আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
মুভির গুরুত্বপূর্ণ কিছু তথ্য
----- | ------ |
---|---|
মুভির নাম | তুফান |
পরিচালক | রায়হান রাফি |
রচয়িতা | রায়হান রাফি, আদনান আদিব খান |
চিএনাট্যকার | আদনান আদিব খান |
মুক্তি | জুন,২০২৪ |
ভাষা | বাংলা |
দেশ | বাংলাদেশ |
দৈর্ঘ্য | ১৪৫ মিনিট |
ব্যক্তিগত রেটিং | ৬/১০ |
অভিনয় | শাকিব খান, মিমি চক্রবর্তী, মাসুমা রহমান নাবিলা, চঞ্চল চৌধুরী, মিশা সওদাগর, আরও অনেকে। |
মুভির শুরু হয় একটা সাধারণ ছেলেকে নিয়ে। যে কীনা নায়ক হতে চাই। তবে আপাতত সে জুনিয়র আর্টিস্ট হিসেবে কাজ করে। তবে দেখতে সুদর্শন হওয়ার কারণে প্রায়ই বিভিন্ন সিনেমার শর্ট থেকে তাকে বাদ দেওয়া হয় হিরোর কথায়। যাইহোক এরপর আসে আসল তুফানের পালা। তুফান অনেক বড় একজন মাফিয়া। ঘটনার শুরু অনেক ছোটবেলা। তুফানের মা জন্মের সময়ে মারা যায়। বাবার কাছে মানুষ তুফান। তুফানের বয়স যখন ১৫ তখন তার সামনে তার বাবাকে খুন করা হয়। তুফান তখনই তার বাবার খুনিকে হত্যা করে। এরপর সে চলে আসে অপরাধ জগতে। প্রথমে অন্যদের অধীনে থাকলেও ধীরে ধীরে তাদের সবাইকে সরিয়ে দিয়ে নিজেই সব দখল করতে শুরু করে।
একপর্যায়ে গিয়ে তুফান তৃতীয় পর্যায়ের এক রাজনৈতিক দলকে তার পাওয়ার দিয়ে জিতিয়ে ক্ষমতায় নিয়ে আসে। এবং সব কিছু নিজে দখল করতে শুরু করে। দিনে দিনে তুফানের কাজের জন্য রাজনৈতিক দলটা চাপে পড়ে যাচ্ছিল। এইজন্য তারা তুফানকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সেটা তুফান জানতে পারে। এর জন্য সরকারের পক্ষ থেকে খুবই বুদ্ধিমান একজন পুলিশ কে দায়িত্ব দেওয়া হয়। অন্যদিকে তুফান বিপদ বুঝতে পেরে এর উপায় খুজতে শুরু করে। তখন তার নজরে চলে আসে ঐ ছেলেটা যে নায়ক হতে চাই। তাকে দেখতে অনেক টা তুফানের মতো। যেন চড়কের মেলায় হারিয়ে যাওয়া দুই ভাই।
দিনে দিনে বিভিন্ন কারণে তুফান ক্রমেই বিপদে পড়ে যেতে থাকে। তার চারপাশের বিভিন্ন মানুষ তার সাথে বিশ্বাসঘাতকতা শুরু করে। তখন তুফান নিজে বাঁচতে তার মতো দেখতে ঐ সহজ সরল ছেলেটাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। কিন্তু তার পরিকল্পনা কাজে দেয় না। তুফানের প্রেমিকাই তার সাথে বিশ্বাসঘাতকতা করে। এবং তুফানের সম্পর্কে সবকিছু বলে দেয় ঐ পুলিশ অফিসারের কাছে। পুলিশ অফিসার সরাসরি তুফানকে গুলি করে। তবে তখন তুফান বলছিল আমি তুফান না আমি তুফান না। অর্থাৎ দর্শকের এমন মনে হতে পারে এটা ঐ সাধারণ ছেলেটা। কিন্তু মুভির শেষ অংশে দারুণ একটা ক্লাইমেক্স ছিল। এটা বলে স্পয়লার দিব না। এখানেই শেষ হয় প্রথম পার্ট। অর্থাৎ পরিচালক তুফান মুভির দ্বিতীয় পার্ট নিয়ে আসবে।
ব্যক্তিগত মতামত
মুভি খুবই কম দেখি আর বাংলা মুভি একেবারেই দেখি না। আমাদের দেশের সুপার স্টার শাকিব খান এর তুফান এই বছর বেশ আলোচনায় ছিল। গতমাসে সেটা হইচই তে এসেছে। আর আমার হইচই এর সাবক্রিবশন নেওয়া আছে। এইজন্যই দেখে নিয়েছিলাম। সত্যি বলতে মুভির মধ্যে বিশেষ কিছু আমি পাইনি। এখানে তুফানের মেকাপ টা করা এনিমেল মুভির রনবীর কাপুরের মতো এবং গল্পটা অনেক টা কেজিএফ এর থেকে মডিফাই করা। গল্পের মধ্যে কোন মৌলিকতা আমি দেখি নাই। এইজন্য আমার খুব ভালো লেগেছে এটা বলব না। তবে অভিনয়, সিনেমাটোগ্রাফি আমার বেশ ভালো লেগেছে। পরিচালক খুব দ্রুতই তুফান এর দ্বিতীয় পার্ট নিয়ে আসবে। এইজন্যই বেশ কিছু কৌতূহল রেখে মুভি টা শেষ করেছে।
অফিশিয়াল ট্রেলার
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তুফান মুভিটি সবার কাছে জনপ্রিয়তা পেয়েছে। যদিও এখনো এই মুভিটি দেখা হয়নি। তবে এই মুভির গানগুলো অনেকবার শোনা হয়েছে। অনেক সুন্দর করে রিভিউ শেয়ার করেছেন ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শুনেছি সিনেমাটা অনেক সুন্দর। কিন্তু আজ পর্যন্ত দেখা হয়নি। এমনিতে বাংলাদেশের সিনেমা তেমন একটা দেখায় হয় না। তবে বাংলাদেশের হিট সিনেমা না দেখলেই নয়। দেখার চেষ্টা করবো যে কোন মুহূর্তে। আপনি দারুন লিখেছেন। তাই হয়তো দেখার প্রতি আরও ইচ্ছা পোষণ হলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি কয়দিন আগে তুফান ছবি দেখেছি। আজ আপনি খুব সুন্দর করে তুফান ছবি রিভিউ করেছেন। এই বাংলা ছবি টি খুব দারুণ। ধন্যবাদ আপনাকে তুফান ছবি রিভিউ করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই সিনেমাটা দেখার খুব শখ রয়েছে আমার। তবে এখনো সিনেমাটা দেখার সুযোগ পাইনি। অপেক্ষায় রয়েছি কবে youtube এর মাধ্যমে দেখতে পারব। কারণ আমাদের এদিকে হলে যাওয়ার কোন প্রচলন নেই। এদিকে তেমন কোন হল নাই। যাইহোক সিনেমাটা খুবই জনপ্রিয়তা পেয়েছে। আর সেই সিনেমা আজকে আপনি আমাদের মাঝে রিভিউ করে দেখিয়েছেন দেখে খুব ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক বছর হয়ে গেছে শাকিব খানের কোন মুভি দেখি না।তবে এই তুফান মুভি টি সবার নাকি মন জয় করে নিয়েছে। এখনো পুরো মুভি টি দেখি নাই কিন্তু খুব শীগ্রই মুভি টি দেখবো।ধন্যবাদ ভাই পোস্ট টি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তুফান মুভিটা সারা বিশ্বের তুমুল আলোচনার সৃষ্টি করেছে। পৃথিবীর অনেক দেশে সেটা মুক্তি পেয়েছে। তবে আমার এখনো দেখা হয়নি। চিন্তা করতেছি একবার সময় করে দেখতে হবে। তবে রিভিউ পড়ে কিছুটা ধারনা পেলাম। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit