আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
আশাকরি সবাই ভালো আছেন। আমি মোটামুটি ভালো আছি। সবমিলিয়ে চলে যাচ্ছে। কবিতার সাথে বাঙালির আলাদা একরকম সম্পর্ক আছে। বিশেষ করে যদি বলতে যায় বাংলা সাহিত্য এতো পরিমাণ কবি রয়েছে যেটা আপনি গুণে শেষ করতে পারবেন না। যদিও জীবনানন্দ দাশ আমার সবচাইতে পছন্দের কবি। তবে অন্যদের কবিতা গুলো মাঝে মাঝে পড়া হয় আমার। তবে অনেক দিন কোন কবিতা আমি আবৃত্তি করিনি। এটার মূল কারণ ঐরকম সময় বের করতে একেবারেই পারিনি। কবিতা আবৃত্তি করতে গেলে সময়ের সাথে সুন্দর নিরিবিলি পরিবেশ এবং মুড টাও প্রয়োজন হয়। ফেব্রুয়ারিতে বাড়িতে গিয়ে বেশ কিছুদিন সময় পেয়েছলিলাম।
একদিন রাতে হঠাৎ নজরে আসে প্রেমেন্দ্র মিএের হারিয়ে কবিতা টা। কবিতা টা পড়ে বেশ দারুণ লেগেছিল আমার। সিদ্ধান্ত নিলাম কবিতা টা আবৃত্তি করব। তারপর যথারীতি ঐটা আবৃত্তি করি। আজ সেই কবিতা আবৃত্তি টাই আপনাদের সাথে শেয়ার করে নিব। আশাকরি আপনাদের বেশ ভালো লাগবে।
কোনোদিন গেছ কি হারিয়ে,
হাট-বাট নগর ছাড়িয়ে
দিশাহারা মাঠে,
একটি শিমূলগাছ নিয়ে
আকাশের বেলা যেথা কাটে?
সেখানে অনেক পথ খুঁজে
পৃথিবী শুয়েছে চোখ বুজে
এলিয়ে হৃদয়।
শিয়রে শিমূল শুধু একা
চুপ করে রয়।
পথ খুঁজে যারা হয়রান
কোনোদিন সেই ময়দান
তারা পেয়ে যায়।
হঠাৎ অবাক হয়
আশেপাশে ওপরে তাকায়।
কোনো পথ যেখানেতে নেই
সেখানেই মেলে এক খেই
আরেক আশার
সব পথ পারাবার পর
বুঝি খোঁজ মেলে আপনার।
একদিন যেও না হারিয়ে
চেনা মুখ শহর ছাড়িয়ে
অজানা প্রান্তরে
একটি শিমূল আর আকাশ যেখানে
মুখোমুখি চায় পরস্পরে ।
কবিতা আবৃত্তির লিংক
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Daily task
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যিই যদি হারিয়ে যেতে পারতাম কি ভালোই না হত। প্রেমেন্দ্র মিত্রের এই কবিতাটা আগে পড়া হয়নি। আজ পড়লাম এবং আপনার কণ্ঠেও শুনলাম। খুব ভালো পাঠ করেছেন। আর এডিটও বেশ ভালো হয়েছে৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই কবির লেখাগুলো আগে কখনো পড়া হয়নি। কবিতাটা তো খুবই সুন্দর। আপনার কন্ঠে আবৃত্তি শুনে আরো ভালো লাগলো। কবিতার লাইনগুলো আসলেই সুন্দর। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর কবিতা আবৃত্তি করে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদম সঠিক বলেছেন ভাই কবিতা আবৃত্তি করতে গেলে নিরিবিলি পরিবেশ এবং চমৎকার একটি মুডের প্রয়োজন হয়।প্রেমেন্দ্র মিএের হারিয়ে কবিতাটির আপনার কন্ঠে আবৃত্তি শুনে একেবারে বিস্মিত হয়ে গেলাম। আপনার আবৃত্তি কন্ঠ যেনো হৃদয় জুড়ানো। ভীষণ ভালো লাগলো আপনার কবিতা আবৃত্তি টি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার কবিতা আবৃত্তি আগেও শোনা হয়েছে।খুব সুন্দর আবৃত্তি করেন আপনি।এটা একদম সত্যি নিরিবিলি পরিবেশ ছাড়া কবিতা আবৃত্তি করা সম্ভব হয়ে উঠে না।আজকের আবৃত্তি ও চমৎকার ছিল।ধন্যবাদ শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit