আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
আশাকরি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ্ আমি ভালো আছি। সবাইকে ঈদ মোবারক। আশাকরি পরিবার আত্মীয়স্বজন নিয়ে ঈদটা বেশ দারুণ কাটাচ্ছেন আপনারা। সবার জন্য শুভকামনা। ঈদ মানেই একটা আনন্দ একটা খুশি নিয়ে আসে সবার জীবনে। ঈদের সকাল অন্যদের কীভাবে শুরু হয়ে সেটা আমি জানি না বললেও ভুল হবে না। হয়তো কারো ঘুমিয়ে কারো সকালে হাঁটাহাঁটি করে বা কোন কাজ করে। এইরকমই কিছু হবে হয়তো। কিন্তু আমার ঈদটা শুরু হয় একেবারে আলাদা ভাবে। হ্যা আমার মতো হয়তো কয়েকজনের মিলতেও পারে। ঈদের সকাল আমার কীভাবে কাটে সেটা আগে বলি আপনাদের। আজ সকালে ঘুম থেকে উঠেছি ফজরের নামাজের সময়। উঠে ফ্রেশ হয়ে গিয়েছি নামাজ পড়তে। নামাজ শেষ করে আমার বন্ধুরা আমাকে হাঁটতে যাওয়ার অফার করে কিন্তু আমার অন্য কাজ আছে। সেজন্য ওদের কে না বলি।
মসজিদ থেকে বের হয়ে আমি একা একা হাটতে থাকি। আমাদের গ্রামের শেষ দিকে আমাদের কবরস্থান টা। গ্রামের মাঝ দিয়ে আমি একা একা হাঁটতে থাকি। হাঁটতে হাঁটতে আজও চলে যায় আমার বাবার কবরের কাছে। বিগত দশ বছর ধরে প্রতি বছর আমি এভাবেই যায় একা একা। আমার পরিবারের অন্যরা আমার চাচা, চাচাতো ভাই তারাও যায় তবে ঈদের নামাজের পর। কিন্তু আমি একা একাই যায়। সবার ঈদ এবং আমার ঈদ এক না। আমার ঈদ টা তো শুরুই হয় আমার বাবার কবরের সামনে থেকে। বিগত দশ বছর ধরে এমনটাই করছি আমি। এই অনূভুতি এই চাপা কষ্ট সবাই বুঝবে না। খুব অল্প বয়স মাএ ১১ বছর বয়সে আমি আমার বাবা কে হারিয়েছি। সেই তখন থেকেই এমনটা করছি আমি। আমার বাবার কবরের সামনে আজ যখন গেলাম অন্য বছর গুলোর মতো এবারেও আমি আমার চোখের পানি আটকে রাখতে পারিনি।
বেশ কিছুক্ষণ ধরে নীরবে আমার চোখ থেকে পানি ঝড়ে পড়লো। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম আমি। আমার এখন আমার বাবার মুখটাও আর ভালো করে মনেও পড়ে না। মাঝে মাঝে আমার স্বপ্নে আসে কিন্তু ওখানে শুধু আলো দেখতে পাই উনার চেহারা আর দেখতে পায় না। মোটামুটি আজও এভাবেই কাটলো প্রায় ১৫-২০ মিনিট। তারপর হাঁটতে হাঁটতে বাড়ির দিকে আসলাম। আমার বাড়ির লোক বিশেষ করে আমার মা বলে আমার নাকী মায়া দয়া নেই। কারণ বিগত অনেক বছর আমার চোখে কেউ পানি দেখেনি। আমি শেষ সবার সামনে কেঁদেছিলাম ঐ দশ বছর আগে। যখন আমার বাবা মারা যায় তখন। তাদের এই কথাগুলো আমার বেশ ভালো লাগে। কারণ আর যাইহোক তারা আমার এই নিস্তব্ধতা নীরবে কান্নাকাটির খবর জানে না। আমার এখন অভ্যাস হয়ে গেছে নিজের আবেগ অনূভুতি গোপন করতে করতে। আমি এটা এখন উপভোগ করি।
আমি কখনোই কারো সাথে আমার আবেগ দুঃখ এগুলো শেয়ার করি না। আমার মনে হয় এগুলো কাউকে বললে আমাকে তারা কটাক্ষ করতে পারে। বলতে পারে আমি সহানুভূতি পাওয়ার জন্য বলছি। সেজন্যই গোপন করি। আজ বিকেলে হঠাৎ করেই কথাগুলো মনের মধ্যে চলে আসলো। মনে হলো না আজকে ঈদের দিন আর কিছু লুকিয়ে না রাখি। সবকিছু লিখে ফেলি মনটা পরিষ্কার হোক। আপনাদের সাথে কথাগুলো শেয়ার করি। আমার বাবা আমাকে অনেক ভালোবাসতেন। সেজন্য অন্য কেউ তাকে না দেখতে পেলেও মাঝে মাঝেই উনি আমার স্বপ্নে আসেন। এটা আমি বানিয়ে বলছি না। কাকতলীয় হলেও ঘটনা টা সত্যি। ঈদের দিনগুলোতে উনাকে অনেক মিস করি। প্রায় দশ বছরে ২০ টা ঈদ এভাবেই কাটলো। আমার বাবা আজ থাকলে অনেক খুশি হতেন। কারণ আমার ফুফু, চাচা, চাচিরা এবং অন্যরা বলে আমি নাকী দেখতে একদম আমার বাবার মতো হয়েছি। না চেহারা না ত আমার উচ্চতা আমার শরীরের গঠন, কথাবার্তা মন মানসিকতা সব নাকী উনার মতো।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে ভাইয়া পৃথিবীতে কেউ চিরকাল বেঁচে থাকবে না। আপনার পোস্ট পড়ছিলাম আর আমার বাবার কথা মনে করেছিলাম।সত্যি বাবা মার সাথে পৃথিবীর কারো তুলনা হয় না।আসলে অল্প বয়সে এভাবে বাবা হারানোর কি যে কষ্ট সত্যি যার হারায় শুধু সেই বুঝে।এখন দশ বছর এভাবে যুগ যুগ পেরিয়ে যাবে বাবা আর কখনো ফিরে আসবে না ভাইয়া। আল্লাহ পৃথিবীর সকল বাবাকে ভালো রাখুক।ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিকই বলেছেন আপু। বাবা মায়ের মতো কেউ হয় না পৃথিবীতে।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি তো দেখছি খুব ছেলেবেলায়ই বাবাকে হারিয়েছেন। বাবার মুখটা ও মনে না থাকারই কথা।শুধু একটা আলো দেখতে পান। সত্যি কথা বলতে ছেলেরা ও কাঁদে।তবে গোপনে।প্রকাশ্য কান্না মনটাকে হালকা করে।কিন্তু গোপনের কান্না খুব বেশী কষ্টের।আপনার অনুভূতি গুলো পড়ে ভীষণ খারাপ লাগলো ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনূভুতি টা প্রকাশ করার মতো না আপু। ধন্যবাদ আপনাকে।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit