আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
মানুষ সামাজিক জীব। মানুষ একা একা বেঁচে থাকতে পারে না। এইজন্যই একসঙ্গে হয়ে সমাজভিওিক বসবাস করে থাকে। তবে সেটা রাষ্ট্রভিওিক হয়ে দাঁড়িয়েছে। পৃথিবীর প্রত্যেকটা মানুষ চাই মানুষের সাথে থাকতে নিজের পরিবার প্রিয়জন বন্ধুদের আশেপাশে থাকতে। বিশেষ করে এই স্যোসাল মিডিয়ার যুগে আমরা যত দূরেই থাকি না কেন সেই জায়গা থেকে নিজের প্রিয়জন বন্ধুবান্ধবদের খোঁজখবর নিতে পারি। নিয়মিত তাদের সাথে যোগাযোগ হয়। সুতরাং দূরত্ব এখন কোন বিষয় না। এই দূরত্ব কে কমিয়ে দিয়েছে স্যোসাল মিডিয়া। ইচ্ছা হলো আর নেটওয়ার্কে গিয়ে ভিডিও কল দিয়ে কথা বলে নেওয়া যায় পৃথিবীর যেকোনো প্রান্তে। কিন্তু ধরুন এমন কেউ যে কীনা সবকিছু থেকে দূরত্ব চাই। কখন একজন মানুষ দূরত্ব চাই সবার থেকে?? একাকিত্ব পছন্দ করতে শুরু করে??
আমাদের যাদের ঘন্টার পর ঘন্টা আড্ডা দেওয়ার অভ্যাস বন্ধুদের সাথে কথা বলার অভ্যাস সোস্যাল মিডিয়ায় রিলস দেখে অভ্যাস একটা সময় গিয়ে আমাদের সবকিছুর পরিবর্তন হয়ে যায়। আপনাদের হয় কীনা জানি না। তবে আমার হয়েছে। বিগত কয়েক বছর স্যোসাল মিডিয়ায় আমার উপস্থিতি ছিল বেশ ভালো। দিনের অধিকাংশ সময় কাটত ফেসবুকে। বন্ধুদের সব স্টোরি, স্ট্যাটাস দেখতাম। খোঁজ খবর নিতাম। তবে দিন যতই গিয়েছে সবার সাথে আমার যোগাযোগ কমে এসেছে। ঐক পর্যায়ে গিয়ে তো মানুষের স্ট্যাটাসের কোন রিয়্যাক্ট পযর্ন্ত করা ছেড়ে দিয়েছিলাম। কথাগুলো বলার কারণ আছে। বতর্মান সময়ে মানুষের আসল যোগাযোগের স্থান স্যোসাল মিডিয়া। এটা অস্বীকার করার কোন উপায় নেই।
গত ১৫ তারিখ রাতে একটা ঘটনার পর থেকে আমার সব স্যোসাল মিডিয়া একাউন্ট থেকে আমি নিজেকে সরিয়ে নিয়েছে। বলতে পারেন আজ ১৫ দিন হয়ে গিয়েছে। বতর্মানে আমি ফেসবুক, ইনস্টাগ্রাম, ম্যাসেনজার কোথাও একটিভ নেই। তবে Whatsapp টা এখনও আছে। এটাও রাখতাম না। কিন্তু আমার অফিসের সব আপডেট পাশাপাশি আমার ইউনিভার্সিটির আপডেট এর জন্য এটা রাখা। কিন্তু নিজের কাজের জন্য টেলিগ্রাম এবং ডিসকোর্ডে আছি। তবে কোন আত্মীয় বন্ধুবান্ধদের সাথে এসব জায়গাই আমি সংযুক্ত নেই। প্রথম কয়েকদিনয়েকদিন একটু অসুবিধা হয়েছিল একটু খারাপ লেগেছিল কিন্তু এখন মোটামুটি সবকিছু ঠিক হয়ে গিয়েছে। আমার হঠাৎ এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ হয়তো আপনারা জানেন। আমি আমার বিগত কিছু পোস্টে বলেছি। অতীত ভুলে থাকার সবচাইতে ভালো উপায় হলো স্থান পাল্টানো।
একজন মানুষের সাথে জড়িয়ে থাকা সব স্মৃতি থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিয়েছি। এইজন্যই এমন সিদ্ধান্ত। বতর্মান সময়ে আপনি যদি আপনি যদি স্যোসাল মিডিয়ায় না থাকেন দিনশেষে আপনার কথা স্মরণ করবে হাতে গোনা কয়েকজন মানুষ। এবং তারাও আপনার পরিবারের সদস্য ব্যতীত কেউ না। সবকিছু ভেবে আমি হঠাৎ এমন সিদ্ধান্ত নেয়। বলতে গেলে সেচ্ছায় একাকিত্ব কে বেছে নিয়েছি। এখন সারাদিনে শুধু আমার মায়ের সাথেই কথা হয় । অফিসে খুব একটা কথা বলার দরকার হয় না। এবং কিছুটা সময় কাটে আপনাদের সাথে ডিসকোর্ডে। খারাপ না দিনগুলো বেশ ভালো কাটছে। এভাবেই কেটে যাক।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit