আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
আশাকরি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ্ আমি মোটামুটি ভালো আছিছি। বুঝতে না পারলেও দিনগুলো কীভাবে যেন কেটে যাচ্ছে। Super walk অ্যাপসটার সাথে তো আপনারা সবাই কম বেশি পরিচিত। আমার পরিচয় ঘটেছে এখান থেকেই। তবে ঐটা নিয়ে ঘাটাঘাটি না করাই সেরকম কোন ধারণা এখন পযর্ন্ত নেই। কিন্তু আমি যখনই হাঁটাহাঁটি করি super walk অ্যাপস টা আমার ফুট কাউন্ট করে। এটা বেশ ভালো লাগে আমার কাছে। ইদানিং হাঁটার সময় একেবারেই হয়ে উঠে না। সত্যি বলতে সবসময় একটা নির্দিষ্ট জায়গাই নির্দিষ্ট রুটিনে থাকতে হয় এবং এটাই কারণ। তারপরও চেষ্টা করি কোনরকম হাঁটাহাঁটি করার।
পৃথিবীর বিখ্যাত ব্যক্তিদের মধ্যে একটা মিল ছিল। বিখ্যাত লেখক বলেন বিজ্ঞানি বলেন এদের সবাই নাকি বিকেলে হাঁটত। নিয়মিত বিকেল করে তারা হাঁটতে বের হতো। আর এই হাঁটতে গিয়েই তারা নাকি অসাধারণ সব আইডিয়া পেয়ে যেত। এটা আমি একটা বইয়ের মধ্যে পড়েছিলাম। বিকেলে হাঁটার অভ্যাস একসময় আমারও ছিল। কিন্তু সেটা এখন সময়ের অভাবে আর হয় না। যাইহোক এখন আমি আমার গত একসপ্তাহের super walk এক্টিটিভিজ আপনাদের সাথে শেয়ার করে নেব।
এই সপ্তাহের শুরুতেই আমার কাছে মোট সুপার কয়েন ছিল মাএ ৮১০ টা। কিন্তু প্রতিদিন নিয়মিত হাঁটার কারণে সেই কয়েন বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন হাঁটার পর একটা নির্দিষ্ট সময়ে গিয়ে আমি কয়েনগুলো কালেক্ট করতাম super walk অ্যাপস থেকে। এরপরের দিন ৯২০ তারপরের দিন ১১২০ এভাবে করে আমার কয়েন প্রতিনিয়ত বৃদ্ধি পেয়েছে। তবে এখন পযর্ন্ত কোন সুপার ক্যাশ আমি পাইনি। ঐটা নেওয়ার পদ্ধতি টা পুরোপুরি আমার জানা নেই। সর্বশেষ আজ পযর্ন্ত আমার কাছে সুপার ক্যাশ কয়েন সংখ্যা ১৫৪০। তবে এখন পযর্ন্ত আমি খোলা এনএফটি স্যু ক্রয় করিনি অ্যাপস থেকে। আমি যতটা জেনেছি এনএফটি স্যু ক্রয় করলে তারপরই walk কয়েনটা পাওয়া যায়।
আমি চেষ্টা করব এনএফটি স্যু কেনার জন্য। এবং এরমধ্যে বিভিন্ন ইভেন্ট চলে থাকে বিভিন্ন সময়ে সেগুলো তেও অংশগ্রহণ করতে হবে। যাইহোক এটাই ছিল super walk এ আমার গত একসপ্তাহের এক্টিটিভিজ।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি আর বিকেলে হাটাহাটি করার সময় পাইনা এজন্যই চেষ্টা করি সকালবেলা কম-বেশি একটু হাঁটাহাঁটি করতে। মোটামুটি ভালোই এক্টিভিটিস আছে একটু বাড়াতে পারলে বেশি ভালো হবে যাইহোক এগিয়ে যাও।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ, ভাইয়া আপনি তো প্রতিদিন প্রায় হাজারের উপরে করে ফেলেছেন। Super walk অ্যাপসটি আমাদের জন্য দারুন কাজ করছে। আমরা প্রতিদিন কতটুকু হাঁটছি সেটা সু সহজেই জানতে পারছি। আর এই অ্যাপটি চালু হওয়ার পর আমাদের হাটার ইচ্ছাটাও বেড়ে গেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই আপনি তো দেখছি প্রত্যেকদিন বেশ অনেক পথ হাটাহাটি করেন দেখে বেশ ভালো লাগলো। আমি মনে করি প্রত্যেকটা মানুষের শারীরিক ফিটনেস ধরে রাখতে হলে হাটাহাটি করা বেশ প্রয়োজন। হাটাহাটি করার মাধ্যমে যদি আমরা অর্থ উপার্জন করতে পারি সত্যি এটা তো বেশ উপভোগের একটা বিষয়। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সময়ের অভাবে অনেকেই হাঁটতে পারে না।
যাইহোক তুমি যখনই সময় পাও হাটার চেষ্টা করছো এটা দেখে সত্যিই ভালো লাগলো। আমি নিজেও গতকাল এই এপসটার এক্টিভিটি নিয়ে পোস্ট করেছি। ধন্যবাদ তোমাকে চমৎকার পোস্টটি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit