আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
পৃথিবীতে সবকিছুরই শেষ আছে। মানব জীবনের শেষ মৃত্যু দিয়ে, সম্পর্কের শেষ বিচ্ছেদের মধ্যে দিয়ে। মানুষ তার জীবনে প্রতিটা ক্ষেএে প্রবেশ করে সেই স্থানে নিজেকে প্রমাণ করে স্থায়ী করে সেখানে কিছু বন্ধু তৈরি করে তারপর সেখান থেকে বিদায় নেয়। ২০১৯ সালের আগষ্টের ১ তারিখে আমার জীবনেও শুরু হয় নতুন একটা অধ্যায়। সামনে আসে নতুন কিছু লক্ষ্য। ভর্তি হয় নতুন কলেজে। প্রথম দিন থেকেই কলেজ টা আমার ভালো লেগেছিল। কলেজ গেট দিয়ে প্রবেশ করলেই সুবিশাল একটা খেলার মাঠ। পুরো কলেজ জুড়ে ফুলের গাছ লাগানো গাছপালার ছায়াঘেরা পরিষ্কার একটা ক্যাম্পাস। তৈরি হয় নতুন অনেক বন্ধু। পরিচয় হয় শিক্ষা গ্রহণের নতুন একটা পদ্ধতির সাথে। সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের ভাষা শোনা তাদের সঙ্গে মানিয়ে নেওয়া টার মধ্যেও ভালো লাগা কাজ করত তখন। প্রথম দিন থেকেই তৈরি হয় বন্ধু। কলেজে গিয়ে বন্ধুত্ব তৈরি হয়েছে অনেকের সঙ্গে এর মধ্যে সৈকত, মেহেদী, আকাশ, মাহফুজ, শাহিন, রুহুল অন্যতম। আরও অনেকেই আছে। এই চারবছর ওদের সঙ্গেই অধিকাংশ সময় থাকা চলাফেরা আরও কতকিছু। কিন্তু সবকিছুরই শেষ আছে।
৯ ই জুলাই থেকে আমাদের সেমিষ্টার ফাইনাল পরীক্ষা। কলেজে এটাই আমাদের শেষ সেমিষ্টার। আজ ছিল আমাদের শেষ ক্লাস। আর হবে না সবাই একসঙ্গে ক্লাস করা। ক্লাস করার জন্য আর একাডেমিক ভবনের ২০১,২০২ আবার কখনো ৩০১,৩০২ এ বসা হবে না। হবে না পেছনে বসে হাসাহাসি করা। যাইহোক আমরা চেয়েছিলাম শেষ ক্লাসটা একটু অন্যরকম ভাবে শেষ করব। অন্যদিনের মতো ক্লাস করে না তবে ক্লাসেই শেষ হবে আমাদের শেষ ক্লাস। ক্লাসের সবার থেকে সেজন্য একটা নির্দিষ্ট পরিমাণ চাঁদা তোলা হয়। আজকে সময় দেওয়া হয় সকাল ৯ টা। এরমধ্যেই সবাইকে কলেজে চলে আসতে বলা হয়। কিন্তু ঐ আমরা বাঙালি। স্বভাবগত ভাবেই সবাই ১০ টার সময়
আসে হা হা। যাইহোক আমাদের কয়েকজন বন্ধু গিয়ে শেষদিনের জন্য কেক, ফুলেল তোড়া, স্যারদের জন্য উপহার কিনে নিয়ে আসে। এরপর আমরা আমাদের ডিপার্টমেন্টের প্রধান ইয়াকুব আলী স্যারকে ডেকে নিয়ে আসি ২০১ নাম্বার কক্ষে।
স্যার প্রথমে এসে আমাদের মাঝে কিছু কথা বলেন। এরপরে আমাদের গন্তব্য কী হবে। কোন শ্রেণির ছাএদের কী করতে হবে। কীভাবে নিজেদের কে দক্ষ করে তুলে ধরতে হবে। ইয়াকুব আলী স্যার একটু অন্যধরনের। সত্যি কথা বলতে কোনো দ্বিধাবোধ উনি করেন না। উনার কথা শেষ হলে। প্রথমে আমরা স্যারকে ফুলের তোড়া দেওয়া হয়। এরপর স্যারকে দিয়ে আমরা কেক কাটাই। তারপর স্যারকে তার উপহার দেয়। স্যার অনেক ব্যস্ত একজন মানুষ। সেজন্য উনি বেশিক্ষণ আমাদের মাঝে থাকেননি। স্যার চলে যাওয়ার পর আমরা আমাদের কেক সবাই ভাগাভাগি করে খেয়ে নেয়। তারপর বন্ধুরা সবাই মিলে ছবি উঠি। মোটামুটি শেষ হয় আমাদের শেষ দিনের ক্লাসের সব কার্যক্রম। এরপর আমি এবং আমার অন্য কিছু বন্ধু ক্লাসে বসে গল্প করি। এরপর কার কী পরিকল্পনা সেগুলো শুনি। দিনটা বেশ ভালোই কেটেছে আমার। সারাজীবন স্মরণীয় হয়ে থাকবে।
------- | ------ |
---|---|
ফটোগ্রাফার | @emon42 |
ডিভাইস | VIVO Y91C |
সময় | জুন,২০২৩ |
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমেই বলি কিছু শেষ নতুন কিছু শুরু করার জন্য। তোমার শেষ ক্লাসটা স্মরনীয় হয়ে থাকবে স্মৃতির পাতায়। বেশ ভালোই আয়োজন করেছো দেখছি। যাক তোমার পরীক্ষা ভালো হোক, এই কামনা করছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ক্লাস শেষের দিনটি অসম্ভব খারাপ লাগে। ক্লাসের প্রতি এত মায়া লাগে যে বলে বোঝানো যায় না। আপনারা ভালো করেছেন যে ক্লাস শেষ হওয়ার স্মৃতি ধরে রাখার জন্য অন্যরকম একটি আয়োজন করেছেন। তাছাড়া এখন আপনার জীবনের নতুন অধ্যায় শুরু হবে। নতুন অধ্যায়ের জন্য শুভকামনা রইল ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit