আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
ছোট একটা ড্রিংকস ব্রেক শেষ করে আমরা এবার সিদ্ধান্ত নিলাম বাকি এরিয়া টা ঘুরব। আমরা যেখানে বসে ছিলাম সেখান থেকে সূর্যমুখী ফুল দেখা যাচ্ছিল। সেটা দেখে আমরা সেদিকেই গেলাম। এর আগে আমি সরাসরি কখনো সূর্যমুখী ফুল দেখিনি। যাইহোক এখানে একটা পার্থক্য পরিলক্ষিত হলো ফুলটার নাম সূর্যমূখী হলেও ফুলটা মুখ থাকে সূর্যের আলোর বিপরীত দিকে হা হা। বিষয়টি বেশ মজার লেগেছে আমার কাছে। নামের সঙ্গে কাজের এতো অমিল। এবং এই ইউটিউব ভিলেজ পার্ক হলো একটা বহুমুখী প্রজেক্ট। অর্থাৎ এখানে সূর্যমুখী ফুলটা শুধু পার্কের সৌন্দর্য বর্ধনের জন্য লাগানো হয় নি। এটা দিয়ে নাকী তেল তৈরি করা যায়। অর্থাৎ এখানে তারা চাষও করছে। শুধু যে সূর্যমুখী ফুল সেটা না আরও বেশ কিছু প্রজেক্ট আছে এইরকম। এইটা দেখে আমার কাছে এদের বেশ ভালো লেগেছে। এদের আইডিয়া টা বেশ ক্রিয়েটিভ। এককথায় যাকে বলে রথ দেখা কলা বেঁচা দুইটাই হচ্ছে।
এরপর আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। দেখলাম ছোট একটা ট্রেন লাইন। মানে ঐটা একটা রাইড আর কী। তবে বাচ্চাদের ট্রেনে উঠব সেই বয়স কী আর আছে। না আমার সমবয়সী এবং আমার থেকে বড় অনেককেই দেখলাম যারা ট্রেনে উঠেছিল। কিন্তু আমার ইচ্ছা করছিল না একেবারেই। এবং আস্তে আস্তে রোদ কমে যাচ্ছিল বিকেল হয়ে আসছিল এবং লোকজনের সমাগম বাড়ছিল। যদিও আমরা যখন গিয়েছিলাম তখন আরও বেশি লোকজন ছিল। যাইহোক আমাদের ঘোরাঘুরি প্রায় শেষ বলা যায়। এবং প্রথমে ঢুকেই দেখেছিলাম কিছু প্যাডেল নৌকা ছিল যেটা দিয়ে ভেতরের লেকটাতে ঘোরা যায়। প্রথম রোদ থাকায় নৌকায় উঠিনি। তবে ভেবেছিলাম যাওয়ার সময় উঠব। সেই অনুসারে ঐদিকে এগিয়ে যায়।।
নৌকায় উঠার জন্য টিকিট কাটা লাগবে। গেলাম টিকিট কাউন্টারের নিকট। গিয়ে দেখি একটা নৌকায় সর্বোচ্চ চারজন উঠা যাবে। তা বেশ ভালো আমরা ছিলাম চারজন। প্রতিজনের টিকিট লাগবে ৩০ টাকা করে। সেটাও কোনো ব্যাপার না। কিন্তু পাশেই দেখি লেখা রয়েছে ৩০ টাকা টিকিটে নৌকা নিয়ে আমরা মাএ ১৫ মিনিট ঘুরতে পারব। এবং পরে আমরা যতটুকু সময় নৌকা নিয়ে ঘুরব সেজন্য প্রতি মিনিট ৫ টাকা করে দেওয়া লাগবে। এই বিষয়টি আমার কাছে একেবারেই বাজে লেগেছে। কারণ ঐ পুরো লেকটা প্যাডেল নৌকা নিয়ে কাভার করতে ৩০ মিনিট তো লাগবেই। ঐ ১৫ মিনিটের জন্য অতিরিক্ত চার্জ যেটা একেবারেই আমার ভালো লাগেনি। এর আগেও আমি কয়েকটা পার্কে গিয়ে নৌকায় উঠেছি ওদের টা বেশ রিজেনেবল। এবং আমাদের গড়াই নদীতে ঈদের সময় গিয়ে ইঞ্জিন চালিত নৌকায় উঠলে ৫০ টাকা দিলে প্রায় ৩০ ঘন্টা ঘুরিয়ে থাকে। সেদিক থেকে এটা আমার কাছে মোটেই ভালো লাগনি।
যাইহোক এসব কারণে নৌকায় উঠা তো আর হলো না। এখন আমাদের ঘোরাঘুরি শেষ। প্রায় ঘন্টা দুয়েক মতো আমরা এসেছি আর ভালোও লাগছিল না। তাই আর সেখানে থাকিনি। মোটামুটি এটাই ছিল আমার ইউটিউব ভিলেজ ভ্রমণ। এবার নিজস্ব কিছু মতামত শেয়ার করি। ইউটিউব ভিলেজ প্রজেক্টটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এখানে দুই একটা বিষয় ছাড়া সেরকম নেগেটিভ কিছু দেখিনি। তবে পার্ক টার সেরকম পরিচর্যা করা হয় না। ঠিকমতো পরিচর্যা করলে এটা আরও পর্যটক আকর্ষিত হবে। তবে হ্যা এটা ঠিক এটার জন্য অসংখ্য মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।।
------- | ------ |
---|---|
ফটোগ্রাফার | @emon42 |
ডিভাইস | VIVO Y91C |
সময় | মার্চ ,২০২৩ |
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি আরো কয়েকজনের পোস্টে এই ইউটিউব ভিলেজ এর কথা শুনেছি। আপনাদের পোস্ট দেখে আমার সেখানে যাওয়ার অনেক ইচ্ছে করছে। কিন্তু এই জায়গাটা ঢাকা থেকে অনেক দূরে বলে কখনো যাওয়া সম্ভব হবে কিনা জানিনা। ইউটিউব ভিলেজের এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। বিশেষ করে সূর্যমুখী ফুলের ফটোগ্রাফি সবচেয়ে বেশি সুন্দর হয়েছে। আপনার আগের পর্বগুলো দেখা হয়নি তবে শেষ পর্ব দেখে অনেক ভালো লাগলো। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এর আগেও আমি আপনার ইউটিউব ভিলেজ ভ্রমণের অন্য পর্বগুলো দেখেছি। সেগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে এবং আজ তার শেষ পর্ব দেখে আরো ভালো লাগলো। সূর্যমুখীর বাগানটি দেখতে খুবই অপরূপ ছিল। এমন একটি ভ্রমণ কাহিনী আমাদের মাঝে তুলে ধরেছেন দেখে অনেক খুশি হলাম। আশা রাখছি পরবর্তীতেও আরো কিছু সুন্দর সুন্দর ভ্রমণকাহিনী আমাদের মাঝে তুলে ধরবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দলে দলে সবাই ইউটিউব দেখতে যাচ্ছে। এখন দেখছি ভাইয়া আপনি গিয়েছেন। আপনার পোস্টটি পড়ে বুঝে গেছি আসলে ইউটিউব ভিলেজ দেখতে বেশ সুন্দর। দেখি একদিন যাব। ধন্যবাদ আপনাকে ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শীতের মধ্যে youtube ভিলেজ ঘুরতে গেলে হয়তো ভালো হতো, তবে যাই হোক তখন তো যেতে পারিনি তবে খুব শীঘ্রই সেখানে ঘুরতে যাব ভাবছি। আমি বেশ কিছুদিন আপনার এই পর্বগুলো লক্ষ্য করলাম খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি উপস্থাপন করেছেন প্রতিটা পর্বে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit