আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
Bein Sports থেকে স্কিনশর্ট নেওয়া হয়েছে
গত সপ্তাহে থেকে ২০২৪-২৫ সিজেনের খেলা শুরু হয়েছে। ইতিমধ্যে দলগুলো তাদের টার্গেট করা খেলোয়াদের নির্বাচন করে তাদের সাইন করিয়ে শুরু করেছে নতুন সিজেন। লীগ ম্যাচগুলো সাধারণত প্রতি সপ্তাহের শনি - রবিবার হয়ে থাকে। রিয়াল মাদ্রিদ প্রথম ম্যাচে মোটেই ভালো করতে পারেনি। প্রথম ম্যাচে Mallorca এর সাথে ড্র করে। এই ম্যাচটা রিয়াল মাদ্রিদের জয়ের কোন বিকল্প ছিল না। ম্যাচটা ছিল বাংলাদেশ সময় রাত ৯ টার সময়। নিজেদের দ্বিতীয় ম্যাচে রিয়াল মাদ্রিদ ঘরের মাঠ সান্তিয়্যাগো বার্নাব্যুতে মুখোমুখি হয়েছিল Real Valladoid এর। এই ম্যাচে রিয়াল মাদ্রিদের অন্যতম প্রধান খেলোয়ার জুড বেলিংহাম ইঞ্জুরির কারণে ছিল না। তার জায়গাই ছিল আর্দা গুলার। ছেলেটা একেবারেই তরুণ।
রিয়াল মাদ্রিদের ফর্মেশন ছিল ৪-২-১-৩। অন্যদিকে প্রতিপক্ষ দলের ফর্মেশন ছিল ৪-১-৩-১। ম্যাচ টা শুরু হয়। তবে রিয়াল মাদ্রিদ সেই কাঙ্ক্ষিত শুরু করতে পারেনি। খেলা শুরুর পর থেকেই রিয়াল মাদ্রিদের খেলার মধ্যে একটা ছন্নছাড়া ভাব দেখা যায়। বল নিজেদের দখলে রাখতে পারছিল না ভালোভাবে আক্রমণ তৈরি করতে পারছিল না। এছাড়াও বেশ কিছু সমস্যা ছিল। বলতে গেলে প্রথমার্ধে একেবারে হ-য-ব-র-ল অবস্থা ছিল। গোল করার মতো কোন সম্ভাবনা সৃষ্টি করতে পারেনি প্রথমার্ধে। যদিও কিছু কিন্তু আক্রমণ তৈরি করেছিল কিন্তু সেই গোলের দেখা কেউই পায়নি। প্রতিপক্ষ দলও মাঝে মাঝে আক্রমণ করছিল। মোটামুটি গোলশূণ্য ড্র তে শেষ হয় প্রথমার্ধের খেলা।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমে খেলার অনেক টা পরিবর্তন আসে। রিয়াল মাদ্রিদ পজেটিভ আক্রমণ শুরু করে। বেশ সুযোগ তৈরি করছিল। তারই ধারাবাহিকতায় ম্যাচের ৫০ মিনিটে ডি বক্সের বাইরে থেকে একটা ফ্রী কিক পাই। এবং ফ্রী কিক থেকে দারুণ একটা দূর পাল্লার শর্টে লক্ষ্যভেদ করে ফেদে ভালভার্দে। ম্যাচের ৫০ তম মিনিটে গিয়ে প্রথম গোলের দেখা পাই রিয়াল মাদ্রিদ। এরপর একের পর এক আক্রমণ করতে থাকে রিয়াল মাদ্রিদ। বিশেষ করে কিলিয়ান এমবাপ্পে গোলের জন্য একেবারে মরিয়া হয়ে উঠে। কারণ গত ম্যাচে সে কোন গোল পাইনি। একের পর এক আক্রমণ। ভিনিসিয়াস দারুণ কিছু বল তৈরি করে দেয় কিন্তু এমবাপ্পে সেগুলো গোলে কনভার্ট করতে সক্ষম হয়নি। যার অন্যতম কারণ ছিল প্রতিপক্ষ গোলরক্ষকের অসাধারণ পারফরম্যান্স ।
এরপর কার্লো কিছু পরিবর্তন করে। যেখানে লুকা মদ্রিচ, ব্রাহিম দিয়াজ এবং প্রথমবারের মতো রিয়াল মাদ্রিদের জার্সিতে নামে এন্ড্রিক। তখনই যেন খেলার মোড় ঘুরে যায় । মাঠে নামার কিছুক্ষণ পরেই ম্যাচের ৮৮ মিনিটে এডার মিলিটাও এর দেওয়া বলে অসাধারণ এক ফিনিস করে দিয়াজ। এবং রিয়াল মাদ্রিদের হয়ে দ্বিতীয় গোল করে। ম্যাচে রিয়াল মাদ্রিদ তখন ২-০ গোলে এগিয়ে যায়। তবে ম্যাচের আসল ক্লাইমেক্স টা যেন তখনও বাকি। ৮৬ মিনিটে মাঠে নামে রিয়ালের ১৮ বছর বয়সী ব্রাজিলিয়ান বিশ্ময়বালক এন্ড্রিক। এবং ম্যাচের অতিরিক্ত সময়ে ৯৬ মিনিটে ব্রাহিম দিয়াজের দেওয়া বলে অসাধারণ ফিনিস করে এন্ড্রিক। এবং রিয়ালের হয়ে মাঠে নেমেই প্রথম ম্যাচেই গোল করে এন্ড্রিক। রিয়াল মাদ্রিদ এগিয়ে যায় ৩-০ গোলে। ম্যাচ শেষের বাশি টা তখনই বাজে। ম্যাচে সবচাইতে বেশি ৮.৭ রেটিং নিয়ে ম্যাচ সেরা হয় ফেদে ভালভার্দে।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অবশেষে রিয়াল মাদ্রিদ জয়লাভ করেছে এটা দেখে আমারও অনেক ভালো লেগেছে। আসলে রিয়াল মাদ্রিদ একটা ভালো দল তারা প্রথম ম্যাচ থেকে জয়লাভ করবে এমনটা আমিও আশা করেছিলাম। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য যে এমবাপে এখনো গোল পেল না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit