আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
আশাকরি সবাই ভালো আছেন। আমি মোটামুটি ভালো আছি। তবে নেটওয়ার্কের যে অবস্থা মনে হচ্ছে না আর ঠিক হবে। এটা নিয়ে খুবই ঝামেলায় আছি। আমাদের সময়গুলো কেমন জানি হঠাৎ অদ্ভুত হয়ে গেল। কোন আশা জাগানো ভালো খবর নেই কোন ভালো কিছু নেই শুধুমাত্র মানুষের দূর অবস্থার কথা কানে আসছে। মানুষ কে এখন এমন মনে করা হচ্ছে মানুষ যেন খুবই সস্তা। এতগুলো প্রাণ ঝরে গেল তার জন্য কোন আফসোস নেই কিন্তু যত আফসোস ঐ মেট্রোরেল নিয়ে হা হা। এটার জন্য আমার শক্তি চট্টোপাধ্যায়ের একটা কবিতার লাইন খুবই মনে পড়ছে "মানুষ খুবই সস্তা, কেটে ছড়িয়ে দিলে পারত"। সত্যি মানুষ যেন এখন খুবই সস্তা।
আজ আমি একটা কবিতা আবৃত্তি শেয়ার করব। সত্যি বলতে ইদানিং শক্তি চট্টোপাধ্যায় অনেক গুলো কবিতা পড়েছি। এবং সবগুলো কবিতা আমাকে রীতিমতো মুগ্ধ করেছে। কী অসাধারণ রক্তে আগুন জ্বালানো তার লেখা। আজকে আমি যে কবিতা টা শেয়ার করব কবিতা শক্তি চট্টোপাধ্যায়ের লেখা।
- ছেলেটা
- শক্তি চট্টোপাধ্যায়
ছেলেটা খুব ভুল করেছে শক্ত পাথর ভেঙে
মানুষ ছিলো নরম, কেটে, ছড়িয়ে দিলে পারতো ।
অন্ধ ছেলে, বন্ধ ছেলে, জীবন আছে জানলায়
পাথর কেটে পথ বানানো , তাই হয়েছে ব্যর্থ ।
মাথায় ক্যারা , ওদের ফেরা যতোই থাক রপ্ত
নিজের গলা দুহাতে টিপে বরণ করা মৃত্যু
ছেলেটা খুব ভুল করেছে শক্ত পাথর ভেঙে
মানুষ ছিলো নরম, কেটে , ছড়িয়ে দিলে পারতো।
পথের হদিস পথই জানে, মনের কথা মত্ত
মানুষ বড় শস্তা , কেটে, ছড়িয়ে দিলে পারতো ।
কবিতা আবৃত্তি
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি ভাইয়া নেটের অবস্থা দিনে দিনে আবারও খারাপ হচ্ছে। আর পরিস্থিতি অনেক ভয়াবহ হচ্ছে। কবে যে সব কিছু ঠিক হবে তারই অপেক্ষায় রয়েছে সবাই। ভাইয়া আপনার কবিতা আবৃতি শুনে অনেক ভালো লাগলো। দারুন ভাবে আপনি কবিতা আবৃত্তি করেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুবই সুন্দর ভাবে আপনি এই কবিতা আবৃত্তি করেছেন। কবিতাটি আমি পড়ে ছিলাম। আজকে আপনার আবৃত্তি শুনতে পেয়ে আরো ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি বর্তমান অবস্থাটা খুবই খারাপ। প্রতিনিয়ত মানুষ যেভাবে প্রাণ হারাচ্ছে মনে হচ্ছে মানুষের জীবন খুবই সস্তা। অনেক সুন্দর ভাবে একটি কবিতা আবৃত্তি করেছেন ভাইয়া বেশ ভালো লাগলো শুনে। ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শক্তি চট্টোপাধ্যায় এর কবিতা সেভাবে কখনো পড়া হয়নি। তবে আজকে এই কবিতাটা পড়ে বুঝলাম তার লেখা অসাধারণ। আপনি কবিতাটা খুব সুন্দর ভাবে আবৃত্তি করেছেন। কবিতা শেষের লাইনটা সত্যি অসাধারণ। কবিতাটি আবৃত্তি করে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শক্তি চট্টোপাধ্যায় এর খুব সুন্দর একটি কবিতা আজ আবৃত্তি করে শেয়ার করলেন। দারুন লাগলো আপনার কন্ঠে কবিতা আবৃত্তিটি।চমৎকার কন্ঠে সুন্দর এই কবিতাটি আবৃত্তি করার জন্য অনেক ধন্যবাদ জানাই আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এতো ছোট কবিতা আবৃত্তি, কেমন জানি হয়ে গেলো!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই কবিতা টা এতোটুকুই। আর এই কবিতা টা আমার অনেক পছন্দের।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit