আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
আজ ৫ ই ফেব্রুয়ারি। দিনটা আপনার কাছে স্পেশাল কিছু না অন্য দিনগুলোর মধ্যেই সাধারণ। কিন্তু আজকের দিনটা একটু স্পেশাল। এর কারণ আছে। যারা অন্তত ফুটবল টা পছন্দ করেন। নিয়মিত ফুটবল এর খোঁজ রাখেন তারা এতক্ষণে জেনে গেছেন। আজ ফুটবল বিশ্বের অন্যতম সেরা দুই তারকা পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর এবং ব্রাজিলিয়ান প্রিন্স নেইমার এর জন্মদিন। হ্যা এই ৫ ফেব্রুয়ারিতেই পৃথিবীতে এসেছিল এই দুইজন গ্রেট ফুটবলার। আমাদের প্রজন্মের কাছে দুজনই কিন্তু অসাধারণ। ব্যাপার টা একটু কাকতলীয় কিন্তু বেশ মজার। তবে এই দুজনই কিন্তু বার বার হেরে গিয়েছে ভাগ্যের কাছে। যদিও রোনালদোর এক বিশ্বকাপ বাদে ফুটবলে সব অর্জনই রয়েছে। কিন্তু নেইমারের ক্ষেএে ব্যাপার টা আরও কঠিন। বলার মতো তার সেরকম কোন অর্জনই নেই। কিন্তু আমাদের জেনারেশনের তৃতীয় সেরা খেলোয়ার কিন্তু রোনালদো।
দেশের জার্সিতে মাঠে নামা প্রতিটা খেলোয়ারের জন্যই গর্বের। ঐ ছেলেটা সেদিন দেশের জার্সি গায়ে মাঠে নামার আগ মূহূর্তে দাঁড়িয়ে। ম্যাচ শুরু হওয়ার কিছুক্ষণ আগে ছেলেটার কাছে খবর আসলো তার বাবা মারা গিয়েছে। কান্নায় ভেঙে পড়লেন। কিন্তু পিছিয়ে গেল না ছেলেটা। ঐ অবস্থায় মাঠে নেমে গেল খেলতে। নিজের অসাধারণ পারফরম্যান্স দিয়ে ঐ ম্যাচে রাশিয়ার বিরুদ্ধে ম্যান অফ দ্যা ম্যাচ এর পুরষ্কার পেয়েছিল ছেলেটা। কিন্তু এইটা তার বাবা দেখে যেতে পারেন নি। সর্বকালের সেরা হওয়ার পরেও তাকে সবসময় একপ্রকার অবজ্ঞা করা হয়েছে। তাকে রেখে দেওয়ার চেষ্টা করা হয়েছে আড়ালে। কিন্তু সে ফিরে এসেছে বার বার। সে করেছে গোল দেখিয়েছে নিজের অসাধারণ প্রতিভা এবং অর্জন করে নিয়েছে শ্রেষ্ঠত্ব। বলছি ক্রিস্টিয়ানো রোনালদোর কথা। আজ বিশ্বে স্যোসাল মিডিয়ার সবচাইতে জনপতি ব্যক্তি কিন্তু সে।
ক্রিস্টিয়ানো লড়াই করেছে মাঠে এবং সে সফল হয়েছে। কিন্তু এই ছেলেটা মাঠে সফল হলেও হেরে গিয়েছে নিজের ভাগ্যের কাছে। কী নির্মম এক পরিহাস ভাগ্যের। বিধাতা তাকে ফুটবলের সব কলাকৌশল শিখিয়েছিলেন ঠিকই কিন্তু সেটা প্রদর্শন করার মতো সময় যেন তাকে দিচ্ছেন না। বলছি নেইমারের কথা। বতর্মান সময় তো বটেই এবং ইতিহাসের অন্যতম সেরা শৈল্পিক ফুটবলার নেইমার। আপনি যদি ফুটবল বোঝেন তাহলে তার সৌন্দর্য বুঝতে পারবেন। মাঠের মধ্যে নেইমার যখন বল দিয়ে তার শিল্প প্রদর্শন করতে থাকে তখন নেইমার কে কেউ আটকাতে পারে না। তাকে আটকানোর উপায় একটা ফাউল করো। ফাউল করা ছাড়া তাকে আটকানো এককথায় অসম্ভব। নেইমার ২০১৩ সালের পর তার এই ১০ বছরের ফুটবল ক্যারিয়ারে শুধুমাত্র ইঞ্জুরের জন্য মাঠের বাইরে থেকেছেন পুরো ৮০০ দিনের মতো। অর্থাৎ প্রায় আড়াই বছর।
এই তিন বছর যদি নেইমার ঠিকমতো খেলতে পারতো। তার যদি এতো ইঞ্জুরি না হতো। সত্যি বলতে নেইমারের ক্যারিয়ার টা অন্যরকম। তখন কয়েকটা চ্যাম্পিয়ন লীগ কয়েকটা আঞ্চলিক ট্রফি কয়েকটা ব্যালন ডি অর, ফিফা দ্যা বেস্ট ছেলেটার থাকতেই পারত। আজ এই দুজন ফুটবলারের জন্মদিন। দুইজনই আমার অনেক পছন্দের ফুটবলার। আমার স্যোসাল মিডিয়া জুড়ে এই দুজনই ঘুরছে। দেখে বেশ ভালো লাগছে। একটা খেলা ফুটবল এর মাধ্যমে তারা বিশ্বজুড়ে জুটিয়ে নিয়েছে কোটি কোটি সমর্থক। তারা আবার মাঠে ফিরবে আবার তার ফুটবল নৈপুণ্য দেখাবে আবার সমর্থকদের মুখে হাসি ফোটাবে। দুইজনকেই জন্মদিনের অনেক অনেক শুভকামনা।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ফুটবল খেলা দেখতে পছন্দ করি সেটাও চার বছর অন্তর ।তাই বাকি সময়গুলো তেমন একটা খোঁজ খবর নেওয়া হয়না।তবে আপনার মাধ্যমে দুই গ্রেটেস্ট ফুটবলারের জন্মদিন জেনে অনেক ভালো লাগলো।দুইজনেই আমার পছন্দের খেলোয়াড়।সত্যিই মানুষের জীবন অদ্ভুত ,কার জীবনে কিভাবে সফলতা আসবে বলা মুশকিল।ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit