আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
এর আগেরদিন আমি আমার ক্যাম্পাসের দেয়ালের কিছু গ্রাফিতি আর ছবি শেয়ার করে নিয়েছিলাম আপনাদের সাথে। তবে সবগুলো শেয়ার করা হয়নি। এখনও বেশ কিছু ফটোগ্রাফি রয়ে গিয়েছে। যেগুলো তিনটা পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব ঠিক করি। ঢাকা শহর টা এখন এই জায়গাই একটু ব্যতিক্রম। শহরের দেয়াল জুড়ে শুধু গ্রাফিতি। দেখলে অবশ্য ভালোই লাগে। আর যাইহোক কোন বিজ্ঞাপনের পোস্টার দলীয় পোস্টার তো নেই। চলুন দেখে আসা যাক আজকের গ্রাফিতির ফটোগ্রাফি গুলো।
- এটাকে ক্যালিগ্রাফি বলে। ক্যালিগ্রাফি, গ্রাফিতির অন্য একটা দিক। ক্যালিগ্রাফি মূলত আরবি অক্ষর গুলো দিয়ে করা হয়। আমি কোরআন পড়তে পারি। তবে এই ক্যালিগ্রাফিতে কী লেখা আছে সেটা আমার দ্বারা পড়া একটু কষ্টকর। কারণ দীর্ঘদিন পড়া হয়নি পাশাপাশি এটা খুবই কঠিন করে লেখা। তবে দেখতে কিন্তু অসাধারণ লাগছে।
- বতর্মানে বাংলাদেশের সবচাইতে আলোচিত একটা বিষয় পাহাড়, আদিবাসী। সত্যি বলতে আমি কখনো চাই না বাংলাদেশে কেউ অত্যাচারিত হোক কেউ তার সংস্কৃতি পালনে বাধাগ্রস্ত হোক। আর এখানে কী ঘটছে পুরোটা সঠিক আমার জানা নেই। এই গ্রাফিতি তে বাংলাদেশের পতাকার নিচে সমগ্র বাংলাদেশের মানুষকে দেখানো হয়েছে। যেখানে ধর্ম গোএ সংস্কৃতির কোন ভেদাভেদ নেই। আমরা সবাই বাংলাদেশী।
- এটা চমৎকার একটা গ্রাফিতি। আমাদের সবচাইতে বড় পরিচয় আমরা মানুষ। এটাই হওয়া উচিত ছিল। কিন্তু যুগে যুগে ধর্ম গোএ সমাজ দেশ আমাদের এমনভাবে আলাদা করে দিয়েছে এখন চাইলেও আমরা আর এক হতে যেন পারি না। এখানে চারটা ধর্মের উপসনালয় দেখানো হয়েছে। বেশ সুন্দর করে করা হয়েছে গ্রাফিতি টা।
- আচ্ছা মানুষের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস কী হতে পারে?? টাকা পয়সা ধন সম্পদ শিক্ষা এগুলো। হ্যা এগুলো হতেই পারে তবে এর চেয়েও উপরে আছে স্বাধীনতা বাক স্বাধীনতা। যেটা মানুষ সবচাইতে বেশি চাই। আমরা কখনোই সেখানে থাকতে চাই না যেখানে আমাদের কোন স্বাধীনতা নেই। সেটা হোক আমাদের পরিবার বা অন্য কোথায়। এই গ্রাফিতি তে সেইরকম একটা ইঙ্গিত দেওয়া হয়েছে।।
- সাধারণত কোন দেশের রাজা বা সরকার প্রধান সেই দেশের এবং জনগণের রক্ষক হয়ে থাকে। কিন্তু সেই রক্ষকের কাছে যখন মানুষের জীবনের কোন দাম থাকে না তখন তার চেয়ে বিভীষিকাময় আর কিছু হয় না। সে নিজের স্বার্থের জন্য দেশের ভবিষ্যৎ দেশের শিক্ষা প্রতিষ্ঠানেও হামলা করতে পারে। এই গ্রাফিতে এইরকম সুন্দর একটা গুপ্ত ম্যাসেজ দেওয়া হয়েছে। যেটা একটু একাগ্রতার সাথে না দেখলে আপনি বুঝতেই পারবেন না।
- দ্বিজেন্দ্রলাল রায় এর গানটা আপনারা নিশ্চয়ই শুনেছেন। এমন দেশটা কোথাও খুজে পাবে নাকো তুমি। সকল দেশের রানী সে যে, সে যে আমার জন্মভূমি। এমন একটা দেশ যেখানে আপনি আমি আমরা একটা সুন্দর লাইফ পাব। যেখানে আমরা আমাদের কে এগিয়ে নিয়ে যেতে পারব নিজেদের ইচ্ছা অনুযায়ী। কেউ আমাদের মগজ ধোলাই করতে পারবেনা। সকলে স্বাধীনভাবে চিন্তা করতে পারবে।
- একটা কথা আছ বিপদে পাওয়া যায় বন্ধুর পরিচয়। কথাটা শতভাগ ঠিক। একটা সময় গিয়ে ছাএদের পাশে দাঁড়িয়ে যায় শিক্ষক রা, আইনজীবিরা, ডাক্তার অভিনেতা সবাই। কারণ একটাই বিবেকের তাড়না। যেটা মূলত মানুষ কে মানুষ বানায়। এই গ্রাফিতি তে সেটাই দেখানো হয়েছে। আমার আজকের ফটোগ্রাফি গুলো এই পযর্ন্তই ছিল। পরবর্তী পর্বে আরও কিছু ফটোগ্রাফি নিয়ে আসব।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সারা বাংলাদেশেই গ্রাফিতি করা হয়েছে। প্রত্যেকটা গ্রাফিতি অনেক সুন্দর হয়েছে। বিশেষ করে আরবী গ্রাফিতি গুলো সবার নজর কেড়েছে। আর ব্রাহ্মনবাড়িয়ার নতুন সূর্যদয়ের গ্রাফিতি তো সারা বিশ্ব আলোড়ন সৃষ্টি করেছে। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit