আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
বই আমার সবচাইতে পছন্দের একটা জিনিসে পরিণত হয়েছে। নতুন বই দেখলে নিজেকে যেন আর কোনভাবেই নিয়ন্ত্রণ করতে পারি না। কিন্তু আফসোস সবসময় তো আর টাকা থাকে না। এইজন্যই নিজেকে একটু নিয়ন্ত্রণে রাখতে হয়। যাইহোক গত পর্বে আমি বেশ কিছু বইয়ের ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করে নিয়েছিলাম। আজ আপনাদের সাথে আরও কিছু বইয়ের ফটোগ্রাফি শেয়ার করে নিব। যে বইগুলো আমার সংগ্রহে রয়েছে। তো চলুন শুরু করা যাক।
- বেশ কিছু ফেসবুক পেইজ থেকে আমি বই কিনে থাকি। এরা বিভিন্ন সময়ে দারুণ কিছু অফার দেয়। এই তিনটা বই ছিল একটা অফারে। ৮৪ চ্যারিং ক্রস রোড, ডেথ অন ডকুমন্ড আইল্যান্ড এবং রেড পয়জন। এই তিনটা বই ছিল ঐ সিরিজে। এদের মনে শুধু ৮৪ চ্যারিং ক্রস রোড বইটা আমি পড়েছিলাম। বাকিগুলো বাড়িতে রয়েছে এখন পযর্ন্ত পড়া হয়নি।
- এখানে বেশ অনেক গুলো বই রয়েছে একসঙ্গে। গতবছর দাদার থেকে ঈদ সালামি পাওয়ার পরে সেটা দিয়ে এই বইগুলো কিনেছিলাম। সেই বইগুলো একসঙ্গে করে এই ফটোগ্রাফি টা আমি ধারণ করেছিলাম। আহ এতোগুলো ভালোবাসা একসঙ্গে দেখলেও যেন প্রশান্তি চলে আসে। এগুলো যতই দেখি ততই যেন ভালো লাগে। ।
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্যতম জনপ্রিয় একটা উপন্যাস হলো দেবদাস। এইতো কয়েকদিন আগে আমার চুল বড় ছিল। আমার চাচাতো ভাইয়ের বউ তো সেটা দেখে আমাকে দেবদাস আখ্যা দিয়ে দেয় হা হা। এটা বেশ চমৎকার একটা উপন্যাস। এই বইটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম। বইটা আমার সংগ্রহে রয়েছে।
- কসমোজাহি বইটা মোহাম্মদ নাজিম উদ্দিন স্যারের লেখা একটা থ্রীলার। এই বইটাও আমি নিয়েছিলাম অনলাইন থেকে। বেশ দারুণ একটা বই। বাংলাদেশের ঢাকা এবং কক্সবাজারের একটা বাস্তব কাহিনি এবং কিছুটা ফিকশন মিলিয়ে এইটা বইটা লিখেছেন নাজিম উদ্দিন স্যার। দারুণ একটা বই এইটা থ্রীলার লেখক হিসেবে বাংলাদেশে উনি অনেক জনপ্রিয়তা অর্জন করেছেন।
- আমি আগেও বলেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমার সবচাইতে পছন্দের লেখক। উনার লেখা আরণ্যক আমার সবচাইতে পছন্দের উপন্যাস। সত্যি বলতে মাঝে মাঝে খারাপ লাগে এবং মনে হয় উনি বাংলা ভাষায় লিখেছেন বলেই হয়তো নোবেল পুরষ্কার পাননি। আরণ্যক উপন্যাসে উনি অসাধারণ কিছু ফুটিয়ে তুলেছেন। যারা প্রকৃতি ভালোবাসেন তাদের জন্য মাস্ট রিড একটা বই। এই বইয়ে বর্ণিত লবটুলিয়া, নাঢ়া বইহার, ফুলকিয়া বইহার, গাঙ্গোতা, রাজপুত জাতি সঙ্গে সঙ্গে আরও কিছু বিশেষ চরিত্র এখনও আমার মনে গেথে আছে।
- বাংলা সাহিত্যে অ্যাডভেঞ্চার নিয়ে লেখালেখি কম হয়েছে বলা যায়। চাঁদের পাহাড় হলো সেইরকম একটা অ্যাডভেঞ্চার উপন্যাস। বিভূতিভূষণ এই বাংলার মানুষ হয়েও অসাধারণ ভাবে ফুটিয়ে তুলেছেন আফ্রিকার হীরার খনির কথা আফ্রিকার উপজাতি প্রকৃতির কথা। এটা আমার অনেক পছন্দের একটা উপন্যাস। এই বইটা আমি কিনেছিলাম অনলাইন থেকে।
- সাইকোলজিক্যাল থ্রীলারের প্রতি আমার একটা আলাদা আকর্ষণ আছে। সাইকোলজিক্যাল থ্রীলার আমার অনেক পছন্দের। পলাশ পুরকায়স্থ এর লেখা বামন বইটা সেইরকমই একটা বই। এক বামন কেন খুন করতে গেল এই কাহিনী নিয়ে লেখা হয়েছে এই বইটা।
- এটা একটা অনুবাদ করা বই। লাইটনিং হলো একটা ক্রাইম সাইকোলজিক্যাল থ্রীলার। বইটা ডি কুন্টজের লেখা। এবং এই বইটা অনুবাদ করেছে শাহেদ জামান। একটা বইয়ের পেজে বইটার রিভিউ দেখে আমি বইটা কিনেছিলাম অনলাইন থেকে। তবে বইটা আমার আশা পূরণ করতে পারেনি। আমি যতটা আশা নিয়ে পড়েছিলাম ততটা ভালো লাগেনি।তবে বেশ ভালো একটা বই এটা।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Daily task
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার সংগৃহীত বেশকিছু বইয়ের ফটোগ্রাফি আজ শেয়ার করেছেন। আপনার শেয়ার করা বইয়ের ফটোগ্রাফি গুলো দেখে ভিন্ন ভিন্ন লেখকের বই দেখতে পেলাম।শেয়ার করে নেয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বিভূতিভূষণের বই গুলো আমার কাছে আলাদা আলাদা করে নেই তবে বিভূতিভূষণ সমগ্র আছে সেখানে উপন্যাসগুলো রয়েছে। বাকি বইগুলো পড়া নেই আমার খুব একটা। আপনি বইপ্রেমী এবং বইয়ের প্রতি আপনার আগ্রহ যে অনেকটাই তা আপনার পোস্ট দেখেই বুঝতে পারছি। বইপ্রেমী মানুষদের আমার খুব ভালো লাগে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সংগ্রহীত বইয়ের ফটোগ্রাফি এর আগের পর্বেও দেখেছি। অনেক ভালো মানের কিছু বইয়ের ফটোগ্রাফি আপনি শেয়ার করলেন। এসব বই পড়লে জ্ঞান অনেক বেশি প্রসারিত হয়। আজকের শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে বুঝতে পারলাম এই বইগুলো আরো দারুন হবে। দিন দিন আপনি বই পড়ে অনেক জ্ঞানের প্রসার করে যাচ্ছেন। অবসর সময়ে বই পড়া খুবই ভালো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার সংগ্রহে দেখতেছি অনেকগুলো বই রয়েছে। এখানে আমার খুবই একটি প্রিয় বই রয়েছে। আর সেটা হল দেবদাস। এ বইটি আমার এখনো পড়া হয়নি। তবে আমার পড়ার খুব ইচ্ছা রয়েছে। আপনার বইয়ের সংগ্রহ দেখে অনেক ভালো লাগলো। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চাঁদের পাহাড় উপন্যাসটা আমার খুব পছন্দের একটা উপন্যাস। আপনার বইগুলোর দ্বিতীয় পর্বের ফটোগ্রাফি দেখে ভালো লাগলো। আসলেই আপনার সংগ্রহে অনেক চমৎকার কিছু বই রয়েছে। আমার আবার এত বই কিনা হয় না। যাইহোক বেশ ভালো লাগলো আপনার ফটোগ্রাফি গুলো দেখে। নতুন অনেকগুলো বইয়ের সাথে পরিচিত হলাম। আরণ্যক বইটা এখনো পড়া হয়নি এটা পড়ার ট্রাই করবো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit