আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
মাঝে মাঝে মনে হয় সবকিছুই অর্থহীন। এই বেঁচে থাকা এই ছুটে চলা এই প্রতিযোগিতা। প্রতিনিয়ত নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা এগুলো সবকিছুই অর্থহীন। মনে হয় এগুলো ঠিক কার জন্য করছি। এগুলোর অর্থ কী। আমাদের জীবন খুবই অদ্ভূত। যখন একা থাকি মাঝে মাঝে এই চিন্তাগুলো মাথার মধ্যে চলে আসে। আমাদের এতো ব্যস্ততা এতো কাজ ভবিষ্যৎ নিয়ে এতো চিন্তা সবকিছু তো ভালো থাকার জন্য। কিন্তু আমরা সেটার জন্য বতর্মান টা খারাপ করছি। একবারও চিন্তা করি না আমরা কী বতর্মানে ভালো আছি। আর যদি না থাকি তাহলে বতর্মান কে কষ্ট দিয়ে ভবিষ্যৎ সুন্দর করার কোন অর্থ আছে। ভবিষ্যতে যে বেঁচে থাকব এর তো কোন নিশ্চয়তা নেই। এগুলো ভাবতে গেলে পুরো পৃথিবী অন্ধকার মনে হয়। মানুষের জীবনের কোন লক্ষ্য উদ্দেশ্য একেবারেই খুজেঁ পাই না।
ইদানিং একাকিত্ব টা বেশ জেঁকে ধরেছে আমাকে। যদিও অনেক আগে থেকেই অভ্যাস আছে। তবে এখন আর ভালো লাগে না। বিশেষ করে সারাদিন আমি খুব কম মানুষের সাথে কমিউনিকেট করি খুব কম কথা বলি। নিয়মিত কথা বলা নিয়মিত কমিউনেট করার মধ্যে শুধু রয়েছে আমার মা। নিয়ম করে ঐ একজনের সাথেই আমার কথা হয়। দ্বিতীয় আর কোন ব্যক্তির সাথে এমন আর হয় না। তবে হতো। একবছর আগেও হতো। বরাবরই মানুষের ভীড় থেকে দূরে থাকতাম আমি। কিন্তু কয়েক বছর আগে সবকিছুর বাইরে গিয়ে অনেক টা আমার বৈশিষ্ট্যের বিপরীতে গিয়ে একটা নতুন সম্পর্কে জড়িয়ে যায় আমি। যেটা তার আগে আমি কখনও চিন্তাও করতাম না। আড়াই বছর বেশ ভালোই কেটেছিল।।
ততদিনে আমার একা থাকার অভ্যাস কথা কম বলার অভ্যাস একটু নীরব চুপচাপ থাকা এগুলো সবকিছুই কমে গিয়েছে। ধীরে ধীরে এগুলো থেকে বের হয়ে এসেছি আমি। কিন্তু তখনই সৃষ্টিকর্তার আরেক ইশারায় সবকিছু এলোমেলো হয়ে যায়। অনাকাঙ্ক্ষিত মনে হলেও অনেক টা কাঙ্ক্ষিত ভাবেই মানুষ টার সাথে আমার যোগাযোগ ধীরে ধীরে কমতে শুরু করে। একপর্যায়ে গিয়ে আমাদের সম্পর্কের ইতি টানতে হয়। যদিও সেটা আমরা কেউই একে অপরকে বলিনি। কিন্তু তারপরই কিছু সত্য আমার সামনে চলে আসে। যেগুলো সে আমার থেকে লুকিয়ে রাখার চেষ্টা করেছিল। তখন নিজেকে বেশ ছোট মনে হয় । যাকে অনেক টা সম্মান করতাম তার প্রতি ঘৃণা জন্মে যায়। কয়েক মাস বেশ খারাপ লেগেছিল। কোন কিছুই ভুলতে পারতাম না। তবে আস্তে আস্তে সেই অবস্থা থেকে বেরিয়ে এসেছিলাম। ভুলে যাওয়া তো সম্ভব না তবে সব মানিয়ে নিয়েছিলাম।
সিদ্ধান্ত নিয়েছিলাম আর কখনও যোগাযোগ করার চেষ্টাও করব না। এতদিন আমার জায়গাই অটল ছিলাম আমি। মন চেয়েছে কিন্তু কখনও তার সাথে যোগাযোগ করার চেষ্টা করিনি। সে এখন আমার নেই না ভবিষ্যতে আর হবে। তবে পরশু দিন রাতে রুমে শুয়ে আছি। বলতে পারেন তীব্র একাকিত্বে কাটছে সময়। বই পড়তেও ইচ্ছা করছে না। কেন জানি হঠাৎ মনে হলো ওকে ফোন দেয়। অনেক দিন কথা হয়নি ওর সাথে। মনের মধ্যে থেকে কেউ যেন বলে উঠলো ও আছে কেমন জানতে ইচ্ছা করে না। একপর্যায়ে গিয়ে ফোনটা হাতেও নেয় ফোন দেওয়ার জন্য। যদিও নাম্বার টা আর এখন আমার কললিস্টে নেই। সেটা এখন কালো তালিকাভুক্ত। তবে নাম্বার টা মনে আছে। নাম্বার টা তোলার পরেও কল দেয়নি শেষ পযর্ন্ত। কিছু কিছু অনূভুতি থাকে কখনও প্রকাশ করা যায় না। শুধু ঐ ব্যক্তিই সেটা অনূভব করতে পারে। তখনই জীবনানন্দ দাশের একটা কবিতার লাইন মনে পড়ে গেল,
পৃথিবীর রাঙা রাজকন্যাদের মতো সে যে চ’লে গেছে রূপ নিয়ে দূরে;
আবার তাহারে কেন ডেকে আনো? কে হায় হৃদয় খুঁড়ে
বেদনা জাগাতে ভালোবাসে!
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Daily task
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কিছু অনুভূতি কখনো শব্দে প্রকাশ করা যায় না, শুধু মনের গভীরে রয়ে যায়। একাকিত্ব, অভ্যাসের বদল, অতীতের স্মৃতি সব মিলিয়ে জীবনের এক জটিল অধ্যায়। কিছু সম্পর্ক হারিয়ে যায়, কিন্তু তাদের ছায়া থেকে যায় মনের কোনে। সময় এগিয়ে চলে, তবু কিছু অনুভূতি রয়ে যায় অমলিন, নীরবে, নিঃশব্দে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একাকিত্ব মাঝেমধ্যে কষ্টদায়ক হলেও, এটি আত্মোপলব্ধির এক সুন্দর উপলক্ষ। সম্পর্কের স্মৃতিগুলো হয়তো রয়ে যায়, তবে জীবন থেমে থাকে না। নিজেকে বুঝতে শেখাই সবচেয়ে বড় জয়। জীবনানন্দ দাশের কবিতার মতোই, হারিয়ে যাওয়া কিছু ফিরে আসে না, তবুও নতুন সূর্যোদয় প্রতিদিন অপেক্ষা করে।যাইহোক,চমৎকার কিছু কথা বলেছেন ভাই।আপনার লেখার ভাষা অনেক সুন্দর।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit