আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
আশাকরি সবাই ভালো আছেন। আমি মোটামুটি ভালো আছি। ঐ সবমিলিয়ে চলে যাচ্ছে দিনগুলো। যতই দিন যাচ্ছে সময় গুলো যেন বেশ দ্রুত অতিবাহিত হচ্ছে। অর্থাৎ সময় প্রবাহের গতি যেন অনেক বেড়ে গিয়েছে। এইতো সেদিন এই বছর টা শুরু হলো। দেখতে দেখতে নভেম্বর মাস চলে আসলো। আজকের দিনটা আগামীকাল অতীত হয়ে যাবে। ব্যাপার টা ভাবতেই যেন কেমন লাগে। যাইহোক আজ আমি আপনাদের সাথে পুরাতন অ্যালবাম থেকে কিছু ফটোগ্রাফি শেয়ার করে নেব। আশাকরি ফটোগ্রাফি গুলো আপনাদের বেশ ভালো লাগবে। চলুন শুরু করা যাক।
- এই ফটোগ্রাফি টা ধারণ করা ২০২২ সালে। তখন বর্ষাকাল চলছে। যদিও সেরকম পানি হয়নি। কিন্তু অসাধারণ মেঘলা ওয়েদার ছিল এবং এটা ফসলের ক্ষেত। কী অসাধারণ একটা প্রাকৃতিক সৌন্দর্য। দেখলেই যেন প্রাণটা জুড়িয়ে যায়। এখন আর এই দৃশ্যগুলো দেখতে পারি না। এই ফটোগ্রাফি গুলো দেখলে মন ভালো হয়ে যায়।
- সময় তখন বিকেল চারটা। আকাশে প্রচণ্ড মেঘ। কিন্তু বৃষ্টি নেই। এমন ওয়েদার আমার বেশ ভালো লাগে। ওয়েদার টা আরও ভালোভাবে দেখতে চলে গেলাম মাঠের মধ্যে। আহ সে যেন এক ভয়ংকর সুন্দর পরিবেশ। কী চমৎকার আবওহাওয়া চারিদিকে। সময় টা ছিল ২০২২ সালের জুন মাস।
- এই ফটোগ্রাফি টাও ধারণ করা ২০২২ সালে। এক বিকেলে আমি এবং আমার বন্ধু মাঠে বসে ছিলাম। এবং এই অসাধারণ দৃশ্য দেখছিলাম। আহ এটা যেন এককথায় স্বর্গ। এই ফটোগ্রাফি টা আমি যখনই দেখি আমি জীবনানন্দ দাশের ঘোড়া কবিতার লাইন মনে পড়ে যায়। মহীনের ঘোড়াগুলো ঘাস খায় কার্তিকের জোৎস্নার প্রান্তরে।
- এইটা এক ধরেনর গাছ। সাধারণত বর্ষার সময় মাঠে চাষ করা হয়। এটার জীবনকাল কম। তবে যখন বড় হয় বেশ সবুজ এবং ঘন হয়ে থাকে। কী চমৎকার লাগছে না দেখতে। উপরে সুন্দর আকাশ এবং নিচে সবুজ এই ঘাসগুলো। সবমিলিয়ে এককথায় অসাধারণ।
- একটা সময় কুষ্টিয়া কোর্ট রেলওয়ে স্টেশন ছিল আমার নিয়মিত গন্তব্য। ক্লাস শেষ করে ট্রেনের জন্য যেতাম। ট্রেন আসার আগ পযর্ন্ত স্ট্রেশনে আড্ডা দিতাম সব বন্ধুরা। আহ কী ছিল সেই সময় টা। এই ফটোগ্রাফি টা ধারণ করা কুষ্টিয়া কোর্ট রেলওয়ে স্টেশন থেকে। জায়গাটা আমার অনেক পছন্দের।
- সকালে হাঁটার অভ্যাস আমার নেই। তবে সকালের প্রকৃতি আমার অনেক মিস করি। আমার চাচাতো ভাই রোহান বাড়িতে গেলে আমার হাঁটতে বের হওয়া হতো ভাইয়ার সাথে। একদিন ভাইয়ার সাথে হাঁটতে বের হয়ে এই চমৎকার অসাধারণ ফটোগ্রাফি টা আমি ধারণ করেছিলাম। আহ কী চমৎকার এই সুন্দর প্রকৃতি টা।
- এটা হলো আমাদের গ্রামের ঈদগাহ ময়দান। ঈদের সময় বেশ সুন্দরভাবে সাজানো হয়। ২০২২ সালে কোন এক ঈদের আগে এই ফটোগ্রাফি টা আমি ধারণ করেছিলাম। এখানে প্রকৃতির উপস্থিতি টাও দারুণভাবে লক্ষ্য করা যাচ্ছিল। সবমিলিয়ে অসাধারণ ছিল সময় টা।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার মোবাইলের পুরাতন এলবামে এরকম হাজারো ছবি যেগুলো ঘুরাঘুরি পাশাপাশি তোলা হয়েছিল পাওয়া যাবে। আসলে অতীতের স্মৃতিগুলো দেখতে অনেক ভালো লাগে। পুরনো ছবিগুলো খুবই সুন্দর ছিল বিশেষ করে আকাশের সৌন্দর্য সবুজ শ্যামল পরিবেশ যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রেললাইনের ছবিটা সবচেয়ে সুন্দর। মাঝে মাঝে পুরনো ছবি দেখলে অনেক স্মৃতি উঠে আসে যেগুলো হয়তো দৈনন্দিন জীবনে আমরা ভুলেই গেছি। বাকি ছবিগুলো বেশ ভালো লেগেছে। প্রকৃতি তো সব অবস্থাতে সবসময়ই সুন্দর তাই না?
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক ঠিক। আমি আপনার সাথে একমত।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
২০২২সালের বেশ কয়েকটা ফটোগ্রাফি দেখলাম। বেশ ভালো লাগলো। তবে বর্ষাকালের মাঠে চাষ করা সবুজ গাছগুলো দেখে বেশি ভালো লাগলো। আকাশ আর গাছের সমন্বয়ে বেশ দারুন একটা ছবি তুলেছেন।ঈদগাহ মাঠটাও দারুন ছিল ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সবুজ মাঠ এবং নীল আকাশের ফটোগ্রাফি গুলো আমার কাছে বরাবরই খুব ভালো লাগে। আপনি পুরাতন অ্যালবাম থেকে দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি বেশ সুন্দর ছিল। অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর এবং মনোমুগ্ধকর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজ থেকে প্রায় দুই বছরের অধিক পুরনো কিছু ফটোগ্রাফি তুলে ধরেছেন তবে ফটোগ্রাফি গুলোতে প্রকৃতির অপরূপ সৌন্দর্য ফুটে উঠেছে যার কারণে বেশি ভালো লেগেছে। বর্ষার মৌসুমে তোলা ছবিগুলোতে প্রকৃতির সবুজ সৌন্দর্য ফুটে উঠেছে যেটা বেশি ভালো লেগেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার পুরনো অ্যালবাম থেকে করা কিছু ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে।বিশেষ করে আকাশের ফটোগ্রাফি ও রেল লাইনের ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে।ফটোগ্রাফির সাথে অনেক সুন্দর বর্ণনা শেয়ার করছেন। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পুরনো অ্যালবাম থেকে অনেক সুন্দর দেখতে বেশ কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তোলা এই ফটোগ্রাফি গুলো আমি যতই দেখছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম। আপনি সবগুলো ফটোগ্রাফি করেছেন অনেক চমৎকার ভাবে। রেল লাইনের ফটোগ্রাফি টা আমার কাছে বেশি ভালো লেগেছে দেখতে। বিভিন্ন রকম প্রকৃতি দেখতেও খুব দারুন লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি দেখতেছি পুরাতন অ্যালবাম থেকে চমৎকার চমৎকার ফটোগ্রাফি করেছেন। তবে আপনার পুরাতন অ্যালবাম এর ফটোগ্রাফি গুলো অসাধারণ। সত্যি এ ধরনের ফটোগ্রাফি দেখলে মন জুড়িয়ে যায়। অসাধারণ বর্ষাকালের ফটোগ্রাফি ঈদ গায়ের ফটোগ্রাফি আমার কাছে বেশি ভালো লাগলো। এবং ফটোগ্রাফি গুলো সুন্দর বর্ণনা দিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকে আবার আমাদের মাঝে শেয়ার করেছেন পুরাতন অ্যালবাম থেকে বের করে আনার বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো। দীর্ঘদিন এখানে ব্লগের কাজ করায় অনেক ফটো ধারণ করেছেন এবং তার মধ্যে অনেকগুলো গ্যালারিতে রয়ে গেছে। খুব ভালো লাগলো দেখে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit