আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
আশাকরি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ্ ভালো আছি। পরীক্ষা, জ্বর এসব নিয়ে বেশ কিছুদিন বাড়ি থেকে বের হওয়া হয়নি। সারাদিন কেটে গেলেও বিকেল টা যেন কিছুতেই আর কাটতে চাইত না। আজ দুদিন বিকেলে আমি এবং আমার বন্ধু লিখন ঘুরতে যায়। আমরা সাধারণত দুইটা জায়গাই যায়। জায়গা দুইটা আমাদের অনেক পছন্দের। যাইহোক আমি আপনাদের আবার কিছু ভিডিও ভ্লগ শেয়ার করে নেব। ভিডিও ভ্লগ গুলো সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশ সম্পন্ন। আশাকরি আপনাদের ভালো লাগবে।
------ | ------ |
---|---|
ভিডিও ধারক | @emon42 |
ডিভাইস | Redmi Note 10 pro |
সময় | জুলাই,২০২৩ |
এই জায়গাটা আমাদের অনেক পছন্দের একটা জায়গা। গতবছর একদিন ঘুরতে ঘুরতে আমি এবং আমার বন্ধু লিখন হঠাৎ জায়গা টার খোঁজ পেয়ে যায়। তারপর থেকে প্রায়ই যায় এখানে। এখন বর্ষাকাল সেজন্য ঐ হ্রদ টাতে নতুন পানি এসেছে। গতকাল আমি এবং আমার বন্ধু লিখন আবার গিয়েছিলাম। তবে গতকাল আমাদের লক্ষ্য ছিল নৌকায় উঠা। ওখানে গিয়েই আমরা নৌকায় উঠি। নৌকা টা ইঞ্জিন চালিত ছিল না। নৌকাতে করে আমরা বেশ কিছুক্ষণ হ্রদে ঘোরাঘুরি করি। উপরে নীল আকাশ এবং নিচে নীল জলরাশি। তার উপর এক অসাধারণ সুন্দর বাতাস বইছিল। সবমিলিয়ে অসাধারণ এক মন মাতানো পরিবেশ ছিল। সেই মূহুর্তে আমি কিছু ভিডিও ধারণ করি। ভিডিও টা এই মূহুর্তে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি। ভিডিও এর ব্যাকগ্রাউন্ডে একটা গান ব্যবহার করা হয়েছে। আমি ঘরের হইনি বাহির আমায় টানে। গানটা একটা স্থির বাংলা গান। গানটা আমাদের অনেক পছন্দের একটা গান। আশাকরি এই অসাধারণ প্রাকৃতিক দৃশ্য টা আপনাদের কাছে ভালো লাগবে।
------ | ------ |
---|---|
ভিডিও ধারক | @emon42 |
ডিভাইস | VIVO Y91C |
সময় | জুন,২০২৩ |
এটা গতমাসের ২৬ তারিখে ধারণ করা। ঈদের ছুটি কাটাতে লিখন বাড়িতে এসেছে। প্রতিদিনের মতো সেদিন বিকেলেও আমি এবং লিখন ঘুরতে বের হয়েছি। বেশিদূর যেতে পারিনি। শহর থেকে বের হয়ে গ্রামের দিকে যেতেই শুরু হলো বৃষ্টি। একেবারে মূষলধারে বৃষ্টি। বাধ্য হয়ে একটা দোকানে আমরা বসি। দেখি আমাদের সামনেই একটা প্রাইমারি স্কুল। বৃষ্টি যেন থামার নামই নিচ্ছে না। তখন আমি ফোন টা বের করে একটা ভিডিও ধারণ করি। মূহুর্ত টা আমি বেশ উপভোগ করেছিলাম। কী অসাধারণ একটা মূহুর্ত ছিল। আজ কদিন বেশ ভালো গরম পড়ছে। কিন্তু বৃষ্টির দেখা নেই। সেজন্য ভিডিও টা দেখে একটু বেশি ভালো লাগছিল। সেজন্যই আপনাদের সঙ্গে এটা শেয়ার করা। ভিডিও টা আমি স্বাভাবিক এর চেয়ে একটু ধীর গতির করে দিয়েছি মোবাইল অ্যাপস এর মাধ্যমে। এবং এর ব্যাকগ্রাউন্ডে আমার পছন্দের একটা গান দিয়েছি। সত্যি বলতে বৃষ্টি এবং মানুষের কান্নার মধ্যে অদ্ভুত একটা মিল আছে। বৃষ্টি কে প্রকৃতির কান্না বললেও ভুল হবে না হা হা। সেজন্য এইরকম একটা গান ব্যাকগ্রাউন্ডে দিয়েছি আমি।
------ | ------ |
---|---|
ভিডিও ধারক | @emon42 |
ডিভাইস | VIVO Y91C |
সময় | জুন,২০২৩ |
আমাদের শহরের পাশ দিয়ে বয়ে গেছে গড়াই নদী। নদীর এইপাশে কুমারখালীর আসল শহর। এবং ঐপাশে গ্রাম। প্রতিদিন হাজার হাজার মানুষ যাওয়া আসা করে। সেজন্য কাজ শুরু হয় এই ব্রীজের। এবার ঈদের আগের দিন ২৮ জুন উদ্ধোধন করা হয় এই ব্রীজ টার। সেতু টার নাম শহীদ গোলাম কিবরীয়া সেতু। তো সেদিন রাতে আমি এবং আমার বন্ধু লিখন ঐ সেতু তে ঘুরতে যায়। প্রথম দিন রাতের বেলা সবগুলো বাতি জ্বলছে অসাধারণ লাগছিল সেতু টা। সেই সময় বাইকের পেছন থেকে আমি একটা ভিডিও ধারণ করি। তবে একটা মজার জিনিস তার পরের দিন থেকে ঐ সেতুর উপর এতো মানুষ হয় বিকেলে আপনি ভাবতে পারবেন না। এটা একটা পর্যটন এরিয়া হয়ে গিয়েছে। সেতু টা মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এবং মাএ ২২ দিনের মধ্যে সেতুর সবগুলো বাতি নিভে গেছে। অর্থাৎ রাতের বেলা এখন আর একটা বাতিও জ্বলে না। এটাতে আমি হাসব না দুঃখ প্রকাশ করব বুঝতে পারছি না। তবে প্রথম দিনের মতো রাতের ভিউ আর পাওয়া যাবে না।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
মুষলধারে বৃষ্টির ভিডিওগ্রাফিটি সত্যি দারুন হয়েছে ভাইয়া। এছাড়া অন্যান্য ভিডিওগ্রাফি গুলোও দারুন হয়েছে। আসলে ভিডিওগ্রাফি পোস্ট কখনো করা হয়নি। তবে আপনার এই পোস্ট দেখে অনেক ভালো লাগলো এবং অনুপ্রেরণা পেলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভিডিওগ্রাফিগুলো অনেক ভালো লেগেছে। বিশেষ করে গানগুলোর জন্য আরও বেশি আকর্ষনীয় লেগেছে।প্রথম গান দুটি খুব ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া ভিডিওগ্রাফির পাশাপাশি অনুভূতি গুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit