শখের ফটোগ্রাফি!!

in hive-129948 •  2 months ago 


আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।

আজ শনিবার, ১২ ই অক্টোবর, ২০২৪।

আমি @emon42.

বাংলাদেশ🇧🇩 থেকে


1000562696.jpg


আশাকরি সবাই ভালো আছেন। আমি মোটামুটি ভালো
আছি। বেশ অনেক দিন হলো আপনাদের সাথে কোন ফটোগ্রাফি শেয়ার করে নেওয়া হয় না। ঢাকা আসার পরে ফটোগ্রাফি খুব একটা করার সুযোগ হয়ে উঠে না। বিশেষ করে বলতে হয় সময় পাই না একেবারেই। তবে বিগত কয়েকদিনে বেশ কিছু ফটোগ্রাফি ধারণ করেছিলাম। আজ সেই ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে শেয়ার করে নেব। আশাকরি ভালো লাগবে। এখানে বেশ কিছু ভিন্ন ভিন্ন জায়গা এবং ভিন্ন ভিন্ন দৃশ্যৃর ফটোগ্রাফি তুলে ধরার চেষ্টা করেছি আমি।



1000562684.jpg

1000562685.jpg


  • বছর দুই আগে ক্লাসে আমার এক শিক্ষক ফাল্গুনী মুখোপাধ‍্যায় এর নাম বলেছিল। উনার বই পড়ার জন্য বলেছিল। কিন্তু তখন পড়া হয়নি। তবে গতদিন নীলক্ষেতে গিয়ে উনার এই বইটা কিনেছি। এবং আরেকটা ছিল বিভূতিভূষণ বন্দ‍্যোপাধ‍্যায় এর উপন‍্যাস দুই বাড়ি। বলা হয় বিভূতিভূষণের এই উপন‍্যাস টা নাকি অনেক বছর মানুষের আড়ালে ছিল।


1000563089.jpg

1000563090.jpg


  • এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন। আমাদের দেশে ঢাকা শহরের যানজট কমানোর জন্য মেট্রো টা বেশ কার্যকরি। তবে ঢাকা শহরের মধ্যে এর দূরত্ব খুব বেশি না। এটাই সমস্যা। এবং স্টেশন গুলো খুবই কাছে। ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন এর সামনে নিয়ে রিক্সায় করে যাচ্ছিলাম আমি। রিক্সায় থাকা অবস্থায় ফটোগ্রাফি টা করেছিলাম আমি।


1000563093.jpg

1000563092.jpg


  • এই ফটোগ্রাফি টা আমি ধারণ করেছিলাম শাহবাগ মোড়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক‍্যাম্পাসের মাঝামাঝি থেকে। রাস্তা টা বেশ সুন্দর। জায়গাটা ব‍্যস্ত হলেও বেশ চমৎকার গাছপালা আছে। সুন্দর একটা মনোরম পরিবেশ থাকে সবসময়। এবং উপরে মেট্রো এর লাইন দেখা যাচ্ছে। এটাও আমি রিক্সায় থাকা অবস্থায় ফটোগ্রাফি করেছিলাম।


1000562688.jpg

1000563088.jpg


  • এই ফটোগ্রাফি টা ধারণ করেছিলাম আমার ইউনিভার্সিটি ক‍্যাম্পাস থেকে। সাধারণত আমার ক্লাস চতুর্থ তলায়। ঐ জায়গা থেকে শহরটা দেখতে বেশ চমৎকার লাগে। ক্লাসের মাঝে বিরতি পেলেই আমি এই জায়গাটাই গিয়ে কিছুক্ষণ সময় অতিবাহিত করি। এমনই একদিন এই ফটোগ্রাফি টা ধারণ করেছিলাম আমি।


1000562690.jpg

1000562689.jpg


  • এই ফটোগ্রাফি গুলো ধারণ করেছিলাম আমি ডুয়েট ক‍্যাম্পাস থেকে। এটা হলো ডুয়েট ক‍্যাম্পাসের পাশের একটা রাস্তা। এবং অন্য ফটোগ্রাফি তে দেখা যাচ্ছে মাঠে সবাই ফুটবল খেলছে। সত্যি বলতে তাদের ফুটবল খেলতে দেখে আমারও বেশ খেলতে ইচ্ছা করছিল। কিন্তু তখন সেটা কোনভাবেই যেন সম্ভব ছিল না।


1000562694.jpg

1000562693.jpg


  • এখন সময় পেলে প্রায়ই নীলক্ষেত বইয়ের মার্কেটে যাওয়া হয়। জায়গাটা আমার অনেক পছন্দের। ওখানে গিয়ে ঘোরাঘুরি করি বই কিনি। এমনই একদিন নীলক্ষেতে গিয়ে দোকানে দাঁড়িয়ে বই দেখছিলাম। এবং ঐসময় আমি এই ফটোগ্রাফি টা ধারণ করেছিলাম। এখানে অসংখ্য বইয়ের সমাহার দেখা যাচ্ছে।


1000562696.jpg

1000562695.jpg


  • এটা মাসখানেক আগের ফটোগ্রাফি। ঐদিন বেশ গরম পড়েছিল। আমি ক‍্যাম্পাসে ছিলাম। ক্লাস করে গিয়ে একটু বসেছি। এবং তখন শহরের রৌদ্রজ্জল এই দৃশ‍্যটা আমার নজরে আসে। যদিও আমি বেশি সময় নেয় নাই। এই ফটোগ্রাফি টা ধারণ করি।


সবাইকে ধন্যবাদ💖💖💖।



IMG-20231027-WA0008.jpg

Facebook
Twitter
You Tube



অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।


আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।





Amar_Bangla_Blog_logo.jpg

Banner(1).png

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovUdcufHKutmnDv7XmQqPrB8fBXG7kzXLfFggSC6SoPdYYQg44yvKzFDWktyjCspTTm5NVQAdTm7UoN34AAMT6AoF.gif



Heroism_Second.png


1000561739.png


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

অনেক অনেক ভালো লাগলো আপনার ধারণা করা আজকের এ রেনডম ফটোগ্রাফি গুলো। চমৎকারভাবে আপনি ঢাকা শহরের বেশ কিছু স্থানের চিত্র আমাদের মাঝে শেয়ার করেছেন। অনেক অনেক ভালো লাগলো আপনার ধারণাম করা এই সমস্ত ফটোগ্রাফি গুলো দেখে।

আপনার ক্যাপচার করা ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালো লাগলো। খুব সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। নীলক্ষেতের জায়গাটা আমারও ভীষণ ভালো লাগে। বইগুলোর ফটোগ্রাফি দেখে বেশ ভালো লাগলো। আগে কখনো বই গুলো পড়া হয়নি। চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

ঢাকা শহরের কিছু পরিচিত দৃশ্য আবার নতুন করে দেখার সুযোগ হল আপনার ছবিগুলোর মাধ্যমে। থরে থরে সাজানো বই গুলোর পাশ দিয়ে হেটে গেছি কত বার! কম খরচে অনেক কাংখিত বইই খুজে পাওয়া যায় নীলক্ষেতে।

ভাল থাকুন!


ক্ষুদে স্বাস্থ্যবার্তা

আমাদের পেটের একটা অঙ্গের নাম হচ্ছে প্যানক্রিয়াস (Pancreas)। খাদ্যহজমের জন্যে যে পাচক রস (digestive juice) নিঃসরিত হয় তার বেশীরভাগই আসে এই প্যানক্রিয়াস থেকে। ইনসুলিনের (Insulin hormone) মত মহাগুরুত্বপূর্ণ হরমোনও আসে এই প্যানক্রিয়াস থেকেই!

মাদকাসক্তি (alcohol abuse/misuse) হচ্ছে প্যানক্রিয়াসের প্রদাহের (একিউট ও ক্রনিক প্যানক্রিয়াটাইটিস- Acute & chroni pancreatitis) প্রধান কারণগুলোর একটা। হঠাত করে কোন এক ব্যক্তি উপরের পেটে তীব্র ব্যথা নিয়ে আসতে পারে একিউট প্যানক্রিয়াটাইটিস এ। আবার, যদি হ্যাংলা পাতলা, অপুষ্টিতে ভোগা একজন মাদকাসক্ত বারংবার উপরের পেটে ব্যথার কমপ্লেইন করে, যে ব্যথাটা খাবারের পরে বৃদ্ধি পায়, তাহলে সেটা ক্রনিক প্যানক্রিয়াটাইটিস নির্দেশ করে। যে সব রুগী এই ক্রনিক প্যানক্রিয়াটাইটিসে ভোগে, তাদের শতকরা ৩০ জনেরই একপর্যায়ে গিয়ে ডায়াবেটিস হয়ে যায় (ইনসুলিন হরমোন তৈরীতে ব্যঘাত ঘটার ফলে) ।

শখের ফটোগ্রাফিতে আপনি আজ ভিন্ন ভিন্ন জায়গার খুব চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনি খুব সুন্দরভাবে প্রতিটি ফটোগ্রাফির ক্যাপচার করেছেন।সুন্দর বর্ননায় আরো বেশী ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

আমি জানি আপনি বই পড়তে ভালোবাসেন। আপনার অনেক বুক রিভিউ পড়েছি। আজকে বইয়ের কয়েকটি ফটোগ্রাফি দেখলাম। সেই সাথে ঢাকা শহরের কিছু চিত্রও তুলে ধরেছেন। ধন্যবাদ।

আজকে আপনি খুব সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন। ফটোগ্রাফির মধ্যে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখে বেশ ভালো লাগলো। তবে আমার কাছে বেশি ভালো লাগলো ফটোগ্রাফির মধ্যে ডুয়েট ক‍্যাম্পাস এর পাশে রাস্তার ফটোগ্রাফি এবং ফুটবল খেলার মাঠের ফটোগ্রাফি। সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর করে বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।

আপনি আজকে দারুন সব ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দারুন লাগছে দেখতে। প্রত্যেকটা ফটোগ্রাফির ভিন্ন ধরনের সৌন্দর্য রয়েছে এত সুন্দর করে ফটোগ্রাফি গুলো পড়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।