আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
পৃথিবীতে সবচাইতে শক্তিশালী প্রাণী মানুষ এটা আমরা জানি। ঠিক একইভাবে সবচাইতে অসহায় এবং দূর্বল প্রাণীও মানুষ এটার প্রমাণও অনেক রয়েছে। মানুষের মধ্যেও বিভেদ রয়েছে। কেউ দিনশেষে ধনী কেউ গরীব কেউ তার জীবন নিয়ে অখুশি আর কেউ খুশি। কারো কারো আবার নিজেকে মানুষ বলেই মনে হয় না। নির্মলেন্দু গুণ আমার অনেক পছন্দের একজন কবি বলা চলে। তার অনেক গুলো কবিতা আমার বেশ পছন্দের। এরমধ্যে নির্মলেন্দু গুণের মানুষ কবিতা টা আজ আমি আবৃত্তি করেছি। মানুষ কবিতা টা তে নির্মলন্দু গুণ তার নিজের কিছু দিক তুলে ধরেছেন। যেগুলোর জন্য তার মনে হয় না সে একজন মানুষ। আশাকরি আমার কবিতা আবৃত্তি টা আপনাদের বেশ ভালো লাগবে।
মানুষ
নির্মলেন্দু গুণ
কবিতা
আমি হয়তো মানুষ নই, মানুষগুলো অন্যরকম,
হাঁটতে পারে, বসতে পারে, এ-ঘর থেকে ও-ঘরে যায়,
মানুষগুলো অন্যরকম, সাপে কাটলে দৌড়ে পালায় ।
আমি হয়তো মানুষ নই, সারাটা দিন দাঁড়িয়ে থাকি,
গাছের মতো দাঁড়িয়ে থাকি।
সাপে কাটলে টের পাই না, সিনেমা দেখে গান গাই না,
অনেকদিন বরফমাখা জল খাই না ।
কী করে তাও বেঁচে থাকছি, ছবি আঁকছি,
সকালবেলা, দুপুরবেলা অবাক করে
সারাটা দিন বেঁচেই আছি আমার মতো । অবাক লাগে।
আমি হয়তো মানুষ নই, মানুষ হলে জুতো থাকতো,
বাড়ি থাকতো, ঘর থাকতো,
রাত্রিবেলায় ঘরের মধ্যে নারী থাকতো,
পেটের পটে আমার কালো শিশু আঁকতো ।
আমি হয়তো মানুষ নই,
মানুষ হলে আকাশ দেখে হাসবো কেন ?
মানুষগুলো অন্যরকম, হাত থাকবে,
নাক থাকবে, তোমার মতো চোখ থাকবে,
নিকেলমাখা কী সুন্দর চোখ থাকবে
ভালোবাসার কথা দিলেই কথা রাখবে ।
মানুষ হলে উরুর মধ্যে দাগ থাকতো ,
বাবা থাকতো, বোন থাকতো,
ভালোবাসার লোক থাকতো,
হঠাৎ করে মরে যাবার ভয় থাকতো ।
আমি হয়তো মানুষ নই,
মানুষ হলে তোমাকে নিয়ে কবিতা লেখা
আর হতো না, তোমাকে ছাড়া সারাটা রাত
বেঁচে থাকাটা আর হতো না ।
মানুষগুলো সাপে কাটলে দৌড়ে পালায় ;
অথচ আমি সাপ দেখলে এগিয়ে যাই,
অবহেলায় মানুষ ভেবে জাপটে ধরি ।
কবিতা আবৃত্তির লিংক
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নির্মলেন্দু গুণের "মানুষ" কবিতাটি অনেক সুন্দরভাবে আপনি আবৃত্তি করেছেন ভাই বেশ ভালো লেগেছে আমার কাছে। বৃহস্পতিবারের হ্যাংআউটে কবিতা আবৃতি করলে কিন্তু বেশ ভালই হবে ভাই। অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর কবিতা আবৃতি পোস্ট আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কবিতাটি চমৎকার ভাবে আবৃত্তি করলেন।আপনার কবিতা আবৃত্তি খুব ভালো লাগলো। আপনি চমৎকার ভাবে আবৃত্তি করেন।এভাবে প্রতিনিয়ত আমাদের মাঝে কবিতা শেয়ার করবেন আশাকরি।ধন্যবাদ ভাইয়া আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit