আমার বাংলা ব্লগ || সন্তানের প্রতি মায়ের নিঃস্বার্থ ভালোবাসা

in hive-129948 •  3 years ago  (edited)

care-2024469_640.png

ছবির উৎস

প্রিয় স্টিমিট বাসি গণ সবাইকে আসসালামু আলাইকুম

আজকে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি আমাদের সবার প্রিয় মা এবং "সন্তানের প্রতি মায়ের স্নেহ।"মা এবং সন্তানের সম্পর্ক পৃথিবীর সবচেয়ে গভীরতম সম্পর্কের মধ্যে একটি। মা এবং সন্তানের সম্পর্ক সন্তান জন্মের আগে থেকেই শুরু হয়ে যায় এবং তা পরিপূর্ণতা লাভ করে সন্তান বেড়ে ওঠার মাধ্যমে। মায়ের স্নেহ যেন পৃথিবীর সকল দুঃখ কষ্টের ইতি টেনে দেয়। মায়ের স্নেহ এবং নিঃস্বার্থ ভালোবাসা সৃষ্টিকর্তার অসীম উপহার আমাদের জন্য। একজন মা সারাদিন কাজ করে একটি কারণেই যেন তার সন্তান এর কোন কষ্ট না হয় । সে নিজে না খেয়ে তার সন্তানের মুখে খাবার তুলে দেয় এবং তার ভবিষ্যৎ যেন ভালো হয় সেই আশা ব্যক্ত রেখে দিন রাত পরিশ্রম করে যান আমাদের প্রিয় মা।

সন্তানদের প্রতি বাবা-মায়ের নিঃস্বার্থ ত্যাগ

baby-1150109_640.webp

ছবির উৎস

সন্তানের নিঃস্বার্থ ত্যাগ এবং ভালোবাসার জন্য এত সুন্দর একটি পৃথিবী আজও টিকে আছে। আমাদের পরিবারের ছেলে হোক বা মেয়ে সাধারণত তার সবচেয়ে কাছের মানুষ এবং কাছের বন্ধু হয় তার মা ।কেননা পরিবারের কর্তা অর্থাৎ বাবা সংসার পরিচালনা করার জন্য সারাদিন পরিশ্রম করে অর্থোপার্জন করেন। এবং অন্যদিকে মা বাড়ির সকল কাজ করার মাধ্যমে সংসার পরিচালনা করতে সাহায্য করেন। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যদি আপনাদের মধ্যে শেয়ার করি তাহলে বলতে হয় যখন মুসলমানদের সিয়াম সাধনা করার মাস আসে অর্থাৎ রমজান মাস, তখন আমরা যখন সিয়াম সাধনা করি তখন সাধারণভাবে পানি পিপাসা জন্য বুক যেন ফেটে যায় এবং সেই সময় আমাদের প্রিয় মা ইফতারের জন্য নাস্তা তৈরি করেন। এটি দেখার মাধ্যমে বুঝতে পেরেছি সন্তানদের প্রতি মায়ের কত ত্যাগ তিতিক্ষা কাজ করে।

মা-বাবা এবং পরিবারের প্রতি আমাদের কর্তব্য

বাবা মা আমাদের জন্য সৃষ্টিকর্তার বিরাট একটি রহমত এবং উপহার। আমাদের বাবা আমাদের সব সময় ভালো চাই । আমাদের উচিত বাবা-মায়ের সাথে সবসময়ই নম্বর ভদ্র আচরণ করা। তাদেরকে শ্রদ্ধা করা এবং বাবা-মায়ের একজন বাধ্য সন্তান হওয়া। আমরা যখন ছোট ছিলাম আমরা না বুঝে অনেক অন্যায় করেছি যা আমাদের বাবা-মা নিঃস্বার্থ ত্যাগের মাধ্যমে মেনে নিয়েছে তারা কখনো বিরক্ত হন নি। আমাদের উচিত আমাদের বাবা মায়ের যত্ন নেওয়া এবং পরিপূর্ণভাবে ভালোবাসা আমরা যদি একজন বাবা মায়ের বাধ্য সন্তান হতে পারি তাহলে আমরা ভবিষ্যতে উন্নতি করতে পারব অন্যথায় তা সম্ভব হবে না।

বিশেষ দ্রষ্টব্য:-

আমার সংক্ষিপ্ত আলোচনায় আশা করছে সন্তানের প্রতি মায়ের ভালোবাসা বিষয়টি কে পরিপূর্ণতা দান করতে পেরেছি। বড় ভাইদের অনুরোধ এবং ছোট ভাইদের উপদেশ হল:-আমরা অবশ্যই আমাদের বাবা মায়ের সাথে নম্র এবং ভদ্র ব্যবহার করি এবং তাদেরকে সবসময়ই শ্রদ্ধা করি তাহলেই আমরা আমাদের জীবনের মধ্যে সার্থকতা খুঁজে পাবো।

আমায় পোস্ট করেছ গর্বিত

অনুবাদে
@emonv

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

মা বাবা আমাদের জন্য সব করতে পারেন। সবসময় আমাদের খেয়াল রাখেন। তাই আমাদেরও উচিত মা বাবার কথা মত চলা এবং তাদের প্রতি কর্তব্য পালন করা। ধন্যবাদ পোস্টটি করার জন্য

  ·  3 years ago (edited)

আসলে এই পৃথিবীতে বাবা মায়ের একমাত্র ব্যক্তি যারা আমাদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন। আমাদের জন্য তারা সারাজীবন কষ্ট স্বীকার করে যান। অথচ আমরা সন্তানেরা তাদের জন্য কতটুকু কি করতে পারি? আমরা শুধু তাদের কাছ থেকে পাওয়ার আশাই করি। কখনো দেয়ার চিন্তা করিনা। আপনার পোস্টটি সুন্দর হয়েছে। কিন্তু আপনি শুরুতে যে লিখেছেন প্রিয় স্টিমিট বাঁশি। এখানে এই বাঁশি টা ভুল হয়েছে। এই বাঁশি অর্থ যে বাঁশি বাজানো হয়।এটা ঠিক করেন। ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ ভাইয়া, আপনার মূল্যবান একটি মতামতের জন্য

পৃথিবীতে এসে সর্বপ্রথম ওই ডাক টাই শিখি আমরা। জীবনে মায়ের কোনো বিকল্প হতে পারেনা। খুব সুন্দর লিখেছেন মাকে নিয়ে । ভালো থাকুক পৃথিবীর সকল মা।

আপনার কথাটি যেন আমার মনকে ছুঁয়ে গেছে শুভকামনা রইল আপনার জন্য

🙂🙂

আসলে একমাত্র মাই পারে সন্তানের জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে দিতে। সন্তানের জন্য মায়ের ভালোবাসার কোন কমতি কখনো কোনদিন হয়না। আপনি ঠিকই বলেছেন কারণ আমরা যখনই বাধ্যগত সন্তান হতে পারব তখনই আমরা উন্নতি করতে পারব। আর এই উন্নতি হবে প্রকৃত উন্নতি মন থেকে ভালো থাকা

এটা দারুন ছিল শুভকামনা রইল আপনার জন্য

উপস্থাপন শৈলিতে এগিয়ে যাওয়ার ছাপ দেখতে পাই। ধন্যবাদ