আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
Midnight Horror station ইউটিউব চ্যানেল থেকে স্কিনশর্ট নেওয়া হয়েছে।
গতকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে। এ যেন থামার নাম নেই। চলছে তো চলছেই। গরমে কয়েকদিন একটুও ঘুমাতে পারিনি। তার উপর অফিসের চাপে ছিলাম। সবমিলিয়ে একেবারে খারাপ যাচ্ছিল দিন। অনেকদিন ইউটিউবে যায় না। বলতে গেলে সময় পাই না এইজন্যই আর কী। গতকাল সন্ধ্যার সময় রুমে শুয়ে আছি। হঠাৎ ইউটিউবে গেলাম। ইউটিউবে যেতেই আমার সবচাইতে পছন্দের চ্যানেলের রিসেন্ট আপলোড কনটেন্ট টা সামনে চলে আসলো। তাদের চ্যানেলে গিয়ে দেখলাম অনেক গুলো গল্প এরমধ্যে তারা আপলোড করেছে। অন্য কোন চ্যানেল না আমি বলছি আমার সবচাইতে পছন্দের ইউটিউব চ্যানেল অডিও বুক কনটেন্ট ক্রিয়েট করে এরা। এটার নাম "Midnight Horror Station." তো প্রথমে যেটা সামনে এলো সেটা ভয়ের গল্প। ভয়ের গল্প আমাকে খুব একটা টানে না।
পরে একটু নিচের দিকে যেতেই পেয়ে গেলাম একটা সাইকোলজিক্যাল থ্রীলার "ব্রন্টোসরাস"। নামটা বেশ আকর্ষণীয় লাগল। সাথে সাথে ডাউনলোড করে রেখে দিলাম। কিন্তু শোনা আর হয়নি। আজকেও সকাল থেকে ঝুম বৃষ্টি। অফিসে এসে বসে আছি। আজকে ঝামেলা নেই এইজন্য একটু রিল্যাক্স। বাইরে বৃষ্টি দেখে ভাবলাম যাই গল্পটা এবার শোনা যাক। শোনা শুরু করলাম সায়ক আমানের লেখা এবং উপস্থাপন করা "ব্রন্টোফরাস"।একটা ছেলের ছোটবেলার কাহিনী নিয়ে গল্পটার শুরু হলেও শেষ পযর্ন্ত কাহিনী টা অন্য দিকে চলে যায় । দারুণ কিছু জীবনের সত্য দারুণ কিছু বাস্তবতা শিখিয়ে দিয়ে যায় বলে দিয়ে যায়।
ব্রন্টোসরাস হলো ডাইনোসরের একটা প্রজাতি। যারা মূলত তৃণভোজী। তারা মাংসাসী ছিল না। একটা ছোট ব্রন্টোফরাসের ড্যামি বা পুতুলের সাথে গভীর সম্পর্ক হয়ে যায় গল্পের ছেলেটার। এবং ছেলেটা যেন সম্পূর্ণ নিজের মধ্যে ধারণ করে ফেলে সেটাকে। শেষে গিয়ে জীবনে সে কিছু তিক্ত অনূভুতি পেয়ে যায় তার জীবনসঙ্গীর থেকে। কিন্তু তারপরও সে তার জীবনসঙ্গী কে কিছু করেনি। কারণ সে মাংসাসী না। ব্রন্টোফরাসের মতো সে নিজেও একটা সাধারণ জীবে পরিণত হয়েছে। পুরো গল্পটা শুনলে মানুষের মধ্যে থাকা একটা গভীর খারাপ দিক উঠে আসবে। আপনি নিজের প্রিয় মানুষের প্রতি বিশ্বাস টাও হারিয়ে ফেলতে পারেন শুনে। তবে ব্যাপার টা বেশ কষ্ট দিয়েছে আমাকে। সাধারণ একটা বই হলেও কথাগুলো যেন রিয়েলাইজ করতে পারছিলাম আমি।
স্মৃতি বা অতীত কি কখনও ভুলে যাওয়া যায়?? আমি বলব স্মৃতি ভুলে যাওয়া সম্ভব না এককথায়। আমাদের জীবনে যখন নতুন মূহূর্ত বা নতুন স্মৃতি আসে তখন পুরাতন স্মৃতি টা চাপা পড়ে যায়। আর যাদের জীবনে নতুন কোন স্মৃতি আসে না তারাই পুরাতন টা আকড়ে ধরে রাখে। শত চেষ্টা করলেও ভুলতে পারে না। এই ছিল অডিও বুক টার মূল ভাব। এমন বর্ষামূখর দিনে এমন গল্প শোনা বা পড়ার মধ্যে স্বর্গীয় একটা সুখ করে। যেটা এককথায় ভাষায় প্রকাশ করার মতো ঠিক না। আপনারা চাইলে গল্পটা শুনতে পারেন। আপনাদের সুবিধার জন্য গল্পের লিংক দিয়ে দিলাম এখানে।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit