এফ এ কাপ ফাইনাল!!

in hive-129948 •  4 months ago 


আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।

আজ রবিবার, ২৬ ই মে , ২০২৪।

আমি @emon42.

বাংলাদেশ🇧🇩 থেকে


1000555260.jpg


বতর্মানে ক্রিয়া জগত যতগুলো শিরোপা আছে তার মধ্যে সবচাইতে দামি এবং গুরুত্বপূর্ণ শিরোপাগুলোর মধ্যে একটা হচ্ছে এফ এ কাপ। এটা সম্ভবত ফুটবল বিশ্বকাপ এর পরেই রয়েছে। এই এফ এ কাপের জন্য লড়াই করে ইংলিশ প্রিমিয়ার লীগের দলগুলো। ২০২৪ সালের এফ এ কাপ এর ফাইনালে উঠে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ম‍্যানচেস্টার এর দুই ক্লাব ম‍্যানচেস্টার সিটি এবং ম‍্যানচেস্টার ইউনাইটেড। এফ এ কাপ এর সেমিফাইনালের পরে প্রায় একমাস সময় দেওয়া হয় ফাইনালের আগে। গতকাল ছিল ফাইনাল ম‍্যাচ। ম‍্যাচ টা ছিল একেবারে পারফেক্ট সময়। বাংলাদেশ সময় রাত ৮ টাই মুখোমুখি হয় দুই দল। বতর্মান সময়ের পারফরম্যান্স এর ভিওিতে সবার ধারণা ছিল ম‍্যান সিটি খুব সহজেই জিতে নেবে শিরোপা টা।


1000555234.jpg

1000555235.jpg

1000555237.jpg

1000555238.jpg


একটা বিষয় বলি আপনাদের। ম‍্যানসিটি কোচ পেপ গার্দিওয়ালা এবং ম‍্যান ইউনাইটেড কোন এরিক টেন হ‍্যাগ দুজনই টাক কারো মাথায়ই চুল নেই হা হা। এবং এই দুজনই তাদের কোচিং এর ক্ষেএে জোহান ক্রুইফ ল‍্যাগেসি ব‍্যবহার করে। ম‍্যানসিটির ফর্মেশন ৪-২-৩-১ এবং ম‍্যান ইউনাইটেডের ফর্মেশনও ছিল ৪-২-৩-১। ইঞ্জুরির কারণে স্কোয়ার্ডে ছিল না ম‍্যানসিটির প্রধান গোলরক্ষক এডারসন। যাইহোক খেলাটা শুরু হয়। খেলার শুরু থেকে যথারীতি ম‍্যানসিটি ম‍্যাচের দখল নিতে শুরু করে। তবে ম‍্যানসিটি ঠিক সেভাবে প্রভাব বিস্তার করতে পারছিল না। তারা প্রচুর পরিমাণে পাস মিস করছিল। তবে করে ইউনাইটেডর ডি বক্সের দিকে গেলে বার বার বল হারিয়ে ফেলছিল।


1000555240.jpg

1000555244.jpg

1000555245.jpg

1000555242.jpg


মাঝে মাঝে ম‍্যান ইউনাইটেড বেশ ভালো কাউন্টার অ‍্যাটাক করছিল। কিন্তু কোন লাভ হচ্ছিল না। অবেশেষে ম‍্যাচের ৩০ মিনিটে ম‍্যান ইউনাইটেড ডিফেন্ডার ডালট একটা লং বল দেয়। এবং সেটাতে ম‍্যান ইউনাইটেড গোলরক্ষক এবং ডিফেন্ডার এর ভুল বোঝাবুঝিতে বলটা পেয়ে যায় ইউনাইটেড এর ১৯ বছর বয়সী খেলোয়ার গার্নাচো। এবং সে গোল দিয়ে ম‍্যাচের ৩০ মিনিটে এগিয়ে নিয়ে যায় নিজের দলকে। ম‍্যাচে তখন ০-১ গোলে এগিয়ে ম‍্যান ইউনাইটেড। এর কিছুক্ষণ পরেই ম‍্যাচের ৩৯ মিনিটে ম‍্যান ইউনাইটেড এর আরেক তরুণ কবি মাইনো এর গোলে ০-২ গোলে এগিয়ে যায় ম‍্যানচেস্টার ইউনাইটেড। ততক্ষণে আমি বুঝে গিয়েছিলাম হ‍্যা আজকের দিনটা সিটির জন্য না হা হা।


1000555259.jpg

1000555253.jpg

1000555252.jpg

1000555254.jpg


দ্বিতীয় হাফে মাঠে নেমে বেশ আক্রমণ চালাতে থাকে ম‍্যান সিটি। ম‍্যান সিটি অত্যন্ত আক্রমণাত্মক একটা দল। ম‍্যাচের ৫৪ মিনিটে ডি বক্সের মধ্যে থেকে আর্লিং হ‍্যালান্ডের নেওয়া শর্ট ক্রসবারে লেগে প্রতিহত হয়। এরপরেই ম‍্যান সিটি কোচ ডি ব্রুইনি রে তুলে মাঠে নামায় আলভারেজ কে। গতদিন ডি ব্রুইনি এর পারফরম্যান্স ছিল খুবই খারাপ। ম‍্যাচের ৮৭ মিনিটে ডকু একক প্রচেষ্টায় অসাধারণ একটা গোল করে। ফলে ম‍্যাচের ফলাফল দাঁড়ায় ১-২ গোলে। বাকি সময়ে অনেক চেষ্টা করেও আর কোন গোল করতে পারেনি ম‍্যান সিটি। ফলে ১-২ গোলের জয় নিয়ে ২০২৪ এফ এ কাপ এর শিরোপা জিতে নেয় ম‍্যানচেস্টার ইউনাইটেড। ম‍্যাচে সর্বোচ্চ রেটিং ৮.৫ নিয়ে ম‍্যাচ সেরা হয় ম‍্যান ইউনাইটেড এর ক‍্যাপ্টেন ব্রুনো ফার্নান্দেজ। সবমিলিয়ে উপভোগ করার মতো একটা ম‍্যাচ হয়েছিল এটা।



সবাইকে ধন্যবাদ💖💖💖।



IMG-20231027-WA0008.jpg

Facebook
Twitter
You Tube



অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।


আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।





Amar_Bangla_Blog_logo.jpg

Banner(1).png

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovUdcufHKutmnDv7XmQqPrB8fBXG7kzXLfFggSC6SoPdYYQg44yvKzFDWktyjCspTTm5NVQAdTm7UoN34AAMT6AoF.gif



Heroism_Second.png



Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

আমি ভাবতেই পারিনি ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ জিতে নেবে । তাদের যে পারফরমেন্স ভেবেছিলাম এক হালি গোল হজম করবে কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড এর একটি গুণ আছে বড় দলের সাথে জিতে যাওয়ার বিষয়টি অনেকবার পরিলক্ষিত। আবার দুর্বল দলের সাথে খুব সহজে হেরে যায়। এবারের মৌসুমে যেটা তাদের প্রাপ্য ছিল সেটাই হয়েছে।