আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
আশাকরি সবাই ভালো আছেন। আমি মোটামুটি ভালো আছি। আজ বেশ ভালো শীত পড়েছে। অতিরিক্ত শীতের জন্যই সারাদিন সেরকম কোথাও বের হয়নি। এইজন্যই সেরকম হাঁটাহাঁটি করা হয়নি। তবে এই সপ্তাহ জুড়ে মোটামুটি ভালোই হাঁটাহাঁটি করেছি। যদিও অন্যদের তুলনায় সেটা অনেক কম। আমি মূলত হাঁটার জন্য সময় বের করতে পারছি না। সবমিলিয়ে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বেশ ঝামেলায় আছি। নিজের জব লেখাপড়া কাজ সবকিছু মিলিয়ে অনেক ব্যস্ত সময় অতিবাহিত করতে হয়। তবে নিজের শরীর ঠিক রাখতে গেলে হাঁটার কোন বিকল্প নেই। আমাদের উচিত প্রতিদিন সকাল বিকেল হাঁটাহাঁটি করা। যাইহোক এখন আমি আমার এই সপ্তাহের Super-walk এক্টিভিটিজ আপনাদের সাথে শেয়ার করে নিব।
প্রথম দুইদিন বেশ অনেক টা হাঁটাহাঁটি করেছিলাম। যেখানে আমি সপ্তাহের শুরুতে মাএ ৬১০০ সুপার কয়েন দিয়ে শুরু করেছিলাম সপ্তাহের শেষে সেটা আমার গিয়ে দাঁড়িয়েছে পুরোপুরি ৭০০০ সুপার কয়েনে। এরই সাথে বৃদ্ধি পেয়েছে আমার সুপারক্যাশও। তবে প্রথম দিনের পরে অন্য দিনগুলো তে গড়ে আমি ২০০০ স্টেপ এর মতো হেঁটেছি যেটা তুলনামূলক খুবই কম। আর এই হাঁটার কারণ টাও আপনাদের বলেছি। এই সপ্তাহ টা অনেক ব্যস্ত ছিলাম আমি। এইতো গেল আমার বিগত সপ্তাহের super-walk এক্টিটিভিজ।
আমার গত সপ্তাহের পোস্টের কমেন্টে এডমিন @rex-sumon ভাই জানাই একটা এনএফটি স্যু কেনার জন্য। যদিও আমি নিজেও সিদ্ধান্ত নিয়েছিলাম একটা এনএফটি স্যু কিনব। পরবর্তীতে আমি আমার gate.io ওয়ালেট থেকে grnd টোকেন কিনে আমার super-walk wallet এ নিয়ে আসি। এবং বেশ কিছুক্ষণ দেখে অনেক গুলো স্যু চেক করে শেষ পযর্ন্ত এই স্যু টা buy করি। সত্যি বলতে কোনটা ভালো হবে বাহ খারাপ হবে সেটা সম্পর্কে আমার ধারণা একেবারেই নেই। শুধুমাত্র নিজের পছন্দমতো একটা নিয়েছি আর কী। মোটামুটি ১০০ টোকেন লেগেছে আমার এই এনএফটি স্যু টা কিনতে। যেটার ডলার ভাল্যু প্রায় $৭। এবং বেশ কিছু টোকেন আমার ওয়ালেটে রয়েছে পরবর্তীতে যখন স্যু টা রিপেয়ার করব তখন এইটা কাজে লাগবে। মোটামুটি আজ থেকে আমি super-walk এর প্রো ইউজার। হাঁটার সময় অন্যরকম একটা ফিলিংস পাওয়া যাবে
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
আপনার বিগত সপ্তাহের এক্টিভিটিজ দেখে মুগ্ধ হলাম আমি। আমরা সকলেই জানি নিজের শরীর ভালো রাখতে অতি রিক্ত হাটা হাটি প্রয়োজন। সেই জায়গায় সুপার ওয়াল আমাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এসে দিয়েছে। আপনি গত সপ্তাহে বেশ ভালো হাঁটাহাঁটি করেছেন দেখলাম। এভাবে আমাদের প্রত্যেক সপ্তাহ চালিয়ে যেতে হবে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার সুপার ওয়ার্ক পোস্ট দেখে ভালো লাগলো। আসলে ভাইয়া আমাদের প্রতি সপ্তাহে এক্টিভিটিজ পোস্ট দেখলে অন্যজনে উৎসাহিত হবে। আর হাঁটাহাঁটি করলে আমাদের জন্য ভালো। খুব সুন্দর করে সপ্তাহের এক্টিভিটিজ পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভুল ট্যাগ ইউজ করে রাখছো । এজন্য পোস্টটি নজরে আসেনি। ফলাফল: নোমিনেশন মিসড।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কপাল খারাপ 🙂। এখন কী নমিনেশনে নেওয়া যাবে না ভাই।। সঠিক ট্যাগ গুলো একটু বলে দিয়েন।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit