আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
গত রবিবার ২৩ তারিখের কথা তখন দশটা বাজে। আমি আমার অফিসে ছিলাম। ঐ সময়ে একটা অপরিচিত নাম্বার থেকে ফোন আসে। যখনই উনি বলে পাঠাও থেকে বলছিলাম তখন আমার আর বুঝতে বাকি রইল না। অবশেষে আমার সেই বহুকাঙ্ক্ষিত উপহার টা আমি হাতে পেতে যাচ্ছি। উনি একঘন্টার মধ্যে পৌছানোর কথা বললেও উনি আসে প্রায় তিন ঘন্টা পর। যাইহোক আমি গিয়ে উনার থেকে পার্সেল টা সংগ্রহ করি। তবে পার্সেল টা তখন আমি খুলিনি। হ্যা আমার মধ্যে অনেক উওেজনা কাজ করছিল। কিন্তু খুব কষ্টে সেটা দমিয়ে রেখেছিলাম। দুইটা কারণে আমি পার্সেল টা খুলিনি। তার প্রথম কারণ ছিল পার্সেল টা খোলার সময় ভিডিও করবে এমন কেউ ছিল না।
পরবর্তীতে বৃহস্পতিবার আমি আমার চাচাতো ভাইয়ের বাসায় যায়। এই কদিন খুব কষ্ট করে ধৈর্য ধরে ছিলাম। সেখানে গিয়ে আমি দেরি করিনি। রাতেই পার্সেল টা খোলার সিদ্ধান্ত নেয়। অনেকদিন অপেক্ষা করেছি আর অপেক্ষা করতে পারব না হা হা। ভাইয়াকে ক্যামেরা টা ধরে ভিডিও করতে বলি এবং পার্সেল টা খুলতে শুরু করি। আমাদের আরিফ ভাই বেশ যত্ন এবং গুরুত্ব সহকারে প্যাকিং করেছিলেন। সেটা পার্সেল টা খোলার সময়ই আমি প্রত্যক্ষ করেছিলাম। কয়েক পর্যায়ের প্যাকিং করা ছিল। সময় নিয়ে ধৈর্য ধরে একে একে সবগুলো প্যাকিং খুলে যখন কাঙ্ক্ষিত গিফট টা দেখতে পেলাম তখন আলাদা একটা শান্ত কাজ করছিল।
পার্সেল মোটামুটি সবার কাছে একই সঙ্গে পৌছে গেছে। কিন্তু আমি দেরিতে খুলেছি। এক্ষেত্রে আমি অন্য সবার গিফট দেখেছিলাম। বেশ সুন্দর একটা মগ। যার একপাশে আমার বাংলা ব্লগের লোগো। অন্য পাশে তৃতীয় বর্ষপূর্তি এর লোগো এবং কোন ক্যাটাগরিতে পুরষ্কার প্রাপ্ত হয়েছে সেটা লেখা এবং নাম লেখা। বেশ সুন্দর ভাবে আমার নামটা লেখা ছিল সেরা কমেন্টকারী হিসেবে। দেখে বেশ ভালো লাগছিল। অন্যরকম একটা ভালোলাগা কাজ করছিল। এর আগে এইরকম উপহার অন্য কোন জায়গা থেকে আমি পাইনি। বলতে গেলে এটা প্রথম। এবং আমার কাছে এটা অনেক বড় একটা অর্জন। অনেকের কাছেই ওটা হয়তো সাধারণ একটা মগ মনে হবে। কিন্তু আমার কাছে ওটার গুরুত্ব অনেক।
আমি বা আমরা জানি এইরকম একটা উপহার আমরা শুধু শুধু পেয়ে যায়নি। এর জন্য আমাদের কতটা এফোর্ট দিতে হয়েছে। স্টিমিট প্লাটফর্মে অন্য কমিউনিটি গুলোর মধ্যে এইরকম বন্ডিং নেই। এইরকম সেরা ব্লগার দের পুরষ্কার করার রীতি বা নিয়ম নেই। কিন্তু আমার বাংলা ব্লগে আছে। কারণ এখানে যে আমাদের দাদা আছে। সবমিলিয়ে দারুণ একটা মূহূর্ত ছিল আমার কাছে। উপহার টা পাওয়ার পরে আমি আমার খুশি আমার অনূভুতি টা ভাষায় প্রকাশ করতে পারব না। শুধুমাত্র আমার বাংলা ব্লগ কে আমাদের দাদাকে এবং আমাদের এডমিন মডারেটর দের জানাই অনেক অনেক ধন্যবাদ।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
সেরা কমেন্ট কারী হিসেবে আপনি এই উপহারটা পেয়েছেন, এজন্য আপনাকে অভিনন্দন। আসলেই ভাই এটা খোলার সময় কিন্তু আলাদা অনুভূতি কাজ করেছিল। আমি তো সাথে সাথেই খুলে ফেলেছিলাম। তবে আপনি কিভাবে যে ধৈর্য ধরে এতক্ষণ ছিলেন। আসলে ভাই যে অনুভূতিগুলো আমাদের ভেতর কাজ করছিল এগুলো আমরা লিখে প্রকাশ করতে পারবো না কখনো। ভিডিও করার জন্য আপনি রেখে দিয়েছিলেন এটা। পরবর্তীতে তাহলে বড় ভাইয়ার মাধ্যমে ভিডিও করতে পেরেছেন। ভালো লাগলো আপনার অনুভূতিটা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুবই ভালো লাগলো ভাইয়া আপনার উপহার পাওয়া দেখে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যারা উপযুক্ত তাদের শুধু উপহার গুলো দিয়েছে এটা দেখে খুবই ভালো লাগলো। এখানে কাজ করে সঠিকভাবে কাজের মর্যাদা পাওয়া যায় এই বিষয়টা আমার কাছে ভীষণ ভালো লাগে। পুরস্কার পাওয়ার পর আপনার অনুভূতিটা সত্যি অন্যরকম বেশ ভালো লাগলো ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার বাংলা ব্লগের সেরা কমেন্টকারী হিসেবে উপহার পাওয়ায় আপনাকে অভিনন্দন ভাইয়া। উপহার পেতে সবারই ভালো লাগে আর সেটা যদি কাজের স্বীকৃতির উপহার হয়, তাহলে ভালো লাগার মাত্রা আরো বেড়ে যায়। আমার বাংলা ব্লগের পক্ষ্য থেকে উপহার পেয়ে আপনি বেশ সুন্দর অনভূতি শেয়ার করেছেন। বেশ ভালো লেগেছে আপনার পোস্টটি। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আপনার তো দেখছি আমার মতই অবস্থা হয়েছে। আমার পার্সেলটি গ্রামের বাড়ির ঠিকানায় চলে গিয়েছিল। তাই পার্সেলটি আসার কয়েক দিন পর হাতে পেয়েছি। যাই হোক ভাইয়া অনেক প্রতীক্ষার পর নিজের উপহারটি পেয়েছেন দেখে ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে আমার বাংলা ব্লগ কমিউনিটি তাদের মেম্বারদের উপযুক্ত কাজের ভালো ফলাফল দিতে জানে। আমার বাংলা ব্লগ কমিউনিটি আমাদের সকলের নিকট একটি ভালোবাসার জায়গা। আপনি দেখছি আমার বাংলা ব্লগ কমিউনিটি থেকে একটি সুন্দর উপহার পেয়েছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পরিষ্কার পেলে কাজের আগ্রহ বেড়ে যায় ,আপনাদের বিভিন্ন জনের বিভিন্ন রকম পুরস্কার আমাদের কাজের আরো আগ্রহ বেড়ে যাচ্ছে। খুব সুন্দর একটি পুরস্কার পেয়েছেন আমার বাংলা ব্লগ কমিউনিটি থেকে। আসলে এখান থেকে আমরা বুঝতে পারছি আমার বাংলা ব্লগ কমিউনিটি তাদের মেম্বারদের কাজের সঠিক প্রাপ্য দিয়ে থাকে ধন্যবাদ আপনাকে। সুন্দর একটি মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গিফট পাওয়াটা সব সময় আনন্দের ব্যাপার। আর সেটা যদি আসে আমার বাংলা ব্লক এর মতো প্লাটফর্ম থেকে তাহলে তো কোন কথাই নেই। তাও তো আপনি প্রায় ৫ দিন ধৈর্য ধারণ করেছেন। আমি হলে একদিনও পারতাম না। এমন একটা গিফট পাওয়ার পর আপনার অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে ভাই কিছু অনূভুতি রয়েছে যে আমরা লিখতে গেলে লিখতে পারি না। আমার বাংলা ব্লগ পরিবার আমাদের জীবনের সাথে মিশে গেছে। সত্যি বলতে দাদা আমাদের জন্য চমৎকার একটি প্লাটফর্ম তৈরি করে দিয়েছেন। দাদার কাছে আমরা সকলেই চির কৃতজ্ঞ। আপনি পুরষ্কার পেয়েছেন জেনে খুশি হলাম। আপনার অনুভূতি গুলো দারুন ছিলো। আমাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এমন উপহার সত্যিই সারাজীবন মনে থাকে। আমার বাংলা ব্লগের তরফে পাঠানো উপহার পেয়ে আপনার আনন্দময় অনুভূতি এই পোস্টে প্রকাশিত হয়েছে। এমন উপহার আজীবন যত্ন করে তুলে রাখতে ইচ্ছে করে। আপনার কাজের জন্যই আপনি যোগ্য ব্যক্তি হিসেবে এই উপহার লাভ করেছেন। আগামীর জন্য অনেক অভিনন্দন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সেটা তো অবশ্যই ভাই, এরকম উপহারের জন্য অনেকটা এফোর্টও দিতে হয়েছে। সেরা কমেন্টকারী হিসেবে যে আপনি এই পুরস্কারটা পেয়েছেন, এটা বড় একটা অ্যাচিভমেন্ট ভাই। এরকম ধরনের পুরস্কার আমাদের সব সময় কাজের উৎসাহকে আরও অনেক গুণ বাড়িয়ে দেয়। এই উপহারটা হাতে পাওয়ার পর আপনার যে দারুন অনুভূতি হয়েছিল, সেটা জেনে অনেক খুশি হলাম । অনেক অনেক শুভকামনা রইলো ভাই আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit