আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
সুযোগের সৎ ব্যবহার সবাই করতে পারে না। আর যারা করতে পারে তারা বেশ বুদ্ধিমান বলতেই হয়। তবে অধিকাংশ মানুষই সুযোগ টা কাজে লাগাতে পারে না। ইদানিং সময়ে আমাদের মাঝে ট্রিট শব্দটা বেশ পরিচিত। সাধারণত বন্ধুদের মাঝে এটা বেশি পরিচিত। সাধারণত কোনো বন্ধুর ভালো কিছু হলে সে অন্য বন্ধুদের ট্রিট দিয়ে থাকে মানে খাইয়ে থাকে। তো আমি আমার বন্ধু নাভিদের কাছে একটা ট্রিট পেতাম। কারণ নাভিদ নতুন টিউশন ব্যাচ শুরু করেছে। ব্যাচে বেশ অনেকেই পড়ে। এবং নাভিদ ওর ছাএদের সফলভাবে সেমিষ্টারের কোর্স শেষ করিয়ে দেয়। তো আমি বললাম নাভিদ ট্রিট দিবি না। জবাবে ও বলে ঠিক আছে সময় হলে দিয়ে দিব। এই তো গত সপ্তাহের কথা। হঠাৎ দেখি আমার বন্ধু নাভিদ আমাকে কুষ্টিয়া ফুডিস এর একটা পোস্টে মেনশন দিয়েছে। গিয়ে দেখি সি ফুড জোন এর একটা প্লেটার অফার চলছে মাএ ৯৯ টাকায়। নাভিদ বলল যাবি চল ট্রাই করি। আমি বললাম ঠিক আছে চল। নাভিদ বলল ঠিক আছে তোরা তো আমার কাছে একটা ট্রিট পাবি চল দিয়ে দেব। ছেলেটা সুযোগের সৎ ব্যবহার করল অফারের প্লেটার দিয়ে হি হি।
সেদিন ছিল সোমবার। আমাদের পরীক্ষা ছিল। আগে থেকে আমাদের প্ল্যান ছিল পরীক্ষা শেষ করে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরব। পরীক্ষা শেষ করে আমি আমার বন্ধু নাভিদ, রাব্বি,তুহিন, ইকরা এবং ওর গার্লফ্রেন্ড চলে যায় সি ফুড জোন রেস্টুরেন্টে। এটা কুষ্টিয়া বজলুর মোড়ে দারাজ রিসিভ পয়েন্টের সামনে। আমাদের কলেজ থেকে কাছেই। যাইহোক আমরা গিয়েই দেখি একটা টেবিলও খালি নেই। কারণ ভেতরে জায়গা টা ছোট এবং মোটে চারটা টেবিল দেওয়া। এবং অন্যরা সবাই অফার টাই খেতে এসেছে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা টেবিল পেলাম সেখানে বসলাম। বেশ কিছুক্ষণ বসে বসে মেন্যু কার্ডটা আমি উল্টে পাল্টে দেখলাম। এরপর আমার বন্ধু নাভিদ ওদেরকে অফারের পোস্ট টা দেখিয়ে ছয়টা প্লেটার অর্ডার দেয়। জবাবে ওরা জানিয়ে দেয় এটা একটু দেরী হবে সেজন্য বসতে হবে।।
যাইহোক আমরা বসে রইলাম। কিন্তু আমার বেশ তৃষ্ণা পেয়েছিল। সেজন্য আমি একটা মাউন্টেন ডিউ অর্ডার দেয়। দিয়ে আমি তো বেশ অবাক হয়ে যায়। কারণ শীতের আগে শেষ যেবার ডিউ খেয়েছিলাম সেবার ২৫০ মি.লি এর দাম ছিল মাএ ১৫ টাকা। অথচ সেদিন দেখি সেটার দাম হয়ে গিয়েছে ২৫ টাকা। যাইহোক বসে রইলাম আমরা। এরই মাঝে আমরা কয়েকটা সেলফি তুলি। মোটামুটি ৩০ মিনিট পর আমাদের খাবার দেওয়া হয়। আমার অন্য ফ্রেন্ড রা খাওয়া শুরু করলেও আমি একটু পরে খাওয়া শুরু করি। প্লেটার মেন্যুতে ছিল ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, ফিস ফ্রাই, চিকেন ভুনা ২ পিস, সবজি, শসা এটুকুই। তবে অফারের বাইরে আমরা যে যার খুশি মতো সফট ড্রিংকস অর্ডার করি। অফার হিসেবে ফ্রাইড রাইসের পরিমাণ টা ভালো ছিল।
খাবার মান খারাপ ছিল আমি সেটা বলব না। সবকিছু ঠিক ছিল। খাবার বেশ সুস্বাদু ছিল। অফার হিসেবে খাবারে কোনো সমস্যা আমার চোখে পড়েনি। ৯৯ টাকায় এই বাজারে এর থেকে ভালো খাবার পাওয়া সম্ভব না। তাদের ব্যবহার টাও ভালো ছিল। তবে তাদের সার্ভিস টাইম অনেক বেশি। অতটা সময় সবার নেই যে অপেক্ষা করবে। এবং রেস্টুরেন্টের ভেতরের জায়গাটা একেবারে কম। তবে সবমিলিয়ে দারুণ ছিল। পরে কুষ্টিয়া ফুডিস গ্রুপে এই অফার টা সম্পর্কে অনেক পোস্ট দেখি। এটা বেশ হাইফ তুলেছিল। এ যাবৎ কালের সবচাইতে ভালো অফার ছিল এটা। সময় টা আমরা দারুণ কাটিয়েছিলাম। অল্পের উপর হলেও নাভিদ আমাদের ট্রিট দিয়েছে এতে আমরা বেশ খুশি। তবে অন্যদের থেকে আমি একটু বেশি পেয়েছিলাম। অন্যরা একটা সফট ড্রিংকস নিলেও আমি তিনটা নিয়েছিলাম হি হি। অফার টা এখন আর নেই। ফেব্রুয়ারিতেই শেষ হয়ে গেছে। সবাই অসংখ্য ধন্যবাদ।।
------- | ------ |
---|---|
ভিডিও ধারক | @emon42 |
ডিভাইস | VIVO Y91C |
সময় | ফেব্রুয়ারি ,২০২৩ |
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
মাউন্টেইন ডিউ,ভয়ের পরেই জয়😁।
বন্ধুর ভালো কিছু হলেও ট্রিট চাই,বন্ধু ফেল করলেও ট্রিট চাই।মোট কথা যাই হোক না কেন,ট্রিট চাই।
আমাদের এদিকেও মাঝে মাঝে এমন অফার দেয়,আর সুযোগ গুলো খুব একটা হাতছাড়া হয়না।শুভ কামনা রইলো ভাইয়া😊।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তোমার বন্ধু নাভিদ তো ছক্কা মেরে দিয়েছে 😅
খুব অল্প খরচে তো দেখছি দারুন খাবার দিয়েছে, আর খাবারগুলো বেশ ভালো ছিল বলেছিলে। সব মিলিয়ে ৯৯ টাকায় এই বাজারে কিছুই হয়না। যাক ভালো একটা ট্রিট পাওয়া গেছে এটাই বড় বিষয়। 😋
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এটা আমার আগে জানা ছিল না ভাই সুযোগে সৎ ব্যবহার যারা করতে পারে তারা সত্যি বুদ্ধিমান হয়। আপনার কাছ থেকে জানতে পারলাম সুযোগের সৎ ব্যবহার করতে পারলে বুদ্ধিমান হওয়া যাবে। যাইহোক পরীক্ষা শেষে আপনারা বন্ধুরা মিলে অনেক কিছু দিয়েছেন জেনে খুবই ভালো লাগলো। রেস্টুরেন্ট টি যে কুষ্টিয়া বজলুর মোড়ে ছিল তাও যেন খুব ভালো লাগলো। ধন্যবাদ এত সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি ভাইয়া সুযোগে সদ ব্যাবহার করতে হয়। আপনার বন্ধু অফার পেয়েছে আর আপনারা বন্ধুর কাছে খেতে চেয়েছিলেন এই সুযোগ হাত ছাড়া কিভাবে করে হা হা হা।তবে ৯৯ টাকায় বেশ ভালোই খাবার খেয়েছেন জেনে অনেক ভালো লাগল। আগে জানা থাকলে আমরাও চলে যেতাম। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মূহুর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
৯৯ টাকায় সেট মেনু,আসলেই ডতো সুযোগে সৎ ব্যবহার করে ফেলেছেন।আসলে এমন অফার খুব কমই পাওয়া যায় পেলেও তেমন মান ভালো হয়না।খাবার গুলো বেশ লোভনীয় লাগছে।বুদ্ধি করে যে যেয়ে ভালোই করেছেন।ভালো লাগলো।ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুযোগে সদ্ব্যবহার , অফার পেয়ে আপনার বন্ধু আপনাদেরকে অল্প খরচেই সবার পেট পুরে খাইয়ে দিয়েছে। তবে আমার কাছে মনে হয় টাকা হিসেবে খাবার কিন্তু একেবারে খারাপ হয়নি। হ্যাঁ ভাইয়া সার্ভিস যদি একটু বেশি সময় নিয়ে করে তাহলে কিন্তু একটু সমস্যা হয়ে যায়। খাবারের ছবি দেখে বেশ লোভণীয় লাগছে ভাইয়া। আপনারা সবাই মিলে খুব সুন্দর একটি সময় কাটিয়েছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্লেটার মেন্যুতে বেশ লোভনীয় খাবারগুলোই ছিল। অফারে অনেক সময় খাবারের মান ভালো থাকে না। কিন্তু এখানে তো দেখলাম ভালোই আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে এত কম দামে খাবার পাওয়া সত্যি বিশাল ব্যাপার। যাইহোক আপনার বন্ধু সেই সুযোগে আপনাদেরকে খাইয়ে দিয়েছে। সত্যি ভাইয়া সুযোগের সঠিক ব্যবহারই হয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ্ আপনার বন্ধু তো সুযোগ টা কাজে লাগিয়ে দিল। মাত্র ৯৯ টাকায় আপনাদেরকে ট্রিট দিয়ে দিল। তবে যাই হোক কম টাকায় প্লেটার হলেও খাবার আইটেম কিন্তু বেশ কয় প্রকার ছিল দেখছি। সময়টা বেশ ভালো কেটেছে মনে হচ্ছে। ধন্যবাদ ভাইয়া আপনার কাটানো মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক দিন পর আপনার পোস্ট দেখলাম।দারুন তো অল্প টাকায় এতো লোভনীয় খাবার এই বাজারে ভাবা যায় 🤔 ৯৯ টাকায় এখন কিছুই তেমন পাওয়া যায় না। আর আপনি এত আইটেম পেলেন।যাক ভালোই ট্রিট পাওয়া গেছে। ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমারও অফার টা ভালোই লাগলো। ৯৯ টাকায় অনেক কিছু। এই জন্যই সুযোগের সদ্ব্যবহার। খিক খিক
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যা দাদা একেবারে ঠিক ধরছেন। ধন্যবাদ আপনাকে।। 💖💖
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার বন্ধু নাভিদ কমের উপর দিয়ে হলেও বেশ ভালই ট্রিট দিয়েছে আপনাদের। কম টাকায় বেশ ভালো খাবার পেয়েছেন তো ভাই! এখন অনেক জায়গায় এমন হয় টাকা কম করে দিয়ে খাবারের স্বাদের তারতম্য ঘটিয়ে দেয় ,আপনাদের ক্ষেত্রে তা ঘটেনি। দাম এবং খাবারের স্বাদ দুটোই ঠিক ছিল। আপনারা বন্ধুরা সবাই মিলে বেশ ভালোই এনজয় করেছেন জেনে ভালো লাগলো ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit