আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
পরীক্ষা শেষ হয়েছে ২ মার্চ। নতুন সেমিষ্টার শুরু আবার ১২ ই মার্চ থেকে। আবার সেই পুরানো রুটিনে ফিরে যাওয়া বাড়ি থেকে কলেজ এবং কলেজ থেকে বাড়ি। পরীক্ষার মধ্যে সিদ্ধান্ত নিয়েছিলাম বন্ধুরা মিলে দূরে কোথাও ঘুরতে যাব। কিন্তু কিসের কী। পরীক্ষা শেষ হতেই যে যার মতো ব্যস্ত হয়ে গিয়েছে। ঘুরতে যাওয়ার কথা কারো মনেই নেই। আমিও বাড়িতে বসে বসে বোর হচ্ছি। সেজন্য আমার বন্ধু রাসেলকে বলি চলো ঘুরতে যায় একদিন। রাসেল বলল কোথায় যাবা?? আমাদের পাশের উপজেলায় ইদানিং একটা জায়গা জনপ্রিয় হয়ে উঠেছে। ফেসবুকে ছবি দেখছি পাশাপাশি আমাদের কমিউনিটিতে জায়গাটা সম্পর্কে অনেক পোস্ট এসেছে। সেগুলো দেখে একটা আগ্রহ তৈরি হয়েছিল। কিন্তু যাওয়ার মতো সময় এবং সঙ্গী পাচ্ছিলাম না। প্রথমবার এখানে এসেছিলাম ২০২১ সালে। তখন এতকিছু ছিল না। পরবর্তীতে এটাকে বেশ অনেক ডেভেলপ করা হয়েছে। এবং এখনো সেই কাজ চলছে।
জায়গাটা হলো ইউটিউট ভিলেজ। আসলে জায়গাটার নাম শিমুলিয়া। এটা কুষ্টিয়া জেলার খোকশা উপজেলার শিমুলিয়া গ্রামে অবস্থিত। মূলত একটা ফুড রিলেটেড ইউটিউব চ্যানেল থেকে এই গ্রামের নাম হয়ে গিয়েছে ইউটিউব ভিলেজ। সপ্তাহে বা নির্দিষ্ট একটা দিন এরা এখানে তাদের খাবারের ভিডিও ব্লগ তৈরি করে। এবং সেই খাবার গ্রামবাসি বা অন্যরা একসঙ্গে খেয়ে থাকে। তাদের এই কাজের বলে গ্রামটার নাম হয়ে গিয়েছে ইউটিউব ভিলেজ। বাংলাদেশের প্রায় সকল শীর্ষ পর্যায়ের নিউজ চ্যানেল এটা নিয়ে নিউজ করেছে। এদের এই কাজের জন্য সৃষ্টি হয়েছে অসংখ্য মানুষের কর্ম সংস্থান। পরবর্তীতে তারা জায়গা টাই স্থাপন করেছে ইউটিউব ভিলেজ পার্ক। সেখানে আমরা ঘুরতে গিয়েছিলাম। তো আমাদের পরিকল্পনা দীর্ঘদিনের ছিল না। মূলত একদিন আগে রাসেলকে বলা চলো ঘুরতে যায়। রাসেলও বলল ঠিক আছে চলো। শেষমেশ ঠিক করলাম বৃহস্পতিবার যাব ঘুরতে।
প্রথমে ঠিক হলো আমরা ২:৩০ টার দিকে কুমারখালী বাসস্ট্যান্ডে মিলিত হব। আগে কখনো যায়নি। কীভাবে যেতে হবে সেই সম্পর্কে ধারণা থাকলেও সঠিক জানা ছিল না। ওখানে আমার এক ফ্রেন্ড এর বাড়ি আছে তার কাছে জিজ্ঞেস করে নিলাম কীভাবে যাব। আমি ঠিক সময়ে চলে গেলাম কুমারখালী বাসস্ট্যান্ডে কিন্তু গিয়ে দেখি রাসেল এখনো আসে নাই। যদিও বেশিক্ষণ অপেক্ষা করা লাগেনি। ঐ ৫ মিনিটের মধ্যে রাসেলও চলে এসেছিল। এরপর একটা ইজিবাইকে উঠলাম একেবারে ইউটিউব ভিলেজে যাব বলতেই উনি বললেন ঠিক আছে বসেন। বাসে গেলে আরও দ্রুত যাওয়া যায়। কিন্তু ইজিবাইক এবং বাসের ভাড়া একই এবং দুপুর হওয়াই গরমের মধ্যে বাসে আর উঠিনি। যাইহোক মোটামুটি ৩০-৪০ মিনিটের মধ্যে আমরা পৌছে গেলাম ইউটিউব ভিলেজে। একেবারে প্রত্যন্ত একটা গ্রাম। রাস্তাঘাট মোটামুটি ভালোই তবে বেশিদিন হয়নি এগুলো। একেবারে প্রত্যন্ত গ্রাম শহর থেকে বাইরে এমন পার্ক যে কোনো মানুষের মন কেড়ে নেবে।
গিয়ে দেখি টিকিট কাউন্টার রয়েছে সামনেই। টিকিট কাটার আগে বাইরে টা কিছুক্ষণ ঘুরে দেখলাম। তারপর এগিয়ে গেলাম টিকিট কাটতে। তিনটা টিকিট নিলাম। প্রতিটা টিকিটের মূল্য ৩০ টাকা করে। তবে ভেতরে গিয়ে কোনো রাইডে উঠলে সেটার খরচ আলাদা বহন করতে হবে। এবং সময়ের কোনো ব্যাপার নেই যতক্ষণ ইচ্ছা ভেতরে থাকা যাবে। কিন্তু থাকব কতক্ষণ সেটা নির্ভর করবে কতটা ভালো লাগবে তার উপর। টিকিট কাটার পর আমি টিকিটের কিছু ছবি তুলে নেয়। এরপর নিজেরা বেশ কিছু সেলফি তুলি। এখানে আসার আরেকটা কারণ বেশ কিছুদিনের পোস্ট টপিকস হয়ে যাবে হা হা। যাইহোক এরপর ভেতরে ঢুকলাম।।
------- | ------ |
---|---|
ফটোগ্রাফার | @emon42 |
ডিভাইস | VIVO Y91C |
সময় | মার্চ ,২০২৩ |
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
ইউটিউব ভিলেজ আপনাদের পাশের উপজেলা জেনে সত্যি ভালো লাগলো। আসলে কাছাকাছি যদি এরকম সুন্দর জায়গা হয় তাহলে সময় করে যাওয়া যায়। তবে আপনি যেহেতু সময় এবং সঙ্গীর অভাবে ভুগছিলেন তাই আপনার বন্ধুর রাসেলকে যাওয়ার জন্য বলেছিলেন। আমার মনে হচ্ছে আপনার বন্ধু রাসেল এর আগে আমাদের সাথে কাজ করতো। অনেকদিন থেকে উনাকে দেখি না। যাইহোক অনেক সুন্দর সময় কাটিয়েছেন এবং ফটোগ্রাফি করেছেন দেখে ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ইউটিউব ভিলেজ সম্পর্কে আজ অনেক তথ্য জানতে পারলাম। এর আগে ও এর নাম শুনেছি। তোকে আজ আপনার মাধ্যমে আরো বেশ কিছু তথ্য পেয়ে অনেক ভালো লাগলো। দেখে মনে হচ্ছে খুব সুন্দর জায়গা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আহারে এই ইউটিউব ভিলেজের নাম শুনেছি অনেক। ভাবলাম ভেতরের পরিবেশ দেখতে পাবো, যাক ৩০ টাকা দিয়ে টিকিট কেটে বন্ধু রাসেলকে নিয়ে প্রবেশ করেই আজকের মতো পোস্ট শেষ হয়েছে। ইনশাআল্লাহ পরের পোস্টে দারুন কিছু দেখতে পাবো।
দোয়া রইল 🥀
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার বাংলা ব্লগে এসে অনেক ভাইয়ের পোস্টে ইউটিউব ভিলেজ নিয়ে বিভিন্ন পোস্ট দেখেছি। তবে ইউটিউব ভিলেজ কি কারনে হয়েছে সে সম্পর্কে জানা ছিল না। আজ আপনার পোস্ট পড়ে তা জানতে পারলাম। যাইহোক, বন্ধু রাসেলের সাথে ইউটিউব ভিলেজে বেড়াতে গিয়েছেন শুনে সত্যিই খুব ভালো লাগলো। সেখানে কাটানো সময় নিশ্চয়ই আপনাদের অনেক ভালোভাবে কেটেছে। আর সেই কাটানো মুহূর্তটুকু পরবর্তী পর্বে জানতে পারবো বলে আশা করছি। ইউটিউব ভিলেজ ভ্রমণ নিয়ে সুন্দর পোস্ট উপস্থাপন করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার মত আমিও যদি কোথাও ঘুরতে যাই আগেই ভেতরে প্রবেশ করি না। ভেতরে প্রবেশ না করে গেটে দাঁড়িয়ে বাহির থেকে আগে পর্যবেক্ষণ করি আসলে কেন পর্যবেক্ষণ করি সেটা বলতে পারবো না তবে ভালো লাগে। ইউটিউব ভিলেজ পার্কে এ পর্যন্ত একবার ঘুরতে গিয়েছি খুবই ভালো লেগেছে জায়গাটি আসলেই অনেক সুন্দর। ভেতরে প্রবেশ করার পরের মুহূর্ত গুলো খুব শীঘ্রই দেখতে চাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে কিছু কিছু জায়গা আছে নামগুলো খুব বিখ্যাত হয়ে গেছে। যেমন শিমুলিয়া থেকে ইউটিউব ভিলেজ নামকরণ করা হয়েছে। আসলে অনেকদিন পর এরকম জায়গা গুলোতে ঘুরতে গেলে অনেক ভালো লাগে। যদিও আপনি আপনার সাথে আপনার বন্ধুর রাসেলকে নিয়েছেন। দুই বন্ধু মিলে বাইরে অংশ ঘুরে দেখলেন। তবে টিকিটগুলোর দাম ৩০ টাকা হলে তাহলে তেমন বেশি না। আশা করি পরে পরে আমাদের মাঝে খুব তাড়াতাড়ি শেয়ার করবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ইউটিউব ভিলেজ নামটি শুনে খুব ভালো লাগলো। কারণ এরকম অনেক জায়গা আছে প্রথমে এক নাম থাকে পরে অন্য নাম হয়ে যায়। শিমুলিয়া থেকে ইউটিউব ভিলেজ নামকরণ করা হয়েছে। দুই বন্ধু মিলে টিকেট কেটে প্রথম বাইরের অংশ দেখে নিলেন। আশা করি পরের পর্বগুলো আমাদের মাঝে খুব তাড়াতাড়ি শেয়ার করবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ইউটিউব ভিলেজ আমারও যাওয়ার খুব ইচ্ছে কিন্তু যা হয় ওঠেনা সময় সাপেক্ষে। তবে চেষ্টা করব খুব শীঘ্র আপনাদের ওখানে বেড়াতে যাওয়ার। আপনি অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন ইউটিউব ভিলেজের পাশ থেকে। খুবই ভালো লেগেছে ফটোগ্রাফি গুলো। হয়তো অনেকে আপনার এই পোস্ট করে নতুন স্থান সম্পর্কে ধারণা পাবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit