আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
আশাকরি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ্ আমিও ভালো আছি। আমি আমার সংগ্রহীত বিভিন্ন দেশের নোট নিয়ে একটা সিরিজ চালু করেছি। প্রতি সপ্তাহে আমি আমার সংগ্রহে থাকা বিভিন্ন দেশের নোট এর বিষয়ে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। সেই অনুসারে আজ আমি শেয়ার করব নেপালের কিছু নোট যেগুলো আমার সংগ্রহে রয়েছে। নেপাল আমাদের সাউথ এশিয়ার একটি দেশ। নেপাল অত্যন্ত সুন্দর একটা দেশ। নেপালকে হিমালয় কন্যাও বলা হয়ে থাকে। নেপালের সঙ্গে রয়েছে ভারত ও চীনের সীমান্ত। নেপালের মুদ্রার নাম রুপি বা রুপিয়া। চলুন আমার সংগ্রহে থাকা নেপালের নোটগুলো দেখে আসা যাক।
- এটা হলো নেপালের ১০০ রুপীর একটা নোট। ২০১৫ সালে নেপালের কেন্দ্রীয় ব্যাংক থেকে এই এডিশন টা বের হয়। এই নোটের একপাশে রয়েছে দুটি গন্ডারের ছবি। যার একটি প্রাপ্তবয়স্ক এবং অন্যটা কিছুটা ছোট। এবং অপর পাশে রয়েছে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট এর ছবি। এছাড়া নোটের উপর হিন্দি এবং ইংরেজি ভাষার ব্যবহার করা হয়েছে। এবং ইংরেজিতে ছোট করে একটা ম্যাসেজ দেওয়া হয়েছে যে এটা গৌতম বুদ্ধের জন্মস্থান। এই নোট টা বেশ সুন্দর একটা নোট। এবং টা সাধারণ কাগজের নোট না। এই নোট টা আমার সংগ্রহে যুক্ত হয় ২০২১ সালে।
- এটা নেপালের ৫০ রুপী। এই নোট টাও ২০১৫ সালের এডিশন। এই নোটের একপাশে রয়েছে একটা বাঘের ছবি। তবে আমাদের দেশীয় বাঘের থেকে এই বাঘটা বেশ ব্যতিক্রম দেখতে। এবং অপরাপাশে ঐ এভারেস্ট এর চিএ বা ছবি রয়েছে। এবং এই নোটে ইংরেজি ভাষার ব্যবহার টা নেই বললেই চলে। আর আমি যেহেতু হিন্দি জানি না সেজন্য কী লেখা রয়েছে সেটা বোধগম্য হয় নাই আমার। তবে এগুলো সাধারণ কাগজের নোটের চেয়ে কিন্তু ভিন্ন।
- এটা হলো নেপালের ২০ রুপী। এই নোট টা ২০১৬ সালের এডিশনের। এই নোটের এক পাশে রয়েছে জোড়া হরিণের ছবি। এবং অন্যপাশে যথারীতি এভারেস্ট এর ছবি। এবং এটাতেও শুধু হিন্দি ভাষার ব্যবহার করা হয়েছে। এই নোট টা আমার সংগ্রহে যুক্ত হয় ২০২১ সালে। এই নোট টার মানও বেশ উন্নত। এটাও সাধারণ কাগজের নোট না।
- এটা হলো নেপালের পাঁচ রুপি। এবং আমার সংগ্রহে থাকা নেপালের শেষ নোট এইটা। এই নোট টা ২০১৭ সালের এডিশনের। এই নোটের একপাশে রয়েছে একটা ভেড়া এর ছবি। তবে এটা কোনো সাধারণ ভেড়া আমার মনে হয়নি। ভেড়া হয়তো নেপালের জাতীয় গৃহপালিত পশু হতে পারে। এবং অন্য পাশে রয়েছে হিমালয় এবং একটা মন্দিরের ছবি। এই নোটটার গঠনও অন্য নোট গুলোর মতোই। এবং এই নোট টা আমার সংগ্রহে যুক্ত হয় ২০২১ সালে। মূলত পুরো নেপালের সেট টা আমার সংগ্রহে আসে একই সময়। এই ছিল আমার আজকের নোট গুলো। আশাকরি আপনাদের ভালো লাগবে।
------- | ------ |
---|---|
ফটোগ্রাফার | @emon42 |
ডিভাইস | VIVO Y91C |
সময় | আগষ্ট,২০২৩ |
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এর আগেও দেখেছি আপনি অনেক গুলো নোট নিয়ে পোস্ট করেছিলেন।আজকে দেখলাম নেপালি নোট এর দেখা।আমি আজ প্রথম এই নোট দেখলাম আপনার সুবাধে অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit