আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
২০২৪ এর শেষ দিন আজ। কাল থেকে শুরু হবে নতুন বছর। মনের মধ্যে বেশ কিছু কথা অনেক প্রকাশিত অনূভুতি রয়ে গিয়েছে। যেগুলো কাউকে বলা হয়নি। ভাবলাম বছরের শেষ দিনটা সেসব একটু স্মরণ করি। যেন নতুন বছরে সেগুলো মাথায় রেখে এগিয়ে যেতে পারি। সত্যি বলতে ২০২৪ সালটা আমার জীবনে একটা ট্রাজেডির মতো ছিল। যদি ঠিকমতো গুছিয়ে বর্ণনা করি উপন্যাস হয়ে যাবে একটা হা হা। যাইহোক সেসব বাদ দেয়। ২০২৪ এর শুরুটা হয়েছিল মোটামুটি কাঙ্ক্ষিত ভাবে। কোন একজন মানুষের সাথে রাত জেগে কথা বলে সারাদিন টেক্সট করে সময় গুলো চলে যেত। এভাবেই বছরের ৫ টা মাস কেটে যায়। কিন্তু তারপর নেমে আসে সেই অনাকাঙ্খিত সময় টা। সত্যি বলতে ঘটনা টা অতোটাও অনাকাঙ্খিত না এমন কিছু হবে এটা যেন আমি শুরু থেকেই জানতাম।
তবে অন্যরকম ভাবে হলে খুশি হতাম। ২০২৪ সালে আমি কর্মজীবনে প্রবেশ করি। অনেকের মতে একটু দ্রুতই অবশ্য এই জীবনে চলে এসেছি। কিন্তু ২২ বছর একেবারে কমও না। চাকরিতে জয়েন করার পূর্ব মূহূর্ত পযর্ন্ত আমার জীবন ছিল পুরোপুরি আলাদা। সারা রাত জেগে বই পড়া, সিরিজ দেখা,রাতের নিস্তব্ধতা অনূভব করা। এবং দিন অর্ধেকটা অতিবাহিত করে ঘুম থেকে উঠা। অথচ চাকরিতে জয়েন করার পর সবকিছুই পাল্টে যায়। কীভাবে যেন আমার এই অভ্যাসগুলো দূর হয়ে যায়। আমি একটা নিয়মের মধ্যে চলে আসি। কর্মজীবন সম্পর্কে আমার ধারণার অনেক পরিবর্তন হয়েছে। বছর শেষের দিকে এসে অনেক ভুল ভেঙে গিয়েছে আমার। জীবন সম্পর্কে আরও কিছু কঠিন এবং বাস্তব সত্য একটু দ্রুতই ধরা দিয়েছে।
২০২৪ সালে আমার অর্জনের থেকে হারানোর পাল্লা ভারী। ব্যক্তিগত জীবনে আমার নিকট বন্ধু ছিল খুবই কম। এরমধ্যে কয়েকজন নিকট বন্ধুর সঙ্গে আমার যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমি হারিয়েছি আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সময়। যেটা হয়তো আমার সবচাইতে সুন্দর সময় হতে পারত। আমি চিনেছি আমার নিজের পরিবারের আত্মীয়দের মধ্যে অনেক কে। তারাও আমাকে শিখিয়েছে। আর আমার একটা অভ্যাস আমি কখনও কাউকে অভিযোগ করতে যায় না। আমার সাথে হাজার অন্যায় হলেও আমি চুপ থাকি। তাদের সাথে দূরত্ব বাড়িয়ে দেয় তেমনই দূরত্ব বাড়িয়ে নিয়েছি আমার নিজের কিছু পরিবারের মানুষ থেকে। তবে আমি সবচাইতে বেশি আশ্চর্য হয়েছি মানুষের পরিবর্তন দেখে।
মূহুর্ত্তের মধ্যে নিজের সবচাইতে পছন্দের মানুষের পরিবর্তন দেখে মানুষের উপর থেকেই আমার বিশ্বাস উঠে গিয়েছে। ২০২৪ এ আমি হারিয়েছি অনেক কিছু। তবে আমি শিখেছি তার চেয়েও বেশি। দিনশেষে আমাদের জন্য শুধু আমরাই। হয়তো কেউ আপনার সাথে থাকবে পাশে থাকবে কিন্তু সেটা অল্প সময়ের জন্য। এইজন্য পুরোপুরি একা থাকার অভ্যাস করে নেওয়া উচিত। সঙ্গীর প্রয়োজন হলে পশুপাখি কে আপন করবেন কিন্তু মানুষ কে না। এই কঠিন শিক্ষা টাও আমাকে দিয়েছে এই বছর। বছরে এইরকম কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়ার পরে আমি সিদ্ধান্ত নিয়েছি ২০২৫ সালে আমি নিজের ব্যক্তিত্ব নিয়ে কাজ করব। নিজের জ্ঞানকে সমৃদ্ধ করব। আর হ্যা নিজেকে তৈরি করব একেবারে আবেগহীন অনূভুতি হীন ভাবে। যেন কিছু মানুষ সেই পুরাতন আমি টার জন্য আফসোস করে। জানি না কতটুকু করতে পারব। তবে চেষ্টা সর্বদা চলমান থাকবে।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Daily task
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সময় অনেক মূল্যবান। সময় একবার চলে গেলে আর ফিরে আসে না। আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। অনেক সুন্দর লিখেছেন। ধন্যবাদ আপনাকে শিখানীয় একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার জন্য দোয়া রইল আপনি যেনো আপনার মতো চলতে পারেন। ২০২৪ সালে যা হারিয়েছেন তার চেয়ে বেশি শিক্ষা পেয়েছেন। আশাকরি এই শিক্ষা গুলো আপনার জীবনে আরো উপরে নিয়ে যাবে ইনশাআল্লাহ ❣️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কিছু অর্জন করতে হলে অনেক কিছু হারাতে হয়, এটাই জীবনের নিয়ম।তবে আপনি কমিউনিটি চালানোর পাশাপাশি চাকরিও করেন জেনে ভালো লাগলো।তুলনামূলক খুব কম বয়সেই সরকারি চাকরি পেয়েছেন মনে হচ্ছে!শুভকামনা রইলো আপনার জন্য ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit