আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
ক্রিকেট ভারত উপমহাদেশগুলোর প্রধান একটা খেলা। ইংরেজরা দীর্ঘদিন যাবৎ এই অঞ্চলে থাকার সুবাদে আমাদের মধ্যেও এই খেলার প্রচলণ হয়ে যায়। বতর্মানে ক্রিকেটের এক পরাশক্তি ভারত উপমহাদেশের দেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা। যদিও সময়ের পরিক্রমায় শ্রীলঙ্কা পাকিস্তান আগের সেই অবস্থানে নেই কিন্তু ভারত এখনো ক্রিকেটের পরাশক্তি। ক্রিকেট দিনে দিনে সীমিত ওভারে চলে এসেছে। এখন সবচাইতে জনপ্রিয় এবং উওেজনক খেলা হলো টি টুয়েন্টি ক্রিকেট। এই টি টুয়েন্টি ক্রিকেট জনপ্রিয়তা বা পরিচিতি লাভ করে ফ্রাঞ্চাইজি ক্রিকেটের মাধ্যমে। আর সর্বপ্রথম ফ্রাঞ্চাইজি টি টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট হলো আইপিএল অর্থাৎ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ। এখন পযর্ন্ত এটা সবচাইতে জনপ্রিয় ফ্রাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট। একেবারে টাকার ছড়াছড়ি সবদিকে।
আইপিএল এর প্রথম আসর থেকে অংশগ্রহণ করা তিনটা দল হচ্ছে চেন্নাই সুপার কিংস, মুম্বাই ইন্ডিয়্যান্স এবং রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। আজ আমি কথা বলব তাদের অধিনায়কের নিয়ে। আমি আইপিএল দেখা শুরু করি ২০১৫ সাল থেকে। ঐ সময় থেকেই একটা জিনিস দেখছি চেন্নাই, মুম্বাই এবং ব্যাঙ্গালুরু এর ক্যাপ্টেন ভারতীয় দলের তিন প্রধান ক্রিকেটার মাহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা এবং বিরাট কোহলি। গত বছরেও এই তিন দলের ক্যান্টেন ছিল তারা তিনজন। ধোনি এবং কোহলি দায়িত্ব ছাড়ার পর ভারতীয় দলের অধিনায়ক এখন রোহিত শর্মা। কিন্তু ঘটনা টা সেটা না। এবার আইপিএল শুরু হওয়ার আগে আমি একটু ঘাটাঘাটি করতে যায় স্কোয়ার্ড নিয়ে। আমি কিন্তু চেন্নাই সুপার কিংস এর সাপোর্টার সেই ২০১৫ সাল থেকেই।
তো দলগুলো স্কোয়ার্ড দেখতে গিয়ে দেখি চেন্নাই এর অধিনায়ত্ব ধোনি ছেড়ে দিয়েছে। চেন্নাই এর নতুন ক্যাপ্টেন এখন রুতরাজ গায়কোয়ার্ড। এই ছেলেটা বেশ পটেনশিয়াল আছে বেশ ভালো একজন ব্যাটসম্যান। ধোনি ক্রিকেটে শেষ সময় অতিবাহিত করছে। এইজন্যই হয়তো চেন্নাই তাদের নতুন অধিনায়ক নিয়োগ করেছে। যদিও সে ধোনির কাছেই শিখবে এটা ভালো একটা দিকে। কিন্তু আরেকটু বেশি অবাক হলাম যখন দেখলাম ব্যাঙ্গালুরু এর ক্যাপ্টেন ও পরিবর্তন হয়েছে। অর্থাৎ কোহলির পরিবর্তে ব্যাঙ্গালুরু এর ক্যাপ্টেন এখন সাউফ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসি। ডু প্লেসি ভালো একজন ক্রিকেটার। কিন্তু কোহলির অধিনায়কত্ব থেকে সরে যাওয়া টা আমার কাছে খারাপ লেগেছে। যদিও অনেক চেষ্টা করেও সে তার দলকে এখন পযর্ন্ত শিরোপা জেতাতে পারেনি।
তবে সবচাইতে বেশি অবাক হয়েছিলাম আইপিএল নিলামের সময়। যখন দেখলাম মুম্বাই তাদের পাঁচবার চ্যাম্পিয়ন অধিনায়ক কে সরিয়ে নতুন অধিনায়ক করছে হার্দিক পান্ডিয়া কে। রোহিত শর্মা মুম্বাইয়ের অধিনায়ক থাকাকালীন ৫ বার ২০১৩,১৫,১৭,১৯,২০ তাদের চ্যাম্পিয়ন করেছে। এবং রোহিত এখন ভারতীয় দলের অধিনায়ক। কিন্তু মুম্বাই তাকে সরিয়ে অধিনায়ক করেছে তরুন হার্দিক পান্ডিয়া কে। এবং নিজেদের প্রথম ম্যাচে ফিল্ডিং এর সময় রোহিতের প্রতি হার্দিকের করা ইশারা এখন স্যোসাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। দৃশ্যটা আসলেই বেশ করুন। ক্রিকেটে অধিনায়ক খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে ঠান্ডা মাথা দরকার অভিজ্ঞতা দরকার দূরদর্শীতা দরকার, দরকার সঠিক সিধান্ত নেওয়ার সাহসী ক্ষমতা। কিন্তু এই তিন দলের নব নিয়োগকৃত অধিনায়দের সেগুলোর সবটা নেই। মানুষের অবস্থান খুবই ক্ষণস্থায়ী যেটা বারবার পরিবর্তন হয়। ক্রিকেটের অধিনায়কের ক্ষেএেও ব্যাপারটা ঠিক তাই।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুবই খারাপ লাগতেছে ভাই। সেদিন হার্দিক পান্ডিয়া রোহিত শার্মাকে বেশ অপমান করেছে। রোহিত শর্মা প্রথমে বুঝতে পারে নাই তাকে আদেশ করতেছে। সে পাঁচবার ক্যাপ্টেন্সি নিয়ে কাপ পেয়েছে। বাংলাদেশের ইমরুল কায়েসের সাথে রোহিত শর্মার তুলনা করাই যায় তাকে অবহেলা করা হয়েছিল ও আইপিএল এ রোহিতকে অবহেলা করা হচ্ছে। বিরাট কোহলি বেশি দুর্দান্ত খেলে কিন্তু চাপের জন্য হয়তো,সে ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছে। আস্তে আস্তে সময়ের পরিক্রমায় প্রতিটা মানুষকেই জায়গা ছেড়ে দিতে হবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit