আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
আশাকরি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। নির্মলেন্দু গুণ এর একটা কবিতার লাইন আমি প্রায়ই বলি " হাত বাড়িয়ে ছুই না তাকে মন বাড়িয়ে ছুই, দুই কে আমি এক করি'না, এক কে করি দুই। আপনি যদি কাউকে ভালোবাসেন তাকে হাত দিয়ে ছোয়ার প্রয়োজন হয় না মন দিয়ে ছুতে পারলেই হয়। তবে সবসময় সেই ছোঁয়ার অনূভুতি টা দিয়ে সবুটুকু পূর্ণতা হয় না। মাঝে মাঝে হাত দিয়ে ছুয়ে দেখার দরকার হয়। নিজের পছন্দের মানুষকে ছুয়ে দেখার মধ্যে আলাদা একটা অসাধারণ অনূভুতি আছে। তাকে একবার ছুয়ে দেখার ইচ্ছা যেন আ'জন্মের। এবং এই ছুয়ে দেখার আশা যেন সারাজীবনেও শেষ হয় না। যাইহোক আমি আজ আপনাদের সাথে একটা কবিতা আবৃত্তি শেয়ার করে নিব। কবিতা টার নাম আকাশ সিরিজ লেখক আমাদের পছন্দের কবি নির্মলেন্দু গুণ।
- আকাশ সিরিজ
- নির্মলেন্দু গুণ
শুধু তোমাকে একবার ছোঁব,
ঐ আনন্দে কেটে যাবে সহস্র জীবন।
শুধু তোমাকে একবার ছোঁব,
অহংকারে মুছে যাবে সকল দীনতা।
শুধু তোমাকে একবার ছোঁব,
স্পর্শসুখে লিখা হবে অজস্র কবিতা।
শুধু তোমাকে একবার ছোঁব,
শুধু একবার পেতে চাই অমৃত আস্বাদ।
শুধু তোমাকে একবার ছোঁব,
অমরত্ব বন্দী হবে হাতের মুঠোয়।
শুধু তোমাকে একবার ছোঁব,
তারপর হব ইতিহাস।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আকাশ সিরিজ, এ কবিতাটি আমি এর পূর্বে কখনোই শুনি নাই। তবে আপনার মিষ্টি গলায় কবিতাটি শুনে বেশ ভালো লাগতেছে এখন। আপনি অনেক সুন্দর করে গুছিয়ে কবিতাটি আমাদের মাঝে শেয়ার করেছেন বিশেষ করে ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক টা বেশ সুন্দর ছিল। ধন্যবাদ আপনাকে এমন ক্রিয়েটিভ একটি পোস্ট শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit