আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
আশাকরি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ্ আমি ভালো আছি। শীত কেমন পড়ছে আপনাদের দিকে। আমাদের দিকে তো বেশ কঠিন অবস্থা। বলতে গেলে দুপুরের আগে সূর্যের দেখাই পাওয়া যায় না। যদিও ঐ শৈত্যপ্রবাহের প্রভাব পুরো বাংলাদেশ জুড়েই পড়েছে। ঐ চারদিন বেশ ঠান্ডা পড়েছিল। কিন্তু তারপর সপ্তাহ খানেক শীতের প্রকোপ কমে গেছে। বিশেষ করে বিগত চারদিন আমাদের দিকে সেরকম ঠান্ডা নেই বললেই চলে। কিন্তু গতকাল থেকে আবার আমাদের দিকে বেশ ঘন কুয়াশা পড়া শুরু করছে। নিউজে দেখলাম দেশের অনেক জায়গাই নাকী বৃষ্টিও হবে। আজ সকালে আমি কলেজে যাওয়ার সময়ও ছিল ঘন কুয়াশা। একেবারে কিছুই দেখা যাচ্ছিল না। যাইহোক এই ঘন কুয়াশাচ্ছন্ন সকাল খারাপ লাগে না। শীতের সকালে রাস্তায় লোকজনের সংখ্যা থাকে অনেক কম। একেবারে নিরিবিলি পরিবেশ থাকে। মাঝে মাঝে মনে হয় পৃথিবী ছেড়ে অন্য গ্রহে চলে এসেছি। আজ শীতের কুয়াশাচ্ছন্ন সকালের দুইটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করে নেব।
আমার ক্লাস শুরু হয় ৮ টা থেকে আবার কখনো ৮:৪৫ থেকে। সেজন্য বেশ সকালে আমাকে বাড়ি থেকে বের হতে হয়। কিন্তু গত সপ্তাহে যে পরিমাণ কুয়াশা পড়েছে সেটা ছিল মাএা অতিরিক্ত। এই ভিডিও টা সম্ভবত সপ্তাহ দুয়েক আগের। সকালে উঠে আমি যথারীতি তৈরি হয়ে নেয় কলেজ যাওয়ার জন্য। কিন্তু রাস্তায় বের হয়ে যেন দেখি অন্য এক দৃশ্য। আপনারাও দেখতে পারছেন দৃশ্যপট টা। অবশ্য এই রকম অবস্থা দেখে আমার খারাপ লাগছিল না। এটা আমার বাড়ির সামনের রাস্তা। এবং রাস্তায় পাশেই মাঠ। কিছুটা এগিয়ে গিয়ে আমাদের ইদগাহ ময়দান। আমরা এখানে ব্যাডমিন্টন খেলি। যদিও এই বছরে আমি খেলছি না। যাইহোক দেখি আমাদের এলাকার দুইটা বাচ্চা এর মধ্যে ব্যাডমিন্টন খেলছে। আসলে ওরা বাচ্চা। শীত বর্ষা বলতে কিছু নেই ওদের কাছে। যখন যেটা মনে আসে তখন সেটাই করে। আমাদেরও কেটেছে এই সময় টা। কিন্তু এখন অনেক নিয়মের বেড়াজালে আটকে গেছি। কিছুক্ষণ ফোনটা নিয়ে ভিডিও ধারণ করলাম। এরপর এগিয়ে গেলাম।
এই ভিডিও টা হাইওয়ে থেকে ধারণ করা। প্রতিদিন এই জায়গা থেকেই কলেজের উদ্দেশ্যে আমি গাড়িতে উঠি। প্রতিদিন সকালে এখানে এসেই দাঁড়িয়ে থাকি। কখনো দ্রুত গাড়ি পেয়ে যায় আবার কখনো দেরি হয়। আসলে অন্য সময়ে আমি যাওয়ার সময় যানবাহনের পার্থক্য করি না খুব একটা। ইজিবাইক সিএনজি বাস যেটা পাই সেটাতেই চলে যায়। কারণ আমার সময় কম থাকে। ঐ সময়ের মধ্যে আমার পৌছানো টাই থাকে প্রধান উদ্দেশ্য।কিন্তু এইরকম ঘন কুয়াশার মধ্যে আমি কোনোভাবেই সিএনজি ইজিবাইকের মতো ছোট যানবাহনে উঠতে রাজি না। কারণ কুয়াশার জন্য বেশি দূর দেখা যাচ্ছে না। এইসময়ে এইরকম ছোট যানবাহন গুলো এক্সিডেন্টের স্বীকার হয় বেশি। সেজন্য আমি অপেক্ষা করছিলাম বাসের জন্য। যদিও সকালের দিকে বাসের অনেক সংকট থাকে। সেজন্য বেশ অনেকক্ষণ আমাকে হাইওয়েতে দাঁড়িয়ে থাকতে হয়। আমি অবশ্য সময় টা একেবারে বৃথা যেতে দেয়নি। ফোন বের করে মূহুর্ত টার কিছু ফটোগ্রাফি করি। এবং কিছু ভিডিও ধারণ করি।
------- | ------ |
---|---|
ফটোগ্রাফার | @emon42 |
ডিভাইস | VIVO Y91C |
সময় | জানুয়ারি ,২০২৩ |
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
ভাই আপনাদের ওদিকে তো ভালোই শীত পড়েছে ৷ আসলে আমাদের এদিকেও একই অবস্থা ৷ ঘন কুয়াশায় চারদিক ঘেরা ৷ যাই হোক সুন্দর ভিডিও ধারণ করেছেন কুয়াশাছন্ন সকালের ৷ ভিডিও টি দেখে অনেক ভালো লাগলো ৷ ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কুয়াশাচ্ছন্ন শীতের সকলের দারুণ দুইটি ভিডিও পোস্ট করেছেন আপনি। হয়তো এই ভিডিওগুলো ইতিহাস হয়ে থাকবে স্টিমিটের পাতায়। ভবিষ্যতে কোন একদিন এই ব্লগ দেখেও মনমুগ্ধ হবে আপনার। পাশাপাশি শীতের সকালের দারুন বর্ণনা তুলে ধরেছেন আপনি। সব মিলিয়ে ভিডিওগুলোর পোস্ট দারুন হয়েছে ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া অনেক ভাল লাগলো আপনার ভিডিও দেখে।আসলে কুয়াশা ঢাকায়ও হয়েছিল।আজ দুদিন ধরে কম। এমন কুয়াশায় জন জীবন দুর্বিষহ হয়ে যায়। ধন্যবাদ শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit