আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
Real Madrid এর অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে স্কিনশর্ট নেওয়া হয়েছে।
আন্তর্জাতিক বিরতি শেষে খেলোয়ার রা আবার ক্লাবে ফিরেছে । ইউরোপীয় ক্লাব ফুটবলে গতকাল ছিল প্রথম ম্যাচডে। গতকাল রিয়াল মাদ্রিদ মাঠে নেমেছিল। স্প্যানিস লীগের ১০ তম ম্যাচে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ ছিল সেল্টা ভিগো। ম্যাচটা ছিল বাংলাদেশ সময় রাত একটাই। একটাই ম্যাচ হলে আমার জন্য দেখা একটু ঝামেলা হয়ে যায়। কিন্তু রিয়াল মাদ্রিদের ম্যাচ মিস করা যাবে না কোনভাবেই। গত ম্যাচে কার্লো আনচেলওি একটু ভিন্ন ফরমেশন নিয়ে নেমেছিল। যার প্রধান কারণ ছিল দানি কার্ভাহাল এর ইঞ্জুরি। গতকাল তিনজন সেন্টার ব্যাক এবং চার জন মিডফিল্ডার নামায় কার্লো আনচেলওি। সবমিলিয়ে রিয়াল মাদ্রিদের ফর্মেশন ছিল ৩-৪-২-১। অন্যদিকে ঘরের মাঠে সেল্টা ভিগোর ফর্মেশন ছিল একই ৩-৪-২-১।
গতকাল লুকা মদ্রিচ রিয়াল মাদ্রিদের হয়ে সবচাইতে বয়সস্ক খেলোয়ার হিসেবে মাঠে নামার স্বীকৃতি অর্জন করেছে। যাইহোক ম্যাচটা শুরু হয়। তবে ম্যাচের প্রথম মিনিটেই চমক দেখিয়ে দেয় সেল্টা ভিগো। ম্যাচের ৭ মিনিটে অসাধারণ এক বল পেয়ে যায় তাদের খেলোয়ার। তবে রিয়াল গোলকিপার থিব কর্তোয়া গোলপোস্ট ছেড়ে বেরিয়ে এসে দারুণ একটা সেভ দেয়। এরপরের মিনিটে সেল্টা ভিগোর আক্রমণভাগে বল নিয়ে যায় মাদ্রিদ খেলোয়ার রা। ভালভার্দে ডিবক্সের বাইরে থেকে শর্ট নিলে সেটা প্রতিহত করে সেল্টা ভিগোর গোলরক্ষক। কিন্তু চমক দেখাই কিলিয়ান এমবাপ্পে। ম্যাচের ২০ মিনিটে ডিবক্সের বাইরে করে একটা শর্ট নিয়ে দৃষ্টিনন্দন একটা গোল করে। এবং রিয়াল মাদ্রিদকে ০-১ গোলে এগিয়ে নিয়ে যায়।
এমবাপ্পে ক্রমেই মানিয়ে নিতে শুরু করেছে রিয়াল মাদ্রিদের সাথে। গতকাল ঐরকম দৃষ্টিনন্দন গোল ছিল তার একটা দৃষ্টান্ত। প্রথমার্ধের বাকি সময়েও বেশ কিছু আক্রমণ করে দুইদল। কিন্তু কোন গোল কেউ করতে পারে না। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আরও অপ্রতিরোধ্য ছিল রিয়াল মাদ্রিদ। তবে ম্যাচের ৫১ মিনিটে দলীয় বোঝাপড়ায় অসাধারণ একটা গোল করে সমতায় ফিরে আসি সেল্টা ভিগো। ম্যাচে তখন ১-১ গোলের সমতা চলে আসে। তবে অন্যদের চেয়ে এইদিন ভিনিসিয়াস জুনিয়র ছিল অনন্য। দারুণ কিছু আক্রমণ করলেও গোলের দেখা সে তখনও পাইনি। ম্যাচের ৬৬ মিনিটের খেলা চলছে। লুকা মদ্রিচ দারুণ একটা বল বাড়িয়ে দেয় ভিনিসিয়াস কে লক্ষ্য করে।
বলটা নিয়ে ভিনিসিয়াস প্রতিপক্ষের ডিবক্সে ঢুকে গোলকিপার কে বোকা বানিয়ে চমৎকার একটা গোল করে। এবং রিয়াল মাদ্রিদ কে পূণরায় লিড এনে দেয়। ম্যাচের বাকি সময়ে আর কোন গোল না হলে ১-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। এই নিয়ে লীগে ১০ ম্যাচে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ২৪। অন্যদিকে টেবিল টপার বার্সেলোনার পয়েন্ট ৯ ম্যাচে ২৪। আগামী সপ্তাহে এল ক্লাসিকো তে দেখা হবে এই দুই দলের। আশা করা যায় রিয়াল মাদ্রিদ এল ক্ল্যাসিকো জিতে বার্সেলোনার সাথে পয়েন্ট ব্যবধান কমিয়ে আনবে। তবে হেন্সি ফ্লিক এর বার্সেলোনার সাথে জেতা মোটেও সহজ হবে না।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রিয়াল মাদ্রিদ আমারও ভীষণ প্রিয় একটি দল। আগে সময় ছিল বলে রিয়াল মাদ্রিদের প্রচুর খেলা দেখেছি। কিন্তু বর্তমানে আর সময় করে উঠতে পারি না ভাই। তবে আপনার পোস্টটি যেন একটি আদর্শ ধারাবিবরণীর মত লাগলো। ভীষণ সুন্দর ভাবে সম্পূর্ণ ম্যাচটি কভার করলেন। এমনকি যারা দেখেনি তারাও সবটা খুব সহজে বুঝতে পারলো। রিয়াল মাদ্রিদের জয় একদম কাম্য ছিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit