আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
আশাকরি সবাই ভালো আছেন। আমার সংগ্রহে থাকা নোটগুলো নিয়ে আজ নতুন আরেকটি পর্ব নিয়ে চলে আসলাম। আজ আমি আমার সংগ্রহে থাকা দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার নোটগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। ভেনেজুয়েলা দক্ষিণ আমেরিকার একটি দেশ। ভেনেজুয়েলার নাম আমি সর্বপ্রথম শুনেছিলাম ফুটবলের জন্য। যারা মোটামুটি দক্ষিণ আমেরিকার ফুটবল দেখে তাদের কাছে এই নামটা খুবই পরিচিত। ভেনেজুয়েলা এর রাজধানী কারাকাস এবং তাদের সরকারি ভাষা স্প্যানিস। ফুটবলের মাধ্যমে আমরা দেশটার নাম জানতে পারলেও তাদের জাতীয় খেলা হলো বেস বল। ব্রাজিল, কলম্বিয়া এবং গায়ানা এর সঙ্গে ভেনেজুয়েলার সীমান্ত রয়েছে। ভেনেজুয়েলার মুদ্রার নাম বলিভার। চলুন আমার সংগ্রহে থাকা ভেনেজুয়েলার নোটগুলো দেখে আসা যাক।
- এটা হলো ভেনেজুয়েলার ৫০ বলিভার এর নোট। ভেনেজুয়েলার নোটগুলো বেশ বড় হয়ে থাকে। ৫০ বলিভার এর নোটের একপাশে একজন মানুষের ছবি দেওয়া রয়েছে। সেই ব্যক্তিকে আমি চিনি না। হয়তো তাদের দেশের কোনো জায়গা নায়ক হবে। এবং অন্যপাশে একটা চিতা বা লেপার্ড এর ছবি দেওয়া রয়েছে। ভেনেজুয়েলার নোটের উপর স্প্যানিস এবং অন্যপাশে ইংরেজি ভাষার ব্যবহার করা হয়েছে। এটা ভেনেজুয়েলার কেন্দ্রীয় ব্যাংক থেকে ইস্যু করা একটা নোট।
- এটা হলো ভেনেজুয়েলার ২০ বলিভার এর একটা নোট। এর নোটের উপরও একজন মানুষের ছবি দেওয়া আছে। তবে উনি সম্পূর্ণ অন্য একজন। এবং তার নিচের দিকে ছোট একটা বইয়ের ছবি দেওয়া আছে। এটা সম্ভবত তাদের শিক্ষা এর অর্থ বহন করে। এবং অন্যপাশে একটা চিতা বা লেপার্ড এর ছবি দেওয়া আছে। এই নোটের উপরও স্প্যানিস এবং ইংরেজি ভাষার ব্যবহার করা হয়েছে। এক্ষেত্রে স্প্যানিস টা বেশি ব্যবহৃত হয়েছে। এই নোট টাও ভেনেজুয়েলার কেন্দ্রীয় ব্যাংক থেকে ইস্যু করা হয়েছে।
- এটা হলো ভেনেজুয়েলার ১০ বলিভার এর একটা নোট। এই নোটটার উপর অন্য আরেকজন ব্যক্তির ছবি দেওয়া রয়েছে। তাদের প্রত্যেকটা নোটের উপর ভিন্ন ভিন্ন ব্যক্তির ছবি দেওয়া রয়েছে। এবং অন্যপাশে সম্পূর্ণ বিচিত্রধর্মী একটা প্রাণীর ছবি দেওয়া রয়েছে। এই প্রাণীটা না সরীসৃপ না উভচর। এই প্রাণীটা সম্পর্কে কোনো তথ্য থাকলে দিয়ে যাবেন।
- এটা হলো ভেনেজুয়েলার ৫ বলিভার এর একটা নোট। এই নোটের উপরও ভিন্ন আরেকজন ব্যক্তির ছবি দেওয়া রয়েছে। এবং অন্য পাশে সম্ভবত একটা ব্যাঙ এর ছবি দেওয়া রয়েছে। ব্যাঙের ছবিটি একটু কেমন জানি। সাধারণ এর চেয়ে গায়ের রঙ এবং উচ্চতা দুইটাই ভিন্ন। এই নোট টার উপরও স্প্যানিস এবং ইংরেজি দুইটা ভাষার ব্যবহার করা হয়েছে। এবং এটাও ভেনেজুয়েলার কেন্দ্রীয় ব্যাংক থেকে ইস্যু করা হয়।
- এটা হলো ভেনেজুয়েলার ২ বলিভার এর একটি নোট। অন্য নোটগুলোর উপর পুরুষের ছবি থাকলেও এই নোট টার উপর রয়েছে একটা মেয়ে মানুষের ছবি এবং অপর পাশে একটা পাখির ছবি দেওয়া রয়েছে। পাখি টা টিয়া বা ময়না বৈশিষ্ট্যের কোনো পাখি হবে সম্ভবত। এই নোট টাও ভেনেজুয়েলার কেন্দ্রীয় ব্যাংক থেকে ইস্যু করা হয়। ভেনেজুয়েলার এই পুরো সেট আমার সংগ্রহে যুক্ত হয় ২০২১ সালের জুন মাসে।
------- | ------ |
---|---|
ফটোগ্রাফার | @emon42 |
ডিভাইস | VIVO Y91C |
সময় | আগষ্ট,২০২৩ |
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
This is a manual curation from the @tipu Curation Project.
Also your post was promoted on Twitter by the account josluds
@tipu curate
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted 👌 (Mana: 0/8) Get profit votes with @tipU :)
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার সংগ্রহে থাকা বিভিন্ন দেশের নোট বা টাকা। আপনি বেশি দারুণভাবে আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন ভেনেজুয়েলার নোট বা টাকা। আসলে আমার কাছে অন্য দেশের টাকাগুলো দেখতে বেশ ভালো লাগে ভাই। তবে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে ভেনেজুয়েলার ২০ বলিভার একটা নোট। ধন্যবাদ এত সুন্দর ভাবে পোস্টটি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ছোটবেলায় আমারও এমন শখ ছিল আমিও বিভিন্ন দেশের টাকা সংগ্রহ করতাম। কিন্তু এখন আর টাকা সংগ্রহ করা হয় না। আপনি তো দেখছি ভেনেজুয়েলার অনেকগুলো টাকার নোট সংগ্রহ করে রেখেছেন ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit