আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
সে আজ থেকে প্রায় দুই মাস আগের কথা। আমার বাংলা ব্লগের তৃতীয় বর্ষপূর্তি উৎসব পালন করা হয়েছিল বেশ জমজমাট ভাবে। তবে তৃতীয় দিন টা একটু বেশিই ভালো ছিল। শেষদিন পুরো বছরের সেরা বেশ কিছু ক্যাটিগরিতে পুরষ্কার দেওয়া হচ্ছিল। তবে সত্যি বলতে আমি আমার নাম আশা করিনি ঐ লিস্টে। কিন্তু সু ভাগ্য ক্রমে সেরা কমেন্টকারী হিসেবে নির্বাচিত হয়। এবং তারপর অপেক্ষায় ছিলাম কবে আমার পুরষ্কার টা হাতে পাব। অন্য সবার মতো আমিও পেয়ে যায় সঠিক সময়েই। কিন্তু সেটা আনবক্সিং করেছিলাম আমি প্রায় তারও ৭ দিন পরে। ঐসময় ডিসকোর্ডে কথা বলার সময় আমাদের মডারেটর সিয়াম ভাই বলেছিলেন একটা আনবক্সিং ভিডিও করতে। আমি ভেবেছিলাম একটা ভিডিও করে কোন সময় কমিউনিটিতে শেয়ার করব।
কিন্তু এখন যেখানে থাকি সেখানে ফোনের ক্যামেরা ধরবে এমন কেউ নেই। সেজন্য কয়েকদিন অপেক্ষা করা লেগেছিল আমার। পরবর্তীতে আমি আমার ভাইয়ের বাসায় যায়। ঐদিন ভাইয়ার বাসায় যাওয়ার আমার আসল উদ্দেশ্য ছিল ঐ গিফট টা আনবক্সিং করা। সত্যি বলতে অন্যরকম একটা অনূভুতির সৃষ্টি হয়েছিল। ভাইয়া কে বললাম ভাইয়া ফোনের ক্যামেরা টা একটু ধরেন। এবং ঐসময়ে আমি ঐ ভিডিওগ্রাফি টা ধারন করেছিলাম। এখানে আমাদের আরিফ ভাইয়ের প্রশংসা করতেই হয়। উনি অনেক যত্ন এবং সাবধানতার সাথে প্যাকিং টা করেছিলেন। গিফট টা খোলার সময় অনেক গুলো লেয়ার আমাকে অতিক্রম করতে হয়েছিল।
ভিডিও টা করে পরে আমি বেশ কিছু অংশ অবশ্য কেটে দিয়েছিলাম। এবং পুরো বক্স খুলে গিফট টি বের করতে আমার প্রায় ১০ মিনিটের বেশি সময় লেগেছিল। কিন্তু অতো বড় ভিডিও দেওয়া সম্ভব না। এইজন্যই আমি ভিডিও এর গতি বাড়িয়ে দিয়ে সময় টা অনেক কমিয়ে নিয়ে আসি। পরে ভিডিও টা আমি আমার ইউটিউবে আপলোড করি। এখনও মাঝে মাঝে ভিডিও টা দেখি আমি। আজ লেখার মতো কোন টপিক খুঁজেই পাচ্ছিলাম না। তাই ভাবলাম এই গিফট আনবক্সিং ভিডিও টা আপনাদের সাথে শেয়ার করে নেওয়া যাক। আমার বাংলা ব্লগকে পূণরায় অসংখ্য ধন্যবাদ। এতো সুন্দর একটা উপহার দেওয়া জন্য। এটি আমার অন্যতম একটা অর্জন। সবসময় অনেক যত্ম করে রাখব সেই মূহূর্তের ভিডিও টা আপনাদের সাথে শেয়ার করে নিব আজকে।
ভিডিও লিংক
----- | ----- |
---|---|
ডিভাইস | Redmi 12 |
ব্যাকগ্রাউন্ড মিউজিক | 500 miles |
সময় | জুন,২০২৪ |
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গিফট আনবক্সিং ভিডিওগ্রাফি আজ শেয়ার করেছেন। গিফট পেতে ভীষণ ভালো লাগে । আর সেই গিফট যদি হয় সম্মানের তবে তো আরো বেশী ভালো লাগার কথা।আপনার শেয়ার করা ভিডিওগ্রাফিটি দেখে খুবই ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমিও আনবক্সিং ভিডিও করেছিলাম। তবে সবার মাঝে উপস্থাপন করার সময় হয়নি ভাইয়া। অনেকদিন পর আপনার এই ভিডিও দেখে সেই অনুভূতির কথা মনে পরে গেল। উপহার পাওয়া সত্যি অনেক আনন্দের।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit