কিছুটা সময় নিজের জন্য!!

in hive-129948 •  4 months ago 


আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।

আজ মঙ্গলবার, ৩ রা সেপ্টেম্বর, ২০২৪।

আমি @emon42.

বাংলাদেশ🇧🇩 থেকে


1000560665.jpg


ইদানিং আমার একটা অভ‍্যাস হয়ে গিয়েছে। পকেটে টাকা এবং হাতে সময় থাকলেই নীলক্ষেত চলে যায় বই কিনতে। জানি না এটা ভালো না খারাপ অভ‍্যাস। তবে আমার কিন্তু বেশ ভালো লাগে। বই কেনা এবং বই পড়ার প্রতি একটা আনন্দ সবসময় কাজ করে। আগে থেকেই ভেবে রেখেছিলাম শুক্রবার ক্লাস শেষ করে একটু নীলক্ষেতের দিকে যাব। যেমন চিন্তা তেমনই কাজ। ক্লাস যখন শেষ হলো তখন বিকেল সাড়ে পাঁচটা। হাতে বেশ খানিকটা সময় আছে। সরাসরি তেজগাঁও থেকে বাসে করে চলে গেলাম গুলিস্থান। শুক্রবার হলেও রাস্তায় বেশ জ‍্যাম ছিল। গুলিস্তান থেকে একটা রিক্সা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক‍্যাম্পাস হয়ে চলে গেলাম নীলক্ষেত। এই রাস্তা টুকু রিকশায় যাওয়ার আলাদা একটা আনন্দ আছে।


1000560662.jpg

1000560667.jpg

1000560669.jpg


রিক্সায় যাওয়ার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল দেখা যায়। রাজু ভাস্কর্যের কাছে গিয়ে দেখি শত শত শিক্ষার্থী সেখানে। শুক্রবার হিসেবে দৃশ্য টা একেবারে চিরচেনা। গুলিস্তান থেকে নীলক্ষেত যাওয়ার সময় রিক্সা চালকদের সাথে ভাড়ার একটা নীরব লড়াই চলে। অধিকাংশ সময় তারা ৫০ টাকায় রাজি হয়ে যায়। কিন্তু কখনও কখনও আবার বেশি লেগে যায়। সুন্দর বিকেলে রিকশায় ঘুরতে বেশ ভালো লাগছিল আমার। নীলক্ষেত যখন গেলাম ততক্ষণে সন্ধ‍্যার অন্ধকার কিছুটা নেমে এসেছে। রিক্সা চালকের ভাড়া মিটিয়ে এগিয়ে গেলাম। শুক্রবার হওয়াই দোকানপাট কিছু কম ছিল। তবে লোকজন বেশি ছিল। এমন অবস্থা ঠিকভাবে হাঁটা যাচ্ছিল না। একপর্যায়ে গিয়ে আমার বিরক্তি ধরে যায়।


1000560669.jpg

1000560674.jpg

1000560670.jpg


আমি মূলত গিয়েছিলাম মোহাম্মদ নাজিম উদ্দিন এর কয়েকটা বই কিনতে। প্রথমে কয়েকটা দোকানে জিজ্ঞেস করে আমাকে হতাশ হতে হয়। তারা বলে দেয় না উনার কালেকশন আমাদের কাছে নেই। নাজিম উদ্দিন বতর্মানে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় লেখকের মধ্যে একজন। যাইহোক এরপর আমি সামনে গিয়ে গেলাম। একটা দোকানে পেয়ে গেলাম উনার বেশ কিছু বই। সেখান থেকে দুইটা সিলেক্ট করলাম। কিন্তু দোকানদার মামা যে দাম চাইলো তাতে আমি হতাশ হলাম। বইমেলা থেকে যেখানে ২৫% ছাড় পাওয়া যায় কিন্তু মোহাম্মদ নাজিম উদ্দিনের বইয়ে উনারা ৩০% এর বেশি ছাড় দিতে পারবেন না। কারণ জানতে চাইলে বলে বাতিঘর প্রকাশনীর বই হওয়াই দাম বেশি। নাজিম উদ্দিনের দুইটা বই ঢাবাকা এবং নেমেসিস দুইটার দাম চাই ৮৫০ টাকা ৩০% ছাড় দিয়ে।


1000560683.jpg

1000560682.jpg

1000560673.jpg

1000560671.jpg


কিন্তু সত্যি বলতে আমার কাছে অতো পরিমাণ টাকা ছিল না। ফলে বাধ্য হয়ে ফিরে আসতে হয়। পরবর্তীতে অন্য একটা দোকানে গিয়ে আমার চোখ আটকে যায় দুইটা বইয়ের উপর। এর মধ্যে ছিল বিভূতিভূষণ বন্দ‍্যোপাধ‍্যায় এর ইছামতি, মানিক বন্দ‍্যোপাধ‍্যায় এর পুতুল নাচের ইতিকথা এবং জননী। তিনটা বই সবমিলিয়ে ৫০০ টাকায় কিনে নেয় আমি। যদিও আমি এসেছিলাম মোহাম্মদ নাজিম উদ্দিনের বই কিনতে। কিন্তু সেটা আর হলো না। পরে আরেকদিন প্রস্তুতি নিয়ে যাব উনার বই কিনতে। আপাতত এগুলো শেষ করে নেয়। নীলক্ষেত জায়গাটা আমার বেশ পছন্দের জায়গাই পরিণত হয়েছে ইদানিং।



সবাইকে ধন্যবাদ💖💖💖।



IMG-20231027-WA0008.jpg

Facebook
Twitter
You Tube



অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।


আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।





Amar_Bangla_Blog_logo.jpg

Banner(1).png

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovUdcufHKutmnDv7XmQqPrB8fBXG7kzXLfFggSC6SoPdYYQg44yvKzFDWktyjCspTTm5NVQAdTm7UoN34AAMT6AoF.gif



Heroism_Second.png


1000560764.png


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

টাকা জমিয়ে বই কেনা অভ্যাসটা অবশ্যই ভালো ভাই। আসলে ভাই যে বইগুলো ট্রেনিং এ থাকে সেগুলোর উপর ছাড় সবসময় একটু কম দেয়। তবে খারাপ লাগছে যে আপনারা যে বই কেনার উদ্দেশ্য নিয়ে গেছিলেন, সে বই কিনতে পারেননি। তার বদলে অন্য বই কিনে নিয়ে চলে এসেছেন। তবে তারপরও যে লেখক এর বই গুলো কিনেছেন, সেটাও কিন্তু যথেষ্ট ভালো।

🌟 A warm welcome to my blog! 😊 I'm so glad you're here. As I always say, "যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।" 💖

Let's talk about life and how it can be truly beautiful when we have someone to share it with. Do you agree? 🤗 Share your thoughts in the comments below! 💬

And, as a small token of appreciation for reading my content, I'd love it if you could vote for our witness @xpilar.witness by going to https://steemitwallet.com/~witnesses. Your support means the world to me and my team! ❤️