আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
সিরিজের গুরুত্বপূর্ণ কিছু তথ্য
------ | ------ |
---|---|
পরিচালক | তামিম নূর |
প্লাটফর্ম | হইচই |
ভাষা | বাংলা |
এপিসোড সংখ্যা | ৮ |
অভিনয়ে | মোস্তফা মনোয়ার, নুসরাত ইমরোজ তিশা, রাফিয়া রশিদ মিথিলা, মোস্তাফিজুর নূর ইসলাম, তারিক আনাম খান, শতাব্দী ওয়াদুদ আরও অনেকে। |
ক্ষুধার্ত হায়না
এই এপিসোডের শুরুতেই দেখা যায় সেলিমের আস্তানায় ওয়াসিম সিরাজকে খুঁজে কিন্তু পাই না। কারণ সিরাজ আগেই পালিয়ে গিয়েছিল। যাইহোক এরপর ওয়াসিম ওখান থেকে চলে যায়। এবং সিরাজ আবার রুমের ভেতরে চলে আসে। এবং সে ঐ চুরি করে নিয়ে আসা ফাইল অপারেশন ব্লিটজ টা একটা জায়গাই লুকিয়ে রাখতে চাই। অনেক ভেবেচিন্তে সে ঐ ঘরের চৌকির কাঠের মধ্যে লুকিয়ে রাখে। এরপরের দৃশ্যে দেখা যায় মেজর ওয়াসিম এর বউ সাংবাদিক রুহী ঢাকার অফিসে আসে। এবং বলে আমি এই পূর্ব বাংলার শীর্ষ নেতা বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করতে চাই। কিন্তু তখন তারা বলেন বঙ্গবন্ধু এখন অনেক ব্যস্ত এটা কখনোই সম্ভব না। এরপরের দৃশ্যে দেখা যায় সেলিম জয়ীতা কে গিয়ে বলে তোমার পরিবারের অনেক বিপদ। তোমাদের বাড়িতে থাকা ঠিক হবে না। তোমাদের মামা বাড়িতে রেখে আসি। যাইহোক এরপর জয়ীতা বাড়ির মধ্যে যায় এবং সেলিম বাইরে দাঁড়িয়ে আছে ঠিক সেই সময়ে আর্মির লোক যায় জয়ীতাদের বাড়ির মধ্যে। সেটা দেখে সেলিম সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে দেখা যায় মেজর ওয়াসিম এবং সঙ্গের ঐ লোকটা বিভিন্ন জায়গাই খোঁজ নিয়ে বেড়াচ্ছে।
এরপরের দৃশ্যে দেখা যায় গাড়িতে করে আর্মির লোক নিয়ে যাচ্ছে জয়ীতা এবং তার মাকে। কিন্তু মাঝপথে সেলিম এবং তার বন্ধুরা বন্ধুক ধরে ওদের উদ্ধার করে নিয়ে চলে যায়। কারণ আর্মিরা সিরাজকে খোজার জন্য তার উপর অত্যাচার করত। পরের দৃশ্যে দেখা যায় মেজর ওয়াসিমের বউ কথা বলতে গিয়েছে আওয়ামী লীগ এর একজন নেতার বাড়ি। ঠিক সেই সময়ে ওখানে সিরাজ যায়। সিরাজ এবং রুহী দুজন দুজনকে আগে থেকেই চিনত। যাইহোক পরের দৃশ্যে দেখা যায় সিরাজ উনাকে বলছে দাদা আমি আর্মি ক্যাম্প থেকে একটা ফাইল নিয়ে পালিয়ে এসেছি। ওরা অনেক বড় ষড়যন্ত্র করছে। আপনি কী আমাকে আওয়ামী লীগের বড় কোনো মন্ত্রীর সঙ্গে দেখা করিয়ে দিতে পারবেন। তখন উনি বলেন ফাইলটা নিয়ে এসো আমি বঙ্গবন্ধুর কাছে পৌছে দিব। সেই সময়ে ওখানে মেজর ওয়াসিম এবং ঐলোক এসে পৌছায়। মেজর ওয়াসিম ঘরে ঢুকে তার স্ত্রীকে জিজ্ঞেস করে সিরাজ কোথায়। কিন্তু রুহী কিছু বলে না। হঠাৎ মেজর ওয়াসিম দেখতে পাই সিরাজ পালিয়ে যাচ্ছে তখনই মেজর ওয়াসিম গুলি চালায়। এবং গুলিটা সিরাজের বুকে গিয়ে লাগে। এখানেই শেষ হয় এপিসোড টা।
ফাঁদ
এই এপিসোডের শুরুতেই দেখা যায় গুলি বিধ্বস্ত আহত সিরাজকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এবং মেজর ওয়াসিম বার বার বলছে সিরাজ বল ফাইলটা কোথায়। সিরাজ কিছু বলে না। তখন ওয়াসিম বলে আমি ওকে চিনি ও কিছুই বলবে না। সাথে থাকা ঐলোক তখন বলে স্যার ও যখন কিছু বলবে না তাহলে ওকে পালানোর সুযোগ দেওয়া উচিত। তখন ওরা একটা পরিকল্পনা করে। এরপর দেখা যায় আহত সিরাজের চিকিৎসা করছে একজন নার্স যে কীনা সিরাজের পরিচিত এবং ঐ নেতার বউ। তখন সিরাজ তাকে বলে আমাকে এখান থেকে যেতে হবে ফাইলটা বঙ্গবন্ধুর কাছে পৌছাতে হবে। ওরা সবাইকে মেরে ফেলবে। কিন্তু হাসপাতালে রয়েছে আর্মি পাহাড়া। পরের দৃশ্যে দেখা যায় সেলিম জয়ীতা এবং তার মাকে নিজের বাড়িতে নিয়ে গিয়েছে। ঐ বাড়ির ঠিকানা সেরকম কেউ জানে না। এরপর ওয়াসিম তার স্যারের কাছে যায়। এবং বলে স্যার আমাকে আর একদিন সময় দিন আমি ফাইলটা খুঁজে বের করে দিব। শেষমেশ অনেক বলার পরে ওয়াসিমকে একটা সুযোগ দেওয়া হয়।
ঐ অফিসার বলে তোমার স্ত্রী কোথায়। ওয়াসিম বলে স্যার আমাদের কারাগারে। তখন উনি বলেন ওয়াসিম সে একজন সাংবাদিক তুমি কী বুঝতে পারছ কী হতে পারে। তাকে দেশে মানে পশ্চিম পাকিস্তান পাঠিয়ে দাও। সেই অনুসারে রুহী কে নিয়ে ওয়াসিম এয়ারপোর্টের দিকে যায়। কিন্তু রুহী ফিরে যেতে চাই না। রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়। এরপর ওয়াসিম বলে রুহী তোমার যা ইচ্ছ করো। এরপরের দৃশ্যে দেখা যায় রাতে ঐ নার্স এর সাহায্য সিরাজ হাসপাতাল থেকে পালিয়ে যাচ্ছ হুইল চেয়ারে করে। তখন ওয়াসিমের রেখে যাওয়া ঐ লোক ওদের অনুসরণ করতে থাকে। শেষে দেখা যায় সেলিমের আস্তানার ঐ রুমে গিয়ে সে ফাইলটা বের করে এবং বলে এটা যে করেই হোক তোমার স্বামীকে বলবা বঙ্গবন্ধুর কাছে পৌঁছে দিতে। ঠিক সেই সময়ে ওখানে মেজর ওয়াসিম আসে এবং গুলি করে দুজনকেই হত্যা করে। এবং ফাইলটা নিয়ে চলে যায়। এবং ওয়াসিম তার স্যারের কাছে গিয়ে বলে স্যার ফাইলটা পেয়েছি। এবার অপারেশটা সফল হবেই। এখানেই শেষ হয় এপিসোড টা।।
ব্যক্তিগত মতামত
সিরাজ অপারেশন ব্লিটজ এর ফাইলটা আর্মী ক্যাম্প থেকে চুরি করে ঠিকই এনেছিল। সেটাকে জায়গা মতো পৌছানোর অনেক চেষ্টা করেছিল। কিন্তু মেজর ওয়াসিম এর তীক্ষ্ম বুদ্ধির কাছে ধরা পড়ে যায় সিরাজ। ফলে ফাইলটাও হাত ছাড়া হয় এবং তার প্রাণটাও যায়। অন্যদিকে দেখা যায় ওয়াসিম ফাইলটা নিয়ে গিয়ে বলছে স্যার অপারেশন খুব দ্রুতই করতে হবে। ১৯৭১ সালের ২৫ শে মার্চ রাত যেটাকে কালো রাত বলা হয়ে থাকে। এই সিরিজটা ঐ রাত সম্পর্কে তৈরি করা। যদিও আনুষঙ্গিক চরিএগুলো কাল্পনিক। তবে সবমিলিয়ে সিরিজটা আমার কাছে চমৎকার লেগেছে।।
ব্যক্তিগত রেটিং: ৮/১০
অফিশিয়াল ট্রেলার লিংক
https://www.hoichoi.tv/shows/watch-ekattor-bengali-web-series-online
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ওয়েব সিরিজের আজকের পর্ব দেখে খুব ভালো লাগলো। আসলে ভাই আগে অনেক ধরনের নাটক এবং ওয়েব সিরিজ দেখতাম। এখন সময়ের কারণে কোন ধরনের নাটক ওয়েব সিরিজ দেখা হয় না। আপনার ওয়েব সিরিজ দেখে মনে হচ্ছে খুবই সুন্দর দৃশ্যপট অনেক অসাধারণ। আগামী পর্বের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ আপনাকে এত চমৎকার ওয়েব সিরিজ শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit