🎯🎯টার্গেট ডিসেম্বর 🎯🎯। ১০০ স্টিম পাওয়ার আপ। সেপ্টেম্বর ০৪,২০২১।

in hive-129948 •  3 years ago 


  • আমার বাংলা ব্লগে,
  • সবাইকে স্বাগতম।
  • আমি @emon42.
  • বাংলাদেশ 🇧🇩 থেকে।


PicsArt_09-04-09.57.14.jpg



আশাকরি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আমার বাংলা ব্লগে @rex-sumon ভাইয়ের নেতৃত্বে অসাধারণ একটি ইভেন্ট চলছে। টার্গেট ডিসেম্বর পাওয়ার আপ ইভেন্ট। এই ইভেন্টের মাধ্যমে আমরা সাধারণ মেম্বারদের একটি উপকার হয়েছে। আমরা পাওয়ার এর গুরুত্ব বুঝতে পেরেছি। এই ইভেন্টে আজ আমি আমার পঞ্চম সপ্তাহের পাওয়ার আপ করব। এর আগের চার সপ্তাহে আমি ৩০০ স্টিম পাওয়ার আপ করেছি। আজ পঞ্চম সপ্তাহে আমি ১০০ স্টিম পাওয়ার আপ করেছি। এখন এই পোস্ট আমি আপনাদের সাথে শেয়ার করব। এবং আমার টার্গেট ডিসেম্বরর লক্ষ্য ১৫০০ স্টিম পাওয়ার করা।



প্রথম ধাপ:

পাওয়ার আপের পূর্বে

PicsArt_09-04-09.47.24.jpg



আপনারা দেখছেন পাওয়ার বৃদ্ধির পূর্বে আমার একাউন্টে ১০১.৩৪৬ স্টিম এবং ৭৫৯.৮৯৭ স্টিম পাওয়ার রয়েছে। আমি এখন এখান থেকে ১০০ স্টিম পাওয়ার আপ করব।



দ্বিতীয় ধাপ:

পাওয়ার আপ প্রসেস

PicsArt_09-04-09.49.02.jpg

PicsArt_09-04-09.50.32.jpg

PicsArt_09-04-09.51.54.jpg



এরপর আমি আমার পাওয়ার আপ প্রসেস সম্পন্ন করি। যেটার স্কিনশর্ট আমি উপরে দিয়েছি। এইটা খুব সহজ একটি প্রসেস।



শেষ ধাপ:

পাওয়ার আপের পরে

PicsArt_09-04-09.53.24.jpg



এখন আপনারা পাওয়ার আপের পরে আমার একাউন্ট দেখতে পারছেন। পাওয়ার আপের পরে আমার একাউন্টে ১.৩৬৭ পরিমাণ স্টিম রয়েছে এবং পাওয়ার হয়েছে ৭৫৯.৮৯৭ থেকে ৮৫৯.৮৯৭ অর্থাৎ আমার স্টিম পাওয়ার ১০০ বৃদ্ধি পেয়েছে। এটাই ছিল আমার পাওয়ার আপ প্রসেস।



প্রথম সপ্তাহের পাওয়ার আপ লিংক

দ্বিতীয় সপ্তাহের পাওয়ার আপ লিংক

তৃতীয় সপ্তাহের পাওয়ার আপ লিংক

চতুর্থ সপ্তাহের পাওয়ার আপ লিংক


cc:

@rex-sumon





সবাইকে ধন্যবাদ💖💖💖।



আমি ইমন হোসেন। আমি বাংলাদেশের কুষ্টিয়া জেলায় বসবাস করি। আমি একজন ছাএ। আমি কুষ্টিয়া পলিটেকনিক ইন্সটিটিউটে লেখাপড়া করি। আমি খেলাধুলা ভালোবাসি। বিশেষ আমি ফুটবল পছন্দ করি।



7b4bio5hobgt1ToxyJNZ2CBe2hrJJxxFumrTYgdiB16dsHGkxy5u76CUy1NXorPzXaMcRyXict6abfZKwupPgossU5rvzNFrfZu3mixHrTzqWdZpkJ9YsuTNWgaCHKTM7Z8rmrTgLzaeAtSZQApiPzpBJDDQ.png



Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

পাওয়ার আপ করা আমাদের সকলের জন্য খুবই ভালো একটি দিক।যা অ্যাকাউন্টে মান বৃদ্ধি করে এবং curation করে অথর দের উপকার করা যায়।

আশা করছি আপনার ১৫০০ স্টিম এর টার্গেট পূরণ হবে। শুভ কামনা রইল।

ধন্যবাদ ভাই। আপনার মন্তব্যের জন্য।।

আমরা পাওয়ার আপ করতে ভালোবাসি। পাওয়ার আপ মানে নিজের সক্ষমতা বৃদ্ধি করা। আমাদের সকলের উচিত এভাবে পাওয়ার আপ করার উদ্যোগ গ্রহণ করে টার্গেট ডিসেম্বর সফল করা।

ঠিক বলেছেন ভাই। আপনাকে ধন্যবাদ।।

খুবই চমৎকার ভাই, আপনি বেশ দ্রুত এগিয়ে যাচ্ছেন, এটা ভালোর লক্ষণ। কারন পাওয়ার বৃদ্ধি করা মানেই নিজের সক্ষমতা বৃদ্ধি করা এবং সম্মুখে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আরো বেশী শক্তিশালী হয়ে উঠা। ধন্যবাদ

ধন্যবাদ ভাই। আমি আমার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।

পাওয়ার আপ করে আপনি অনেক তাড়াতাড়ি উপরে উঠে যাচ্ছেন। পাওয়ার আপের দৃশ্যগুলো সুন্দর উপস্থাপন করেছেন আপনি।

ধন্যবাদ আপু।

আপনি তো ঝড়ের বেগে এগিয়ে যাচ্ছেন ভাইয়া।খুবই ভালো লাগলো দেখে।ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ আপু।

একটাই স্লোগানে চলবো ওইটা হচ্ছে," আমরা পাওয়ার আপ ভালোবাসি " 😍।
আর ব্যাপারটা খুব ভালো লাগছে যে, আপনি পোস্ট করাতে অন্যরাও উৎসাহ পাবে।

জী আপু যথার্থ বলেছেন। ধন্যবাদ।

You have been upvoted by @rex-sumon A Country Representative, we are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the newcomers coming into steemit.

Thanks to visited my post..