আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
Footmob apps থেকে স্কিনশর্ট নেওয়া।
সর্বকালের অন্যতম সেরা কোচ ম্যানচেস্টার ইউনাইটেডর সাবেক কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন একবার বলেছিলেন টানা দুই বার ইংলিশ প্রিমিয়ার লীগ জেতা একটা কঠিন কাজ। কথাটা একেবারে শতভাগ সত্য। ইংলিশ প্রিমিয়ার লীগ বতর্মানে সবচাইতে প্রতিযোগিতা পূর্ণ লীগ। কিন্তু সেখানে ম্যানচেস্টার সিটি পেপ গার্দিওয়ালার নেতৃত্বে শেষ ৬ বছরে টানা চার বার সহ মোটা পাঁচ বার জিতেছে ইপিএল এর শিরোপা। এটা এককথায় অসম্ভব কে সম্ভব করার মতো ব্যাপার। কিন্তু সেই ম্যানচেস্টার সিটি এই সিজেনে যেন একেবারে হারিয়ে গিয়েছে। যদিও পেপ গার্দিওয়ালার দলে বেশ কিছু ইঞ্জুরি সমস্যা রয়েছে। কিন্তু আসল সমস্যা টা অন্য জায়গাই।
২৮ অক্টোবর যেদিন রদ্রি ব্যালন ডিঅর পেল। ঐদিন সে বলেছিল ম্যানচেস্টার সিটি বিশ্বের সেরা ক্লাব। আর সত্যি বলতে ঐ যেন ম্যানসিটির খারাপ সময় শুরু। তারপর থেকে আজ পযর্ন্ত এই দুই মাসে ম্যান সিটি তাদের খেলা ১৪ টা ম্যাচের মধ্যে ১১ টা হেরেছে একটা ড্র করেছে এবং ২ টা ম্যাচ জিতেছে। যেটা এককথায় একটা ট্রাজেডি। অনেকে মজা করে বলছে ভিনিয়াসের প্রাপ্য ব্যালন ডিঅর রদ্রি চুরি করেছে কিন্তু সেই পাপের ফল ভোগ করছে ম্যান সিটি হা হা। এবার আসি অন্য একটা বিষয়ে। সাধারণত ফুটবলে প্রাইম টাইম ধরে রাখা খুব কঠিন। বিশেষ করে ক্লাব পর্যায়ে কোন দলই তাদের প্রাইম টাইম দুই সিজেনের বেশি ধরে রাখতে পারে না। তবে সেটা রিয়াল মাদ্রিদ হলে আলাদা ব্যাপার। সেই জায়গাই টানা ৫-৬ সিজেন অসাধারণ খেলেছে ম্যান সিটি। ইপিএলে মোটামুটি সবাইকে ডমিনেট করেছে। সেই হিসেবে একটা বিরতি তো তারা নেবেই।
একটা সিজেন খারাপ যাবেই এটা মেনে নিতে হবে। গত সপ্তাহে ম্যানচেস্টার ডার্বিতে চিরশএু ম্যানচেস্টার ইউনাইটেডর কাছে হেরেছিল ম্যানসিটি। তারপরের ম্যাচে এভারটনের কাছেই হারতে হয়েছিল তাদের। গতকাল ম্যান সিটির ম্যাচ ছিল লেস্টার সিটির সাথে। তবে অনেক গুলো দিন পরে এই ম্যাচের মধ্যে দিয়ে জয় তুলে নিয়েছে ম্যানসিটি। এবং মোটামুটি জয় দিয়েই বছরটা শেষ করেছে তারা। লেস্টারসিটির সাথে ২-০ গোলের জয় পেয়েছে ম্যান সিটি। ম্যাচের বেশ কিছুটা আমি দেখেছিলাম। মোটামুটি ভালো খেললেও সিটির মধ্যে আর সেই টিম কম্বিনেশন নেই। স্যাভিনহো এবং আর্লিং হ্যালান্ডের গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা। যদিও লেস্টার সিটি বেশ পরীক্ষা নিয়ে ছেড়েছে ম্যান সিটিকে।
এই সিজেনে মোটামুটি ইপিএল জেতার সম্ভাবনা ম্যান সিটির শেষ। কেন না ইপিএল টেবিল টপার লিভারপুল তাদের থেকে এক ম্যাচ কম খেলে ১৪ পয়েন্ট লিডে আছে। সিজেনের অর্ধেক টা শেষ হয়েছে যদিও। কিন্তু লিভারপুল যে উড়ন্ত ফর্মে রয়েছে এতে করে তাদের থেকে লীগ এবার অন্য কেউ নিতে পারবে না। অন্যদিকে চ্যাম্পিয়ন লীগেও খুব একটা ভালো অবস্থানে নেই ম্যানসিটি। টেবিলের ২২ এ অবস্থান করছে তারা। আর এইভাবে চলতে থাকলে হয়তো এবার চ্যাম্পিয়ন লীগে রাউন্ড অফ সিক্সটিন তাদের কপালে জুটবে না। যদিও আমি ম্যানসিটি ফ্যান না। কিন্তু অনেকদিন হলো রিয়াল মাদ্রিদের খেলা নেই। কোন পোস্ট করি না। এইজন্যই আজ সিটিকে নিয়ে লেখা।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Daily task
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বছরের সবাই যেন ম্যানচেস্টার সিটিকে তার অসেনা রূপে দেখতে পারছে। আসলে এই বছর ম্যানচেস্টার সিটি প্রচুর পরিমাণে স্ট্রাগল করছে। যাই হোক এটা দেখে ভালো লেগেছে শেষের খেলাটাতে তারা জয় লাভ করতে সক্ষম হয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit