আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
Mancity & Arsenal এর অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে স্কিনশর্ট নেওয়া হয়েছে।
গত দুই সিজেন ধরে ইপিএল অর্থাৎ ইংলিশ প্রিমিয়ার লীগে আর্সেনাল এবং ম্যানসিটির মধ্যে একটা লড়াই চলে যে কে লীগ শিরোপা জিতবে। পুরো সিজেন টেবিল টপার থাকলেও শেষে গিয়ে সিটির কাছে শিরোপা হারিয়ে ফেলে আর্সেনাল। এমনটাই চলছে গত দুই সিজেন ধরে। তবে এইবার আবার লিভারপুল ব্যাক করেছে। তাদের নতুন কোচ আর্নে স্লট এর অধীনে দারুণ শুরু করেছে লিভারপুল। তবে এবার লীগ থেকে যেন অনেক টাই ছিটকে গেছে আর্সেনাল। বিশেষ করে গতকালের ম্যাচের পর। যদিও অনেক দিন পর গতকাল ম্যানসিটিও লীগে হারের স্বাদ পেয়েছে। আজ কথা বলব এই দুই ম্যাচ নিয়ে। আর্সেনালের ম্যাচ ছিল নিউক্যাসেল ইউনাইটেডর সাথে। আর্সেনালের অ্যাওয়ে ম্যাচ ছিল। এইজন্য অবশ্য তারা একটু চাপে ছিল।
ম্যাচের আগে লীগ টেবিলে তারা টপ ফোরেই ছিল। যদিও এখনও আছে তবে এই সপ্তাহের খেলা শেষ হলে আর থাকবে না। নিউক্যাসেল এর ঘরের মাঠে মোটামুটি ভালো খেলেছিল আর্সেনাল। অনেক চেষ্টা করেও কোন গোল করতে পারেনি। আর্সেনাল খেলোয়ার রা ১০ টা শর্ট নিলেও টার্গেটে ছিল মাএ একটা শর্ট। ম্যাচের শুরুতে ১২ মিনিটেই নিউক্যাসেল এর খেলোয়ার ইসাক গোল করে। এবং ঐ এক গোলের ব্যবধানেই শেষ হয় ম্যাচটা। রীতিমতো বাজে একটা হার নিয়ে ফিরতে হয় আর্সেনালকে। যেটা তাদের অনেক টাই পিছিয়ে দিয়েছে। যদিও এখনও এই সিজেনের ২৮ টা ম্যাচ বাকি আছে। টেবিল টপার লিভারপুলের সাথে তাদের পয়েন্ট ব্যবধান মাএ ৭। তবে এই ব্যবধান কমিয়ে আনা মোটেও সহজ হবে না।
এবার আসি ম্যানসিটির কথায়। ম্যানিসিটি গত ৪ সিজেন ধরে যেন অপ্রতিরোধ্য। চ্যাম্পিয়ন লীগে রিয়াল মাদ্রিদ তাদের আটকে দিলেও ইংলিশ প্রিমিয়ার লীগে তাদের আটকানোর মতো কেউ নেই বললেই চলে। অন্তত সেটাই দেখে আসছে সবাই। তবে গতকাল বোর্নমাউথ এর কাছে হারতে হয়েছে তাদের। ইঞ্জুরি সমস্যার কারণে দলের বেশ কিছু গুরুত্বপূর্ণ সদস্য বাইরে ছিল। এরমধ্যে খেলা ছিল বোর্নমাউথ এর ঘরের মাঠে। ম্যাচের ৯ মিনিটে সেমিনহো এবং ম্যাচের ৬৪ মিনিটে ইভানিলিসন গোল করে ২-০ গোলের লিড এনে দেয় বোর্নমাউথ কে। গোলের জন্য মরিয়া হয়ে যায় গার্দিওয়ালার ম্যানসিটি। প্রতিপক্ষের গোল লক্ষ্য করে ১৮ টা শর্ট নেয় তারা। তবে কাজের কাজ হয়নি বললেই চলে।
ম্যাচের ৮২ মিনিটে গার্ডিওল ম্যানসিটির হয়ে গোল করলেও সেটা শুধুমাত্র ব্যবধান কমিয়েছে হার এড়াতে পারেনি ম্যানসিটি। এবং বৃহস্পতিবার তারা ক্যারাবাও কাপে হেরেছে টটেনহ্যাম এর কাছে। এই নিয়ে বহুদিন পর টানা দুই ম্যাচ হারের স্বাদ পেল ম্যানসিটি। এই হারে টেবিল টপার লিভারপুলের থেকে ২ পয়েন্ট পিছিয়ে পড়েছে তারা। এবং লীগের শীর্ষস্থান হারিয়েছে। তবে শেষ পযর্ন্ত ম্যানসিটি ঠিকই ফিরে আসবে। অন্তত গত কয়েক সিজেনের ট্রাক রেকর্ড সেটাই বলে। সত্যি বলতে ইউরোপের সবচাইতে প্রতিযোগিতাপূর্ণ লীগ ইংলিশ প্রিমিয়ার লীগ। দলগুলোর মধ্যে বেশ প্রতিযোগিতা দেখা যায়। গত দুই সিজেনের টেবিল টপারদের জন্য এই সপ্তাহ টা মোটেই ভালো যায়নি।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit