আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
বাংলাদেশের বেশ নামকরা একটা মিউজিক ব্যান্ড হলো চিরকুট। এদের গান গুলো অনেক জনপ্রিয়। চিরকুট এর গানে শুনেনি এমন মানুষ এখন অন্তত কম। যাইহোক চিরকুট এর ঢাকা শহর দিয়ে একটা গান আছে। যেখানে তারা ঢাকা শহর কে জাদুর শহর বলে আখ্যায়িত করেছে। এবং গানের প্রতিটা লাইনে ঢাকা শহরের অসাধারণ গভীর ভালোবাসার দিকগুলো তুলে ধরেছে। গানটা আমার বেশ পছন্দের। ঢাকা কে একটা অন্যরকম একটা শহর কিন্তু বলায় যায়। বুড়িগঙ্গা নদীর পাড়ে অবস্থিত এই ঢাকা শহর। এবং জনবসতির দিক থেকে দক্ষিণ এশিয়ায় দিল্লির পরেই ঢাকার অবস্থান। এছাড়াও ঢাকার আরেকটা বিশেষ দিক মোঘল থেকে শুরু করে ইংরেজ সবারই একটা আকাঙ্খা ছিল এই ঢাকা শহর কে নিয়ে। আমি জানি বতর্মানে ঢাকার অবস্থা যানজট লোক সমাগম, শব্দ এগুলোর জন্য ভালো না। কিন্তু তারপরেও একটা আলাদা মায়া কাজ করে।
একটা মজার বিষয় কী জানেন আমি মোটামুটি বেশ অনেক বার ঢাকায় গিয়েছি থেকেছি এবং যাতায়াত করেছি। কিন্তু এখন পযর্ন্ত সেরকম বড় কোন জ্যামে পড়িনি। আমার পড়া সর্বোচ্চ জ্যাম ছিল সম্ভবত ১৫-২০ মিনিটের মতো। এটা আমার ভাগ্য বলতে পারেন। যাইহোক সেসব কথা বাদ দেয়। ঢাকায় গেলে আমি সাধারণত যাএাবাড়িতে বেশি থাকি। তবে রামপুরা তেও কিছুটা সময় কাটে। আজ কথা বলব যাএাবাড়ির বিষয়টি নিয়ে। যাএাবাড়ি ঢাকা জেলার শেষ অংশ বলা যায়। যাএাবাড়ির পরেই শুরু নারায়ণগঞ্জ জেলা। আবার এই যাএাবাড়ি থেকে সদরঘাট একেবারেই কাছে। তো কথা সেটা না। যাএাবাড়ি জায়গা টা একটু ঘুপচি টাইপের। মানে কেমন জানি বদ্ধ। যদিও পুরো ঢাকা শহরটাই বদ্ধ। কিন্তু ওখানে গেলে এটা বেশি বোঝা যায়।
এমন একটা অবস্থা কোথাও ফাঁকা জায়গা নেই যেখানে একটু বুক ভরে মন খুলে আপনি নিঃশ্বাস নিতে পারবেন। কোন উপায় না থাকায় ঐ জায়গাই সকাল বিকেল আমি হাঁটতে বের হতাম। তবে আমি যেখানে ছিলাম সেখানে কাছেই একটা মাঠ ছিল। মাঠের চারিদিকে বাড়ি এবং মাঠের চারপাশ দিয়ে প্রাচীল দেয়া। মাঠে সকাল বিকেল মানুষের আনাগোনা লেগেই থাকে। শিশু কিশোর প্রাপ্তবয়স্ক সব বয়সের মানুষ খেলা করে। তবে সেটা আসল কথা না। আমার একটা বিষয় ভালো লেগেছিল দিনের বেলা বাদেও রাতেও ওখানে খেলা চলে। মাঠের চারিদিকে বেশ কিছু বড় লাইট লাগানো আছে। এবং রাতে সেগুলোর আলোয় খেলাধুলা করে সবাই। শুধুমাত্র একটা দল না। মাঠ টাতে অনেক দল খেলাধুলা করে কেউ ফুটবল কেউ ক্রিকেট যার যেমনটা ইচ্ছা আর কী।
সন্ধ্যার সময় টা আমার মোটেই কাটতে চাইনা। বিশেষ করে বাড়িতে থাকলেও আমি চেষ্টা করি ঐ সময় টা বাইরে কাটানোর জন্য। ওখানে গিয়েও সেটাই করতাম। প্রথমদিকে ছাদে বসে কাটালেও পরবর্তীতে সন্ধ্যার সময় আমি মাঠে চলে যেতাম। রাতে লাইটের আলোয় সবাই খেলাধুলা করছে এটা দেখতে বেশ ভালোই লাগত। আমার সময় টাও বেশ কেটে যেত। ওখানে শুধু খেলাধুলা হয় ব্যাপার টা এমন না। মাঠের চারিদিক দিয়ে ছোট প্রস্থ বিশিষ্ট একটা রাস্তা আছে। ঐ রাস্তা ধরে অনেকে হাঁটাহাঁটি করে থাকে। জায়গাটা আমার কাছে বেশ ভালো লেগেছিল। ওখানে দিন রাতের পার্থক্য আপনি করতে পারবেন না। দিন রাত উভয় সময়েই ওখানে সমান লোকসমাগম থাকে সমান উওেজনা বিরাজ করে।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চিরকুট এর গান গুলো আমার কাছে ও ভীষণ ভালো লাগে। যাত্রাবাড়ীতে ফাঁকা জায়গা খুব কম। আর মানুষের তো অনেক চলাফেরা ওখানে। ঢাকা শহর মানেই হচ্ছে জ্যাম। তবে কিন্তু পাঠটি অনেক সুন্দর। এমন খোলামেলা পরিবেশ এ সময় কাটাতে ভীষণ ভালো লাগে। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit