আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
মানুষের মনে কখন কী ইচ্ছা জাগে আর সে ঐ ইচ্ছা অনুযায়ী ঠিক কী করে সেটা বলা মুশকিল। মানুষের মনের সঠিক ব্য্যখ্যা কেউ দিতে পারবে না। কয়েকদিন আগে কথা। তখন রাত ৯ টা বাজে। প্রচণ্ড বিরক্ত লাগছে। সাধারণত আমি একাকিত্ব পছন্দ করি। কিন্তু ঐসময় প্রচণ্ড বোরিং লাগছিল। অবস্থা টা এমন যে একটা শূণ্যতা কাজ করছিল। তখন সিদ্ধান্ত নিলাম না এই খারাপ লাগাটা কাটাতে হবে। এর জন্য একটু মজা করতে হবে। কিন্তু ঐ রাতে কার সাথে মজা করা যায় এটাই ভাবছি। একটু ম্যাসেনজারে গেলাম। দেখলাম আমার বন্ধু সৈকত অনলাইনে আছে। সৈকতের সাথে আমার পরিচয় ২০১৯ সালে। কলেজে প্রথম দিন নবীন বরণ অনুষ্ঠানে আমার সর্বপ্রথম পরিচয় হয় ওর সাথে। এবং এখন আমরা একই ইউনিভার্সিটি তে বিএসসি করছি। আগের থেকে সম্পর্কটা এখন আরও গভীর।
সৈকত আমার থেকে খারাপ ছাএ। ক্লাসে অমনোযোগী থাকা ওর একটা বাজে অভ্যাস। এইজন্য পরীক্ষার আগে সৈকতকে শর্ট সাজেশন দেওয়া অ্যাসাইনমেন্ট স্পালাই দেওয়া এগুলো যেন আমার দায়িত্ব হয়ে গিয়েছে। এর জন্য অবশ্য আমার কোন সমস্যা হয় না। সৈকতের সাথে মজা করার জন্য ওকে প্রথমে আমি টেক্সট করলাম ভালো থাকিস। তোদের সাথে আর দেখা হবে না হয়তো। ঠিকমতো লেখাপড়া করিস এইরকম আরও কিছু কথা একটু রিয়েলিস্টিক ভাবে এবং ইমোশনালি বললাম। দেখলাম সৈকত কথাটা বিশ্বাস করে ফেলেছে। আমি কারো সাথে যখন মজা করি অধিকাংশ সময় তারা এটা ধরতে পারে না। সৈকত আমার কথাটা সিরিয়াস ভাবেই নিয়ে বেশ ইমোশনাল হয়ে যায়। জিজ্ঞেস করে কেন কী হয়েছে।
আমি আমার পরিকল্পনা অনুযায়ী বলি আমি বাইরে চলে যাচ্ছি। ঐ মূহূর্তে সৈকত আরও ভেঙে পড়ে। তখন বলে তাহলে আমাকে একা একাই ইউনিভার্সিটি তে যেতে হবে ক্লাস করতে হবে। ও বেশ সিরিয়াস। এভাবে বেশ কিছুক্ষণ ওর সাথে মজা নেয়। যদিও আমি জানি ব্যাপার টা ঠিক না। এরপর বলে দেয় আমি যে কথাগুলো বলছি এগুলো সিরিয়াসলি নেওয়ার দরকার নাই হা হা। এমনি মজা করলাম। আমার এই টেক্সট টা দেখে সৈকত বেশ রেগে গিয়েছে। তবে সবশেষে ও বলল এমন মজা আর করবি না হা হা। আমার পরবর্তী টার্গেট ছিল আমার এলাকার বন্ধু তোহা এবং তারপর আশিক। তোহাকেও বোকা বানাতে খুব একটা কষ্ট হয়নি। এবং আমার কথাগুলো বলার ধরন এমন থাকে কেউ বুঝতে পারে না কোনটা মজা আর কোনটা সিরিয়াস।
তোহার কাছে সত্য প্রকাশ করার পরে ওর রিয়্যাকশন মোটামুটি ছিল। কিন্তু আশিকের ক্ষেএে ব্যাপার টা মাএা ছাড়িয়ে গিয়েছিল। একটা সিরিয়াস বিষয় নিয়ে আমি ওকে কিছু কথা বলি। কিন্তু তার কোন সত্যতা নেই পুরোটাই কাল্পনিক এবং আমার মনগড়া। তবে ঐরকম কিছু হওয়া অস্বাভাবিক কিছু না। আশিক যখন আমার কথায় পুরোপুরি বিশ্বাস করে ফেলেছে। ঐ বিষয় নিয়ে একের পর এক প্রশ্ন করছে বেশ কৌতূহল নিয়ে তখনই আমি সত্যটা স্বীকার করে ওর আগ্রহ টা কমিয়ে দেয়। যদিও ওর রিপ্লাই টা ছিল সবচাইতে বেশি। সৈকত এবং তোহার চেয়ে ব্যাপার টা নিয়ে ও বেশি মাইন্ড করে সুতরাং আমি মজাও দ্বিগুণ পাই। তিনজনের সাথে এমন মজা করার পর আমার মনটা বেশ হালকা হয়ে যায়। আপনাদের উদ্দেশ্যে বলছি এমন মজা কারো সাথে করবেন না। এটাই মোটেই ঠিক না। তবে করতে পারেন একটু মানুষ বুঝে আর কী।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Daily task
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit