আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
দেখতে দেখতে পুরো দিনটা অতিবাহিত হয়ে গেল। তখন আর সময় নেই। চলে গেলাম বাসের মধ্যে। সময় তখন সাড়ে ছ'টা। ততক্ষণে সন্ধ্যা হয়ে গিয়েছে। আমাদের গন্তব্য এখন আমাদের শহর কুষ্টিয়ার দিকে শুরু হবে। আমাদের বাস ছেড়ে দেয় মংলাপোর্ট থেকে। আজ সবাই ক্লান্ত। গত রাতে সবাই সারা রাত জেগে ছিল সেজন্য অধিকাংশের চোখে ঘুম। বাস এগিয়ে চলছিল। তবে কেন জানি আমার চোখে কোন ঘুম ছিল না। সাড়ে তিনঘন্টা বাসে যাএা করার পর রাত দশটার দিকে একটা যাএা বিরতি দেওয়া হয়। তখন আমাদের জন্য নাস্তার ব্যবস্থা ছিল। বাস থামে একটা পেট্রোল পাম্পে। বাস থামলে আমরা সবাই নেমে গিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করি এরপর একটু ফ্রেশ হয়ে নেয়। রাতে নাস্তায় ছিল একটা আপেল, একটা বিস্কুটের প্যাকেট এবং পানি। সেটা দিয়েই রাতের খাওয়া শেষ করি।
আবার বাস চলতে শুরু করে। ততক্ষণে বাসের অধিকাংশ ছেলেরা ঘুমিয়ে পড়েছে। তবে বাস চালক এবং তার সহকারি আমাদের স্যার আমি এবং আমার বন্ধু রাসেল ঘুমাইনি। খেয়াল করে দেখি আমাদের স্যার বাস চালকের সাথে গল্প করছে। এটার একটা কারণ আছে। বাস চালকের সাথে গল্প করলে তার ঘুম আসবে না এবং সে নির্বিঘ্নে গাড়ি চালাতে পারবে। মূলত আমাদের নিরাপত্তার জন্য স্যার এমনটা করেছিল। গল্পের মাঝে বাস চালক বলে সে নাকী এইভাবে টানা ৩২ দিন গাড়ি চালাচ্ছে। এক মাস সে রাতে ঘুমাই না। কারণ এটা শিক্ষা সফরের সময়। এই সময় টা তাদের অনেক ব্যস্ততা যায়। শিক্ষার্থীদের শিক্ষা সফর স্পটে পৌছে দিয়ে ঐ দিনের বেলা শুধুমাত্র ঘুমাই। কিন্তু আজ সেটাও হয়নি কিছু কারণে।
রাত তখন বারোটা। বাসের মধ্যে সুন্দর গান বাজছে যাকে বলে slow মিউজিক। প্রায় সবাই ঘুমাচ্ছে কিন্তু আমরা কয়েকজন জেগে আছি। এমন সময় একটা বিপদ ঘটে গেল। হঠাৎ বাস চালক বাস থামিয়ে নিচে নেমে গেল সঙ্গে গেল স্যার। কৌতূহলে আমি এবং রাসেলও নেমে গেলাম। বাস চালকের চোখে ঘুম উনি আর বাস চালাতে পারছেন না। এবং এতোগুলো শিক্ষার্থী নিয়ে স্যার কোন ঝুঁকি নিতেও রাজি না। ফলাফল কিছুটা সময় বাস চালক হাঁটাহাঁটি করল মুখে পানি দিল কয়েক কাপ চা খেল। একপর্যায়ে গিয়ে স্যারের কথামতো আমার ব্যাগ থেকে নিয়ে এসে তাকে পাকা তেতুল দিলাম। মনে আছে আপনাদের বলেছিলাম যে তেতুল গুলো মংলাপোর্ট এর দোকান থেকে কিনেছিলাম। বেশ কিছুক্ষণ বিরতির পর আবার বাস চলতে শুরু করল।
বেশ কিছুক্ষণ চালানোর পর বাস চালক আবার বাস থামিয়ে দিল। কারণ এর মধ্যে বেশ কয়েকবার ঘুমের ঘোরে তার চোখের পলক পড়ে গিয়েছিল। বাস থামিয়ে স্যার এবং বাস চালক বেশ কিছুক্ষণ কথা বলল। বাসের অধিকাংশ তখন ঘুমিয়ে। এদিকে স্যারের চেহারার মধ্যে একটা অজানা আতঙ্ক। অবশেষে স্যারের সিদ্ধান্তে বাস চালক পাশে বসল এবং বাস চালকের জায়গাই বসল তার সহকারি। সে প্রকৃত বাসচালক না তবে সে পারবে বলে স্যারকে বলে বাস চালক। ঐ সহকারি বাস চালাতে শুরু করে তবে বাসের গতি ছিল খুবই কম। কোন উপায় নেই আমরা খুবই ধীরে যেতে থাকি। এভাবেই চলতে থাকে আমাদের যাএা। খুব সংকটপূর্ণ একটা অবস্থা অতিবাহিত করছিলাম আমরা।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শিক্ষা সফরের সময় বাস ড্রাইভাররা অতিরিক্ত ভাড়া ধরার আশায় এভাবেই ঘুম কামাই করে এবং গাড়ি চালান। তবে এই সমস্ত বাস ড্রাইভারদের জন্য কিন্তু বেশি রিক্সের ব্যাপার। যাই হোক আপনি আরও একটি পর্ব আমাদের মাঝে উপস্থাপন করছেন আর তাই বেশ কিছু জানার সুযোগ হয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit