লাইফ স্টাইলঃ নদীমাতৃক জীবন যাপন

in hive-129948 •  3 months ago 

আজ - রবিবার

১১, কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
নভেম্বর ০৯, ২০২৪ খ্রিষ্টাব্দ

🌺 চলুন শুরু করি 🌺

হিন্দু ভাইদের নমস্কার এবং মুসলমান ভাইদের কে সালাম জানিয়ে আজকের নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি..! আশা করি সবাই শেষ পর্যন্ত পাশে থাকবেন

আজকে আমি আপনাদের সিরাজগঞ্জের কিছু প্রত্যন্ত এলাকার সঙ্গে পরিচয় করিয়ে দিব। সিরাজগঞ্জ মোটামুটি অনেক বড় একটা শহর তবে শহরের পাশাপাশি এখানে অনেক বড় একটা জায়গা। এখানা অনেক গ্রাম অঞ্চল রয়েছে বিশেষ করে বেলকুচির অপজিটে যেই এলাকার রয়েছে এটার বেশিরভাগ অংশই গ্রাম আর বলতে গেলে এখানে বস্তির পরিমাণ অনেক বেশি। এর মূল কারণ হচ্ছে নদীর বন্যা এবং অনাকাঙ্ক্ষিত স্রোত। যখন এদিকে বন্যা আসে আমি তখন দেখেছি প্রায় অধিকাংশ বাড়ি ঘর ডুবে যায় আর আমি সবচেয়ে বেশি চিন্তিত থাকি এই বিষয়টা নিয়ে যে নদীর ঢালু এলাকাতে অনেক বড়,বড় বিদ্যুতের পুল রয়েছে যদি কোন ভাবে ওই ল মাটিতে পড়ে যায় তাহলে হয়তোবা নদীর পানি বৈদ্যুতিক হয়ে যেতে পারে এর ফলে অনেকের বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে শুরু করে এমন কি মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই এটা আসলেই অনেক রিসকি একটা জায়গা। তবে একটা জিনিস খেয়াল করলে দেখা যাবে যে এদের প্রায় 90% মানুষেরই প্রফেশন হচ্ছে জেলে অর্থাৎ এরা নদীতে মাছ ধরে তাদের জীবিকা নির্ভর করে থাকে।

1000005131.webp

source

আমি যখন বাজারে বাজার করতে যাই তখন খেয়াল করি যে নদীতে এভাবে নৌকা চলাচল করে এবং অনেক এলাকা থেকে মানুষজন গরুর দুধ নিয়ে এসে এই বাজার বিক্রয় করে থাকে। আসলে বলতে গেলে এদের যোগাযোগের অন্যতম একটা মাধ্যম হচ্ছে নদী। নদী থাকার কারণে নদীর উপর নির্ভর করে যেমন এরা বেঁচে থাকে তেমনি ভাবে অনেক সময় নদী এদের ক্ষতিগ্রস্ত করে আসলে এটা হচ্ছে প্রকৃতির খেলা তাই এতে আমাদের তেমন কোনো হাত নেই। তাই আমাদের যতটুকু সম্ভব নিজেকে সুরক্ষিত রেখে জীবন যাপন করে যেতে হবে। এখানে এসে আমি একটা জিনিস লক্ষ্য করেছে সেটা হচ্ছে এখানে যেই মানুষগুলো বালি তোলা তোলার কাজে নিয়োজিত রয়েছে তাদের মোটামুটি অবস্থা ভালো তবে অপজিটে যারা নদীর পাশে বসবাস করে তাদের অবস্থা তুলনামূলকভাবে অনেকটাই নিম্ন। বিশেষ করে অনেকের কাছ থেকে শোনা যায় যে নদীর স্রোত এবং বন্যা এসে তাদের ঘরবাড়ি সবকিছু ভাসিয়ে নিয়ে চলে গেছে পরবর্তীতে তারা উপস্থিতিতে এসে বসবাস করছে। আমি যেখানে রয়েছি এইখান থেকে অনেকগুলো বস্তি দেখা যায়। আসলে আমাদের এই কলেজটা এখানে তৈরি করার অন্যতম মাধ্যম হয়তো এটা হতে পারে যে লোকালয় থেকে আমাদেরকে একটু বিচ্ছিন্ন করা হয়েছে।

1000005132.jpg

source

যাতে আমরা কোন রকম কোলাহল ছাড়া নিজের পড়াশোনাটা ভালোভাবে চালিত করতে পারি। আপনারা হয়তোবা জানেন যে শহর অঞ্চলের অনেক ট্রাফিক জাম লেগেই থাকে যার কারণে সব সময় শব্দ হয় আর এটা কলেজ স্কুল সব ছাত্রছাত্রীদের জন্যই অনেক বেশি ব্যাঘাত ঘটায়। আর এক্ষেত্রে দেখা যায় যে সাধারণ পাবলিক ও এতে অনেকভাবে হেনস্ত তো হয় এজন্যই হয়তোবা আমাদেরকে এই শহরের লোকালয় থাকে আলাদা করা হয়েছে। এই জিনিসটা আমি মাঝেমধ্যে অনেক বেশি উপভোগ করি আবার মাঝে মধ্যেও একটু খারাপ লাগে কারণ এখানে ফুডপান্ডা সাপোর্ট করে না যদি কিছু খেতে মন চায় তাহলে অর্ডার করতে পারি না আর আশপাশে তেমন কোন বাজার নেই যেখান থেকে সদয় পত্র ক্রয় করব। আবার যদি কিছু ভাজা বা স্ট্রিট ফুড খেতে মন চায় তখন আবার অনেক সময় ১০, ২০ টাকা ভাড়া দিয়ে এখান থেকে একটু বাইরে যেতে হয় তারপরে ওগুলো পাওয়া যায়। তো সব জিনিসের একটা নেগেটিভ এবং পজেটিভ দিক রয়েছে আমরা লোকালয় থেকে দূরে থাকতে পেরে বিভিন্ন রকম ট্রাফিকে শব্দ থেকে রেহাই পাচ্ছি কিন্তু অন্য দিক থেকে প্রযুক্তি ছোঁয়া একটু কম পাওয়ার কারণে একটু সমস্যাই ভুগছি। তবে আমি সবকিছু মিলিয়ে একটা কথাই বলতে চাই।

1000005133.jpg

source

সেটা হচ্ছে এই গ্রাম অঞ্চলই ভালো। কারণ দেখুন আপনার যদি মন খারাপ হয় তাহলে আপনি এই এলাকার যে নদী রয়েছে ওই নদীতে গিয়ে বসে নদীর বাতাস খেতে পারবেন। নদীর পানির গর্জন শুনতে পাবেন সেই সাথে নতুন, নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে পারবেন। আর এদিকে তো বিকেল হলেই নদীর পাড়ে অনেক ধরনের মানুষ আসে এবং আড্ডা দেয়। তবে এই দিক থেকে আমাদের একটা সুবিধা হয়েছে সেটা হচ্ছে এখান থেকে নদীতে যেতে তেমন একটা বেশি কষ্ট হতে হয় না এখান থেকে মাত্র পাঁচ মিনিট হাঁটলেই নদীতে যাওয়া যায় এবং ওখানে বিভিন্ন রকম স্টিমার দেখা যায় অনেক জেলে মাছ ধরে আসলেই এই প্রকৃতি গুলো দেখে মনে হয় এখানেই রয়ে যায়। আর আমি এমনিতেই ব্যক্তিগতভাবে প্রকৃতির প্রেমে পড়ে যাই প্রকৃতি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে এবং সবচেয়ে বেশি সুন্দর লাগে। যাই হোক আপনাদের কাছে প্রকৃতি কেমন লাগে চাইলে কমেন্টে জানাতে পারেন আজকে আমি এখানেই আমার ছোট এই ব্লগটি শেষ করছি। আগামীতে আপনাদের মাঝে আরও ইন্টারেস্টিং কিছু নিয়ে হাজির হব ইনশাল্লাহ তখন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ।

ব্লগার@emonv
ডিভাইসTecno camon 20
শ্রেণী ‌জেনারেল রাইটিং পোস্ট
লোকেশনসিরাজগঞ্জ মৎস্য ডিপ্লোমা

🔚 সমাপ্তি

Screenshot_20240511-225100.jpg

আমার নাম মোঃ ইউনুস আলী ইমন। বর্তমানে আমি সিরাজগঞ্জ মৎস ইনস্টিটিউট এর একজন ছাত্র হিসেবে পড়াশোনা করছি। এছাড়া পরিচয় দেওয়ার মতো এখনো কিছু করে উঠতে পারেনি তবে নিজের ব্যক্তিত্ব এবং ক্যারিয়ারের উপরে কাজ চলমান......। আমি নিজেকে ভেঙে চুড়ে নতুন করে আবিষ্কার করতে অনেক পছন্দ করি এবং আমি মানুষকে সাহায্য করতে অনেক ভালোবাসি। আমি প্রায়শই নিজেকে আবিস্কার করি। কেননা এটা আমার কথায় এবং লিখাতে নতুন স্বাদ যুক্ত করে, যার ফলে আমি নিজের সবথেকে ভালো টুকু আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি। আমি প্রতিদিন একবার নিজের সাথে কথা বলি, কারণ এটা আমার নিজের প্রতি আত্মবিশ্বাস আরো বাড়িয়ে দেয়। আমি ভ্রমণ করতে এবং ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। আমি প্রতিনিয়ত নতুন ,নতুন মানুষদের সাথে মিশে তাদের জীবনের অভিজ্ঞতার ভালোটুকু আমার জীবনে বাস্তবায়িত করতে পছন্দ করি। আপনাকে স্বাগতম আমার সম্পর্কে জানতে আগ্রহী হওয়ার জন্য। ভালোবাসা রইলো অবিরাম সবাইকে 💝।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjVagCKakAuSTsQyj2bkd5a1qGy627tazWyRR8KvSGF5XUzUYGAJxbEm1Wagp...Lv2At2mGmrfEMg6f1U32Fbx5AMXoYvtwxPoGN64iEBA4Rv1YhRRuUftAwRmKthwLZXLSTwWxtFD7Sj1QyBBErTgPny6vsjAKSJvXy9ovR9TDNhx7vqPZQ8nKqg.png


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

1000004142.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

image.png

আপনি ঠিক বলেছেন ভাইয়া শহর অঞ্চলে পড়াশোনা করা একটু কষ্টকর হয়ে ওঠে রাস্তার যানবাহন চলাচলের কারণে। সেই তুলনাই গ্রামাঞ্চলিক অনেক ভালো। কারণ যখন ইচ্ছা হবে বাহিরে একটু প্রকৃতির মাঝে ঘুরে আসা যায় কিন্তু শহরে এগুলা হয় না।

কথাটা ঠিক বলেছেন ভাই মন খারাপ থাকলে নদীর পাড়ে গিয়ে বসে থাকলে মনটা অনেক হালকা হয়ে যায়। তখন বেশ ভালো লাগে। আর সেই প্রাচীনকাল থেকেই মানুষের জীবন গড়ে উঠেছে নদীকে কেন্দ্র করে। আর আমাদের বাংলাদেশে তো নদীর অভাব নেই। যদিও এখন অধিকাংশ নদী প্রায় মৃত।