেছে পুরোপুরি নিজেদের প্রচেষ্টায়। তাদের এমন প্রতিভা আমাকে বেশ মুগ্ধ করেছে। কী অসাধারণ তাদের ক্রিয়েটিভিটি। কী চমৎকার তাদের হাতের কাজ। চলুন আজকের ফটোগ্রাফি গুলো দেখে আসা যাক।
- বাংলাদেশের একজন মহান নেতা বলেছিলেন বাঙালি জাতি একবার জেগে উঠলে দমিয়ে রাখতে পারবা না। সেটা পাকিস্তানের সাথেও দেখা গিয়েছিল এবং সেটা আবার এই ২০২৪ সালেও দেখা গেল। এই গ্রাফিতি তে সেই ম্যাসেজ টাই দেওয়া হয়েছে। বেশ চমৎকার লাগছে।।
- আন্দোলনের একপর্যায়ে সেনাবাহিনী অস্ত্র নিয়ে মাঠে নামে। এমনকি হেলিকপ্টার থেকেও গুলিবর্ষণ করা হয়। হেলিকপ্টার থেকে গুলির আঘাতে ঢাকা শহরের এক ৪ বছরের মেয়েও মারা যায়। পাশাপাশি সেনাবাহিনী রাস্তায় তাদের ট্যাংক পযর্ন্ত নিয়ে নেমে যায়। এই গ্রাফিতি তে সেটাই দেখানো হয়েছে। ঐসময়ের ভয়াবহতা বেশ উপলব্দি করা যায় এই গ্রাফিতির মাধ্যমে।
- ৫ ই আগষ্ট স্যোসাল মিডিয়ায় একটা দৃশ্য ভেসে বেড়াচ্ছিল। যেখানে একটা ছেলে বাংলাদেশের পতাকা নিয়ে অনেক উচুতে উঠে সেটা উড়িয়েছিল। ঐ ভিডিও টা অনেকেই শেয়ার করে নেয়। এই গ্রাফিতি তে এমনটাই দেখানো হয়েছে। এটাও বেশ চমৎকার লাগছে দেখতে।
- পৃথিবীর যেকোনো মানুষ যেকোন জনগোষ্ঠীর জন্য প্রাপ্তির একটা জিনিসই থাকে সেটা হলো স্বাধীনতা। স্বাধীনতা সবাই চাই। আর এই স্বাধীনতার সূর্য যেদিন উদিত হয় ঐদিন ঐ জাতির জন্য সবচাইতে আনন্দদায়ক দিন হয়ে থাকে। এই গ্রাফিতি তে এমন টাই দেখানো হয়েছে।
- এই গ্রাফিতিতে বাংলাদেশের পতাকা এবং মাঝে একটা মা এবং সন্তানকে দেখানো হয়েছে। সত্যি বলতে এই গ্রাফিতির অর্থ টা আমার পুরোপুরি বুঝতে পারিনি। তবে দেখতে বেশ সুন্দর লাগছে। আপনি যদি এই গ্রাফিতি টার অর্থ বা ম্যাসেজ টা বুঝতে পারেন তাহলে অবশ্যই জানাবেন।
- এটা হচ্ছে আমাদের গ্রাফিতি ফটোগ্রাফির শেষ গ্রাফিতি। এখানে মান্ডালা আর্ট এর কিছু অংশ আছে। বিশেষ করে এখানে একটা কাল্পনিক দৃশ্য দেখানো হয়েছে। যেমনটা সম্ভবত আমরা আমাদের ইমাজিনেশন এ চিন্তা করতে পারি।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
২০২৪ সালের আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালের মধ্যে বিভিন্ন রকম সুন্দর সুন্দর ছন্দ এবং আর্ট দিয়ে বেশ কিছু গ্ৰাফিতি আর্ট করেছে। আপনি প্রতিটি গ্ৰাফিতির ফটোগ্রাফী আমাদের মাঝে ধারণ করার চেষ্টা করেছেন। আজকে আপনার ধারণ করা গ্ৰাফিতির দৃশ্য গুলো দেখে বেশ ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রতিটা গ্রাফিতিই এক একটি দৃশ্যকে ধরে রেখেছে। বলা ভালো কিছু প্রতিবাদ বা সমাজের হিতসাধনের মুহুর্ত ধরে রেখেছে৷ এইগুলো আগামী প্রজন্মের জন্য ম্যাসেজ ও জীবন্ত ইতিহাস হয়ে থাকবে৷ দেশ ভালো থাকুক শিল্প সংস্কৃতির সাথে। আমাদের বাঙালি জাতিটাই শিল্প সংস্কৃতির পীঠস্থান। খুব ভালো লাগল আপনার পোস্ট টি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকে আপনি আমাদের মাঝে একটা ভিন্ন ধরনের ফটোগ্রাফি শেয়ার করেছেন যেটা দারুন একটা বিষয়। আসলে এই ধরনের ফটোগ্রাফি তেমন একটা দেখা যায় না আমার কাছে এটি অনেক ইউনিক লেগেছে ধন্যবাদ আপনাকে এমন সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit