আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
আশাকরি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ্ আমিও ভালো আছি। ৩০ জানুয়ারি থেকে আমার সেমিষ্টার ফাইনাল পরীক্ষা শুরু। সেটা নিয়ে একটু চাপেই রয়েছি। যাইহোক আসল কথাই আসি। আমাদের জীবনে এমন কিছু মূহুর্ত থাকে যেগুলো কখনো ভোলা যায় না। সুন্দর স্মৃতিগুলো সবসময় রয়ে যায় মনের এক কোণায়। আমি বুধবারে এইরকম একটা মূহুর্ত অতিবাহিত করেছি আমার প্রিয় মানুষের সঙ্গে। কিন্তু এখনও সেরকম কাউকে বলি নাই। তবে আপনাদের সঙ্গে শেয়ার না করলে যেন অসম্পূর্ণ থেকে যাবে। গতকাল আমাদের পরীক্ষার এডমিট কার্ড দিবে সেরকম নোটিশ দেওয়া হয়। তো আমি ১০ টার দিকে কলেজে যায়। আগেই বলে রাখি আমার পছন্দের মানুষ টা আমার সঙ্গেই পড়ে। সে আমার পছন্দের মানুষ হলেও আমি তার পছন্দের মানুষ না হা হা। মানে সে আমাকে ভালো বন্ধু মনে করে। তবে আমি তাকে অনেক অনেক পছন্দ করি। তার আসল নামটা এখন না বলি। আমি তাকে অদিতি বলেই ডাকি এটা আমার দেওয়া নাম। দুজনেই বেশ দ্রুতই এডমিট কার্ড নিয়ে নেয়। এরপর দুজন কলেজের মধ্যে হাঁটছি।
হঠাৎ অদিতি বলল আচ্ছা কুষ্টিয়া নার্সিং এডমিশন এর বই কোথায় পাওয়া যায়। আসলে ওর বাড়ি কুষ্টিয়া না সেজন্য ঠিকমতো চেনে না। আমি বললাম কোর্ট স্টেশন এর পাশে অনেক গুলো বইয়ের দোকান আছে ওখানে পাওয়া যাবে চলো আমি নিয়ে যাচ্ছি। অদিতি বলল দাঁড়াও একটু পরে যাব। ততক্ষণ ও বসে ছিল ক্যাম্পাসের মধ্যে এবং আমি আমার বন্ধুদের সঙ্গে কিছুক্ষণ ফুটবল খেলি। যাইহোক এরপর দুজন কলেজ থেকে বের হয়ে হাঁটতে থাকি কুষ্টিয়া কোর্ট স্টেশন এর দিকে যায়। প্রথমে রিক্সায় যাওয়ার কথা বললে অদিতি বলে না চলো হেঁটে যায়। এই সুযোগ টা আমি ছাড়ি কীভাবে। তার সঙ্গে হাঁটা হা হা, বললাম ঠিক আছে চলো তাহলে। মোটামুটি ১০ মিনিটের রাস্তা ২০ মিনিট লাগল। মেয়েটা খুবই আস্তে হাঁটে। প্রথমে গিয়ে ওর বইটা কিনলাম। তারপর তার মুখে যে কথাটা আমি শুনলাম সেটা শুনে তো অবাক। এমন কিছু শুনব আশা করে ছিলাম না।
অদিতি বলল কাজ শেষ চলো এখন কিছু খাওয়া যাক। আমি বললাম বেশ চলো। তবে আমার খুব পিপাসা পেয়েছিল সেজন্য প্রথমে শুরু করলাম লেবুর শরবত দিয়ে। এরপর অদিতি বলল এখন কী খাওয়া যায় বলো। আমি বললাম ফুসকা খাবা। ও বলল ঠিক আছে চলো। কিন্তু কুষ্টিয়ায় ভালো ফুসকা কোথায় বিক্রি করে আমার জানা ছিল না। আসলে এভাবে কখনো কারো সঙ্গে ফুসকা খাইনি তো, সেজন্য আর কী। দুজনে হাঁটতে হাঁটতে চলে গেলাম কুষ্টিয়া সরকারি কলেজের সামনে। ওখানে বেশ অনেক গুলো ফুসকার দোকান আছে। একটা ফাঁকা দোকান দেখে বসলাম দুজন। ওর সঙ্গে আমার প্রথম এইরকম ফুসকা খেতে আসা। আমার কাছে তো সবকিছু মনে হচ্ছিল স্বপ্নের মতো। তবে অদিতিও বেশ খুশি ছিল। দুজন বেশ কিছুক্ষণ কথা বললাম। এরপর আমাদের ফুসকা চলে আসলো। ফুসকা খুব একটা ভালো ছিল না। আমাদের দুজনের কারো কাছেই ভালো লাগেনি।
ফুসকা খাওয়ার পর ও বলল চলো এবার আইসক্রিম খাওয়া যাক। আমি মনে মনে বললাম আজ এই মেয়ের হলো কী। যাইহোক আমি গিয়ে আইসক্রিম নিয়ে আসলাম। এরপর দুজন দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছি এবং কথা বলছি। এমন সময় একটা ছোট ছেলে এসে বলে ভাইয়া আইসক্রিম দিবা। যাইহোক আমি আমার আইসক্রিম টা দিয়ে দেয়। আমাদের চারপাশে পথে ঘাটে এইরকম ছেলেদের দেখা যায়। যারা নিজেদের পরিস্থিতির জন্য ভিক্ষা বৃওি বেঁছে নিয়েছে। এরপর কিছুক্ষণ পর আরেকটা ছেলে এসে আইসক্রিম চাইল। অদিতি তার হাতের আইসক্রিম টাও দিয়ে দেয়। তখন ও আবার বলল ইমন যাও আরও দুইটা আইসক্রিম নিয়ে এসো। এবার অদিতির জন্য একটা আইসক্রিম নেয় এবং আমার জন্য একটা কোমল পানীয় নেয়। সেটা খেতে খেতে দুজন রাস্তা দিয়ে হাঁটছিলাম। প্রায় ২ ঘন্টা আমরা এভাবে সময় কাটিয়েছে। ওর কথা আগেও কয়েকটা পোস্টে আপনাদের বলেছি। এই দুই ঘন্টা যেন আমার কাছে সবচেয়ে সুন্দর মূহুর্ত ছিল। আমি চাইব এমন মূহুর্ত যেন খুব দ্রুতই আবার ফিরে আসে। আপনাদের অভিজ্ঞতা থেকে আমাকে প্রশ্ন করে যাবেন বা কিছু উপদেশ দিয়ে যাবেন।।
------- | ------ |
---|---|
ফটোগ্রাফার | @emon42 |
ডিভাইস | VIVO Y91C |
সময় | জানুয়ারি ,২০২৩ |
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
অদিতি নামটা যেমন সুন্দর তেমনি আপনার মনের মানুষটিও বোধহয় দেখতে সুন্দর। মনের কথা মনে চেপে রাখতে নেই। তাহলে হঠাৎ করে প্রিয় মানুষটি হারিয়ে যেতে পারে। আসলে বন্ধুত্ব থেকেই ভালোবাসার তৈরি হয়। হয়তো এখন সে আপনাকে ভালো বন্ধু মনে করছে। ভালো বন্ধুই একজন ভালো জীবনসঙ্গী হতে পারে। আপনার পছন্দের মানুষটি আপনার জীবন সঙ্গী হোক এই প্রত্যাশাই করি ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপু আপনার কথা গুলো শুনে ভালো লাগল। তবে ও জানে আমি ওকে পছন্দ করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি অনেক সুন্দর মুহূর্ত উপভোগ করেছেন। প্রিয় মানুষটির সাথে দেখা করতে পেরেছেন জেনে খুশি হলাম। আপনাদের বন্ধুত্ব যেন সারা জীবন অটুট থাকে এই আশাবাদ ব্যক্ত করি। অদিতি নামটা বেশ সুন্দর। এত সুন্দর মুহূর্ত কাটানোর অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রিয় মানুষ বলতে, মানুষের সাথে চলাফেরা ওঠা-বসার মাধ্যমেই মনের মাঝে আন্তরিকতা তৈরিকেই বুঝিয়ে থাকে। যা সকলের সাথে হয়না,অদিতির সাথে আপনার সম্পর্কটা হয়তো এখনো পরিপক্ব ভাবে গড়ে উঠেনি তাই ও আপনাকে পছন্দ করে না যদি তাকে আপনি মন থেকে পছন্দ করেন তাহলে সাহস করে বলেই ফেলেন তাহলে দেখবেন আপনিও তার কাছে প্রিয় মানুষ হয়ে উঠবেন।অদিতির সাথে কাটানো সুন্দর মুহুর্ত গুলো শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপনাকে। আপনার কথাগুলো মনে থাকবে।।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি আপনার প্রিয় মানুষের সঙ্গে খুব সুন্দর একটি সময় অতিক্রম করেছেন। আসলে প্রিয় মানুষের সাথে সময় কাটাতে সবারই তো ভালো লাগার কথা। আশা করি ভবিষ্যতে আপনার পছন্দের মানুষ টাই আপনার জীবন সঙ্গী হবে। যাই হোক ধন্যবাদ আপনাকে আপনার প্রিয় মানুষটার সাথে কাটানো মুহূর্তগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রিয় মানুষটির সাথে তাহলে বেশ ভালোই মুহূর্ত অতিবাহিত করলেন। অদিতি এই নামটি এত সুন্দর জানিনা, দেখতে কেমন সুন্দর হবে। এখন তো সবাই প্রথমে ফ্রেন্ডশিপ করে। তারপরে আস্তে আস্তে তারা একে অপরকে ভালোবাসে। আপনাদের দুজনের কাটানো এত সুন্দর একটি মুহূর্ত সবার মাঝে শেয়ার করেছেন দেখে ভীষণ ভালো লেগেছে। ভীষণ ভালো লেগেছে আপনার পুরো পোস্ট পড়ে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ! মনে হচ্ছিল হুমায়ূন আহমেদের কোন রোমান্টিক উপন্যাস পড়ছিলাম। পুরনো স্মৃতি মনে করিয়ে দিয়েছেন ভাইয়া। আপনাদের কাটানো দুই ঘণ্টার মুহূর্তগুলো পড়ে আমার ত আবার প্রেমে পড়ে যেতে ইচ্ছে করছে। যদিও এস্টাবলিস হওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিৎ তারপরও একজন প্রেমিক হিসেবে বলব যত দ্রুত পারেন মনের কথা বলে দিন। ভিডিওর গান শুনে আপনাদের মুহূর্তগুলো ফিল করছিলাম। ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বুঝতেই পারছি বেশ ভালোই মুহূর্ত উপভোগ করেছেন আপনারা। অদিতি নামটা কিন্তু খুবই সুন্দর। জানিনা উনি দেখতে কি রকম সুন্দর হবেন। দুজনে বেশ মজা করেই আইসক্রিম খেলেন তাহলে। আপনার ফটোগ্রাফি গুলো দেখেই বুঝতে পারলাম। দুজনে মিলে প্রথমে ফুচকা খেলেন তারপরে একসাথে আইসক্রিম খেলেন। সেই সাথে দেখছি কয়েকটি ছবি দিয়ে খুবই সুন্দর গান বানিয়েছেন গানটা কিন্তু বেশ ভালোই বানিয়েছে আপনাদের ছবির সাথে। সব মিলিয়ে ভালোই একটি পোস্ট ছিল এটি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বুধবার আপনি আপনার প্রিয় মানুষটির সাথে অনেক সুন্দর সময় কাটিয়েছেন ভাইয়া। আপনি আপনার প্রিয় মানুষকে সুন্দর একটি নাম দিয়েছেন। নামটি আমার কাছে অনেক ভালো লেগেছে। যত তাড়াতাড়ি সম্ভব আপনি আপনার প্রিয় মানুষটিকে আপনার মনের কথা বলে দিন ভাইয়া। ধন্যবাদ আপনাকে সুন্দর মুহূর্ত শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসল নাম না হয় লুকোনোই থাক, সময় ভালো কাটলেই হলো। অভিনন্দন রইলো 💐। কর্নেটো কি সুন্দর কর্নেলি হয়ে গেছে। খিক খিক
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit