আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
কেমন আছেন সবাই। আলহামদুলিল্লাহ্ আমি ভালো আছি। আজ নতুন একটা পোস্ট নিয়ে চলে আসলাম। আজ আমি আপনাদের মাঝে আরেকটা নতুন নোটের সঙ্গে পরিচয় করিয়ে দেব। এটা নিয়ে আমি এখন প্রতি সপ্তাহে একটা করে পোস্ট করি। এগুলো সব আমার সংগ্রহ করা। যাইহোক আজ আমি শেয়ার করব মিশরের দুইটা নোট নিয়ে। এবং এর মধ্যে একটা নোট একেবারে আলাদা এবং আমার অনেক পছন্দের। মিশরের নাম শুনলেই আমাদের সর্বপ্রথম মনে আসে নীলনদ এবং পিরামিড এর কথা। কিন্তু এখন আমার আরেকটা নাম মনে আসে সেটা হলো তাদের তারকা ফুটবলার মোহাম্মদ সালাহ এর কথা। মিশর হচ্ছে সবচাইতে প্রাচীন ঐতিহ্য এবং সংস্কৃতির দেশ। মিশরের পিরামিড তাদের মমি ফেরাউন এর লাশ এগুলো সর্বদাই মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু। মিশর আফ্রিকা মহাদেশের একটা দেশ। মিশরের রাজধানী কায়রো। মিশরের ভাষা আরবি। মিশর নামটা শুনলেই শরীরে একটা শিহরণ তৈরি হয়। আজ আমি আমার সংগ্রহে থাকা মিশরের দুইটা নোট নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব।
- এটা আর পুরাতন একটা নোট। এটা আমার সংগ্রহে থাকা সবচাইতে পুরাতন এবং স্পেশাল একটা নোট। এই নোট টা হলো মিশরের একটা নোট। মিশরের মুদ্রার নাম পাউন্ড হলেও এটার উপর লেখা রয়েছে প্লাস্টরেস। যেটা পাউন্ড এর অন্য নাম বা পূর্বের নাম। এটা সম্ভবত ১৯৯০ সালের দিকের একটা নোট। এবং নোটের অবস্থা দেখেই বুঝছেন এর কী অবস্থা হা হা। এটা এইজন্যই আমি অনেক যত্মে রাখি। এই নোট টা আমার সংগ্রহে আসে ২০২১ সালে। এবং এটা মিশরের কেন্দ্রীয় ব্যাংক থেকে বের করা একটা নোট। এই নোটে সামান্য একটু ইংলিশ এর ব্যবহার করা হয়েছে। এবং বাকিটা সম্পূর্ণ আরবি। এর একপাশে দেওয়া রয়েছে একটা মসজিদ বা এই টাইপের কোন একটা স্থাপনা। এবং অন্যপাশে রয়েছে তাদের বিখ্যাত দেবতা আমুন খোদা এর ছবি। আমুন মিশরের প্রাচীন একটা খোদা। এছাড়া মিশরের ফেরাউন বা বাদশাদের প্রাচীন পোষাকও এটা। তারা বিভিন্ন বা বিশেষ দিনে এই পোষাক পরিধান করত। এটা আমার সংগ্রহে থাকা সবচাইতে মূল্যবান একটা নোট। এটা মিশরের ৫০ প্লাস্টরেস বা পাউন্ড।
- এটা হলো মিশরের ১ পাউন্ড। বর্তমানে মিশরের মুদ্রার নাম পাউন্ড। এটা খুব বেশিদিন আগের নোট না। এই নোট টা একেবারেই নতুন। এই নোট টা আমার সংগ্রহে আসে ২০২১ সালে। এটা পলিমার একটা নোট। পলিমার নোটগুলো সাধারণত নষ্ট হয় না পানিতে ভিজে না। এই নোটের একপাশে একটা মসজিদ এবং অন্যপাশে তাদের প্রাচীন দেবতা আমুন এর ছবি দেওয়া রয়েছে। মিশরে এই ভাস্কর্য এবং মূর্তিগুলো সম্ভবত অনেক ঐতিহ্যবাহী। সেজন্য এখনো তাদের নোটের উপর এই ছবি রয়েছে। এই নোটের উপর শুধুমাত্র one pound কথাটা ইংরেজিতে রয়েছে। বাকি সম্পূর্ণ কিছু আরবি ভাষায় লেখা রয়েছে। এই নোট টার উপর বেশ সুন্দর প্রিন্ট করা হয়েছে। মিশরের পাউন্ডের সঙ্গে বাংলাদেশের টাকার মানের পার্থক্য খুব একটা বেশি না। বলতে গেলে একেবারেই কম।
আশাকরি মিশরের এই দুইটা নোট আপনাদের ভালো লেগেছে। পরবর্তী দিন অন্য কোন দেশের মুদ্রা নিয়ে আসব। আশাকরি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।
------- | ------ |
---|---|
ফটোগ্রাফার | @emon42 |
ডিভাইস | VIVO Y91C |
সময় | সেপ্টেম্বর,২০২৩ |
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমারও শখ হয়েছে বিভিন্ন দেশের টাকা সংগ্রহ করার, আমার সংরক্ষণে মিশরের টাকা নেই আপনার পোস্টে মিশরে টাকা দেখে খুব ভালো লাগলো, আরো বেশি ভালো লাগলো মিশন সম্পর্কে কিছু উল্লেখযোগ্য তথ্য দেয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমে আপনাকে জানাই অনেক অনেক ধন্যবাদ ভাইয়া ।কেননা আপনার পোষ্টের মাধ্যমে আমরা বিভিন্ন দেশের নোটগুলো দেখতে পারি ।যেমন আজকে মিশরের অনেক পুরাতন নোট আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন ।এর আগে এই নোট আমি দেখিনি। বেশ ভালো লাগলো আপনার পোস্ট পড়ে ও দেখে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এক এক করে আপনি আমাদের মাঝে অনেক দেশের টাকা উপস্থাপন করে চলেছেন। আর আপনার এ সংগ্রহশালা দেখে আমার সত্যিই অনেক অনেক ভালো লাগে। আশা করি আরো কিছু দেশের টাকা আপনার মাধ্যমে দেখার সুযোগ পাবো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit