আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
মানুষের জীবন অনেক রহস্যময়। প্রতি মূহুর্তে যে জীবন তার গতি এবং পথ পরিবর্তন করে থাকে। যে আপনি একটা সময়ে একটা কাজের প্রতি বাহ একটা মানুষের প্রতি অনেক টা আসক্ত ছিলেন যাকে ছাড়া একটা মূহুর্ত কাটত না। সেই কাজ বা সেই মানুষ টা ছাড়া একটা সময় পরে আপনি বেশ দিব্যি থাকতে শিখে যাবেন। এটাই হয়তো জীবন। জীবন আপনাকে অনেক কিছু শেখাবে কিছু করতে উৎসাহ দেবে আবার অনেক কিছু নিয়েও নেবে। যে আপনি একটা সময় অনেক ব্যস্ত থাকতেন বন্ধুদের সঙ্গে। একটা সময় পরে আপনি একেবারে নিঃসঙ্গ হয়ে যাবেন। আপনার কোন বন্ধু থাকবে না। হ্যা থাকবে কিন্তু তাদের সাথে আপনার যোগাযোগ আর হবে না। এটাই জীবনের অদ্ভূত একটা নিয়ম। এইরকমই কিছু কাহিনী ঘটনা আমাদের সবার জীবনেই থাকে।
যে আপনি আমি একটা সময় ছোট ছিলাম। তখন আমাদের কাছে শৈশব টা কতটাই না রঙিন ছিল। সারাদিন বিভিন্ন আজাইরা বিষয় নিয়ে পড়ে থাকতাম। অথচ সেই আজাইরা বিষয়গুলো আমাদের কতই না আনন্দ দিত। সময়ের পরিক্রমায় আমরা বোঝা শিখে গিয়েছি আমাদের সময় কমে গিয়েছে। সঙ্গে সঙ্গে বিদায় নিয়েছে সেই আজাইরা বিষয়গুলো তারা সাথে করে আমাদের আনন্দগুলো সঙ্গে নিয়ে চলে গিয়েছে। যে আমি আপনি একটা সময় একটা ছোট জিনিস নিয়ে বাইনা ধরতাম। বাইনা পূরণ না হলে জিদ করতাম। শেষমেশ সেটা পূরণ করেই যেন আমরা ক্ষ্যান্ত হতাম। কিন্তু একটা সময় পরে গিয়ে আপনি আমি বাইনা করা ছেড়ে দেয়। কারণ তখন আমরা বড় হয়ে যায় এবং আমাদের বাইনা গুলো তখন আর কেউ গুরুত্ব দেয় না।
একটা সময়ে আমার আপনার সময় কাটতো ক্লাসের ফাঁকে বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে। বিকেলে সন্ধ্যায় সময় করে চলে যেতাম বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে। কিন্তু একটা সময় পরে আপনি হারিয়ে ফেলবেন সেই বন্ধুগুলো। যারা নিজের নিজের কাজে হয়ে যাবে ব্যস্ত। আপনিও নিজের মতো ব্যস্ত হয়ে যাবেন। চরম একাকিত্ব ঘিরে ধরবে আপনাকে। আপনার তখন হতাশ হয়ে যাওয়া স্বাভাবিক। যে আপনার অসংখ্য বন্ধু ছিল একসময় কিন্তু আপনার একাকিত্বের সময় আপনার প্রয়োজনের সময় আপনি কাউকেই পাশে পাবেন না। সময় গুলো অতিবাহিত করতে হবে আপনার নিজেরই। যে একটা প্রিয় মানুষের কাছে আপনি বার বার অবহেলিত হওয়ার পরেও ছুটে যেতেন আবার। যাকে ছাড়া আপনার বেঁচে থাকা সম্ভব না বলতেন। একটা সময় পরে সেই মানুষটার কথা আপনার আর মনেও পড়বে না। এটাই বাস্তবতা।
এই বিষয়গুলির সঙ্গে আমরা অনেকেই ইতিমধ্যে পরিচিত হয়ে গেছি। আবার কেউ বা এখন এইরকম সময় অতিবাহিত করছি আবার কেউ ভবিষ্যতে করব। আসলে কি জানেন পৃথিবীতে কোন কিছুই একেবারে ফুরিয়ে যেতে পারে না। এগুলো থেকে যায় স্মৃতি হয়ে। আমরা সবাই হলাম ফুরিয়ে আসা কোন গল্পের এক একটা চরিএ। চরিএগুলো মরে গেলেও, গল্প গুলো পুরানো হলেও সেটা মুছে যায় না কিন্তু। রাতের আকাশের তারা গুলো স্বাক্ষী থাকবে আমাদের গল্পগুলোর। এই বাতাসে মিশে থাকবে আমাদের গল্পগুলোর গন্ধ। আমরা ফুরিয়ে যায়, গল্পটা কিন্তু ফুরায় না। পুরানো হলেও জরাজীর্ণ হলেও যুগযুগান্ত ধরে আদি অনন্তকাল বেঁচে থাকে তারা।
------- | ------ |
---|---|
ফটোগ্রাফার | @emon42 |
ডিভাইস | VIVO Y91C |
সময় | নভেম্বর ,২০২৩ |
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit