আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
প্রতিনিয়ত মানুষের জীবনে নতুন নতুন মোড় আসে নতুন নতুন পর্যায় আসে। আর মানুষ সেটার সাথে খুব সহজেই খাপ খাইয়ে নিতে পারে বলেই মানবজাতি এখনও পৃথিবী থেকে বিলুপ্ত হয়নি। মানুষের জীবনে শেখার নাকী কোন শেষ নেই। এই শিক্ষা প্রতিনিয়ত চলতেই থাকে। আর এই শিক্ষা গ্রহণের জন্য মানুষ বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় যায়। ইইই তে বিএসসি করার জন্য আমি সাউথ ইস্ট ইউনিভার্সিটি তে ভর্তি হয়েছি। গত শুক্রবার ৫ তারিখ ছিল আমার প্রথম ক্লাস। ভার্সিটি জীবনে প্রথম ক্লাস বুঝতেই পারছেন অনূভুতি টা পুরো অন্যরকম। আমি অপেক্ষায় ছিলাম কবে আমার ক্লাস শুরু হবে। যেহেতু প্রথম ক্লাস কোনভাবেই দেরী করা যাবে না।
আমার ক্লাস ছিল সকাল ৯ টা থেকে কিন্তু আমি অনেক আগেই বাসা থেকে বের হয়। আমার ক্যাম্পাস টা তেজগাঁও তে। শুক্রবার সকালে ঢাকা শহর একেবারে ফাঁকা থাকে কোন জ্যাম থাকে না বললেই চলে। আমার যেতে বেশি সময় লাগেনি। সবমিলিয়ে মিনিট ৪৫ লেগেছিল। কিন্তু যেহেতু প্রথম দিন সেজন্য কোথায় ক্লাস এইটা খুজতেই অনেক টা সময় চলে গিয়েছিল। তারপর আমার ক্লাস রুম টা যখন খুজে পেলাম দেখি ততক্ষণে আমাদের ম্যাথ লেকচারার এসে পড়েছে। যেহেতু প্রথম দিন সেজন্য স্যার সেরকম কিছু বলে নাই। ম্যাথ ক্লাস শেষ করার পর কিছুটা সময় ছিল ঐসময় সকালের নাস্তা টা শেষ করি ক্যান্টিন থেকে। এরপর চলে যায় পরবর্তী ক্লাসে।
পরবর্তী ক্লাস ছিল ইলেকট্রিক্যাল সার্কিট এবং লেকচারার ছিল একজন ম্যাম। ম্যামের ক্লাস সবসময়ই বেশ ইন্টারেস্টিং হয়ে থাকে হা হা। এইজন্য আমি খুব একটা মিস করি না বললেই চলে। ইলেকট্রিক্যাল সার্কিট ক্লাস শেষ হয় দুপুর একটার সময়। তখন আমাদের নামাজ এবং লাঞ্চের জন্য একঘন্টা ব্রেক দেওয়া হয়। লাঞ্চ শেষ করে আবার ক্লাসে চলে যায়। ঠিক সময়ে ক্লাসে এসে হাজির আমাদের ফিজিক্স লেকচারার। উনি মূলত বুয়েটের লেকচারার এখানে পার্টটাইম হিসেবে আছেন। স্যার পুরো দুই ঘন্টা ধরে ক্লাস নিলেন। সত্যি অসাধারণ একটা ক্লাস ছিল। স্যারের বোঝানোর ধরণ টা পুরো আলাদা। যেহেতু প্রথমদিন অন্য দুই একজনের সাথে পরিচয় হলেও ঐভাবে এখনও বন্ধুত্ব হয়ে উঠেনি।
আবার বিকেল ৫ টা থেকে ছিল আমাদের অরিয়েনটেশন। সেজন্য চলে গেলাম ইউনিভার্সিটি এর হল রুমে। অনেক বড় জায়গা। এখানে ইইই, সিএসই এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং তিন বিভাগের একসঙ্গে ওরিয়েনটেশন হচ্ছে। যাইহোক মোটামুটি দেড় ঘন্টা সেটা চলে। একে একে ভার্সিটি এর পরিচালক পরিষদ আমাদের ফ্যাকাল্টির অনেকেই নিজের বক্তব্য রাখে। বলতে গেলে বিরক্তিকর হলেও উঠে আসতে পারিনি হা হা। সব শেষ করে যখন বের হয় ঘড়িতে তখন সাত টা বাজে। প্রথম দিন ক্লাস সেই হিসেবে খুব একটা প্যারা সহ্য করতে হয়নি। পুরোটা সময় বেশ উপভোগ করেছি। তে এখন দেখার বিষয় পরবর্তীতে কী হয়।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ইউনিভার্সিটিতে প্রথম ক্লাস শুনে খুব ভালো লাগলো। তার সাথে আপনাকে অনেক অনেক অভিনন্দন জানাই নতুন মোড়ে পা দেয়ার জন্য। আসলে মানুষের জীবনের নতুন বিষয়টা সবসময়ই কিছুটা ভীতিকর লাগে। কারণ কি থেকে কি হয়। যাই হোক বেশ ভালো সময় তো ছিলেন ইউনিভার্সিটিতে। তবে আপনার ভাষ্য মতে বেশি প্যারা খেতে হয়নি এটাই হয়তো ভালো হয়েছে। আপনার নতুন জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। এভাবেই আপনি আপনার জীবনের লক্ষ্য পূরণের দিকে এগিয়ে যান।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
উচ্চশিক্ষা কিংবা বিশ্ববিদ্যালয়ের প্রথম দিকের ক্লাস জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। কারন এর মাধ্যমে ভবিষ্যতের কারিকুলাম, কোর্সগুলো কি কি আর ডিগ্রি অর্জনের পথ ধরে ভবিষ্যতে কিভাবে বাস্তবিক পথে অগ্রসর হওয়া যাবে তা খুঁজে বের করা যায়।
আশা করি আপনি নতুন শিক্ষায়তনিক পরিবেশে আনন্দঘন পরিবেশে জ্ঞানার্জনের সুযোগ খুঁজে নিবেন, আর নিজের ভবিষ্যৎকে গড়বেন।
শুভকামনা রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ইইই তে বিএসসি করার জন্য ইউনিভার্সিটি তে এডমিশন হয়েছেন জেনে খুশি হলাম ভাইয়া। আপনার নতুন পথ চলা যেন অনেক বেশি আনন্দের হয় এই প্রার্থনাই করি। ভালো লাগলো আপনার অনুভূতি জেনে। ধন্যবাদ আপনাকে নিজের অনুভূতি সবার মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আপনার অরিয়েন্টেশন ক্লাসের সুন্দর মুহূর্ত গুলো দেখে খুবই ভালো লাগলো। আপনি নিজের জীবনের নতুন একটি অধ্যায় শুরু করেছেন দেখে খুশি হলাম। আশা করছি আপনার ইউনিভার্সিটি লাইফ অনেক ভালো কাটবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit